Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১১ ঘণ্টা পর সরানো হয়

রামপুরা ইউলুপে লরি উল্টে যানজট

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৫ মে, ২০১৯, ১২:০৩ এএম

রাজধানীর রামপুরা ইউলুপের ওপর একটি লরি উল্টে গিয়ে রামপুরাসহ আশপাশের সড়কে চরম যানজটের সৃষ্টি হয়েছে। গত সোমবার রাত ৩টায় লরিটি উল্টে গেলেও গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে সেটি সরানো হয়। এদিকে, দীর্ঘ ১১ ঘণ্টায় উল্টে যাওয়া লরিটি সরাতে না পারায় সড়কে যান চলাচল কমে যাওযায় রামপুরা-মালিবাগ ও রামপুরা-বনশ্রী সড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। এ সময়ে লরিটি সরাতে ঢাকা মহানগর ট্রাফিক বিভাগ ও সিটি কর্পোরেশন পক্ষ থেকে কোন উদ্যোগ না নেওয়ায় ভুক্তভোগী চালক-যাত্রীদের পাশাপাশি স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। 

প্রত্যক্ষদর্শী ও ট্রাফিক সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ৩টার দিকে লরিটি উল্টে যায়। গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত সেটি সরানো হয়নি। বেলা ২টার দিকে সেটি সরানো হলে আস্তে আস্তে যান চলাচল স্বাভাবিক হয়।
সকালে সরেজমিনে দেখা যায়, ইউলুপ দিয়ে প্রত্যেকটি গাড়ি স্বল্প গতিতে পার হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে যানজটও বেড়ে চলছে। ট্রাফিক পুলিশের সদস্যরা যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করেও ব্যার্থ হয়। সরেজমিনকালে বনশ্রী রাস্তায় যানজট বেশি দেখা গেছে। সেখানকার জট মেরাদিয়া ছাড়িয়ে ত্রিমোহনী পর্যন্ত ঠেকেছে। ট্রাফিক বিভাগের ভাষ্য, এত ভারী লরি সরানোর মতো যন্ত্র নেই তাদের। লরিটি সরানো না গেলে রাস্তা সচল করা সম্ভব নয়। পরে দুপুর ২টার দিকে লরিটি ক্রেন এনে লরিটি সরানো হয় বলে জানা গেছে।
ডিএমপির ট্রাফিক পূর্ব বিভাগের রামপুরার ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) বিপ্লব ভৌমিক দুপুরের আগে বলেন, সোমবার রাত সাড়ে ৩টার দিকে লরিটি উল্টে গেছে। যে কারণে সকাল থেকে যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি হয়ে যানজট তৈরি হয়েছে। বনশ্রীর সড়ক থেকে যারা ইউলুপ ব্যবহার করেন তারা নিচ দিয়ে ঘুরে রামপুরা সড়কে উঠছেন। যার কারণে বনশ্রী সড়কের পাশাপাশি রামপুরা-মালিবাগ সড়কেও যানবাহনের চাপ তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, উল্টে যাওয়া লরিটি সরানোর মতো অবস্থা ট্রাফিকের নেই। ক্রেন দিয়ে লরিটি সরাতে হবে। এ বিষয়ে কমলাপুরে যোগাযোগ করা হয়েছে। নানা নিয়ম-কানুন থাকায় কিছুটা সময় লাগছে বলে তিনি জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ