মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
বার্লিন চিড়িয়াখানার কর্মীরা এখন খুব খুশি। নতুন দু’টি সদস্য এসেছে তাদের ‘ঘরে’। যমজ সন্তান প্রসব করেছে তাদের প্রিয় মেং মেং। ৬ বছর বয়সে প্রথম মাতৃত্বের স্বাদ পেল বিপন্ন প্রাণীদের তালিকায় নাম থাকা এই জায়ান্ট পান্ডা। শনিবার সন্তান প্রসব করেছে সে। সোমবার টুইটারে ছবি এবং ভিডিও পোস্ট করে খবরটি সবাইকে জানায় চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
টুইটারে তারা লিখেছে, ‘মেং মেং মা হয়েছে। যমজ! আমরা খুব খুশি। বাক্যহারা।’ এখনও খুদে দুই সদস্যের লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হয়নি, তাই তাদের নামও রাখা যায়নি। এই প্রথম বার্লিনে সন্তানপ্রসব করল কোনও জায়ান্ট পান্ডা। প্রাণী সংরক্ষণবিদদের কাছে এই ঘটনার গুরুত্ব অপরিসীম। কারণ, জায়ান্ট পান্ডাদের ক্ষেত্রে প্রজনন অত্যন্ত জটিল বিষয়। বছরের মাত্র ২৪ থেকে ৭২ ঘণ্টাই তারা সন্তানধারণের পরিস্থিতিতে থাকে। স্বাভাবিক ভাবেই এই খবর বিশেষজ্ঞদের মুখে হাসি ফুটিয়েছে। চিড়িয়াখানার ডিরেক্টর জানিয়েছেন, মা এবং সন্তানরা সুস্থ আছে। প্রথমবার হলেও মা হিসেবে দায়িত্ব ভালো ভাবেই পালন করছে মেং মেং। নবজাতকদের ক্ষেত্রে প্রতি ২-৩ ঘণ্টা অন্তর খাবার দিতে হয়, মেং মেং দক্ষতার সঙ্গে বিষয়টি সামলাচ্ছে।
মেং মেং-এর প্রসবের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক আনানো হয়েছিল বেইজিং থেকে। তারা মা-সন্তানদের পরিচর্যা করছেন। বিশেষজ্ঞদের বক্তব্য, বর্তমান বিশ্বে জায়ান্ট পান্ডার সংখ্যা মেরেকেটে ১৮০০। ফলে, এই যমজের জন্ম গোটা প্রজাতির কাছে সুখবর। শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বার্লিনের মেয়রও। তবে আপাতত বার্লিনবাসী এই দুই খুদে অতিথির দেখা পাবেন না। একটু বড় হলে তাদের জনসমক্ষে আনা হবে।
১৯৬০ সালে চারটি পান্ডা সংরক্ষণ কেন্দ্র গড়ে উঠেছিল চিনে। সেটাই প্রথম। সে সময় ব্রিডিং সেন্টারে জন্ম নেওয়া পান্ডাদের মাত্র ৩০ শতাংশ প্রাণে বাঁচত। এখন সেই হার বেড়ে দাঁড়িয়েছে ৯০ শতাংশে। বছর চারেক বয়স হলে এই যমজ দু’টিকেও চিনেই পাঠানো হবে পরবর্তী পরিচর্যার জন্য। সূত্র : ডয়চে ভেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।