মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইউক্রেনের প্রেসিডেন্ট হওয়া ভøাদিমির জেলেনস্কি বলেছেন, ‘অফিসে আমার ছবি না টাঙিয়ে আপনার সন্তানদের ছবি ঝোলান, প্রেসিডেন্ট কোনো দেবতা বা আদর্শ না। আমার পরিবর্তে আপনার সন্তানদের ছবির দিকে তাকিয়ে সিদ্ধান্ত গ্রহণ করুন।’ পার্লামেন্টে দেয়া উদ্বোধনী বক্তৃতায় এ কথা বলেন জনপ্রিয় কমেডিয়ান থেকে সম্প্রতি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া জেলেনস্কি।
চলতি বছর ২১শে এপ্রিল নির্বাচনে বিপুল ভোটে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন দেশটির জনপ্রিয় এ কমেডিয়ান। গত ২০ই মে জেলেনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পর তিনি ইউক্রেনের সংসদকে বাতিল করে দেন এবং দেশটির জনগণের প্রতি আনুগত্যের অংশ হিসেবে অতি দ্রæত নির্বাচন গ্রহণের ঘোষণা দেন। রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে অভিজাত শাসকগোষ্ঠীর এক সহিংস যুদ্ধের পর জাতির দায়িত্ব গ্রহণ করে ভøাদিমির জেলেনস্কি। জনগণের জন্য একটি সৎ ও স্বচ্ছ শাসনব্যবস্থার প্রতিশ্রæতি দিয়েছেন তিনি।
প্রেসিডেন্ট হবার আগ পর্যন্ত টিভি সিটকমে কল্পনাপ্রসূত প্রেসিডেন্ট হিসেবে অভিনয় করতেন জেলেনস্কি। তার কোনো রাজনৈতিক পূর্ব অভিজ্ঞতা নেই। নির্বাচনে তিনি পূর্বসূরি পেট্রো পোরোশেনকোকে প্রায় ২০০ শতাংশ ভোটের ব্যবধানে পরাজিত করেন। সূত্র: ইউক্রেন ১১২।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।