মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পাকিস্তানের পাঞ্জাবে কসুরে তিন শিশুর নিপীড়কদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দিতে প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে দাবি জানিয়েছেন ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। অন্যায় অপরাধ বেড়ে যাওয়ায় রিয়াসত-এ-মদিনার আদলে দেশ চালানোর আহ্বানও জানিয়েছেন তিনি।
আফ্রিদি মনে করেন,পাশবিক এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হলে পরবর্তীতে নরপশুরা এমন জঘন্য অপরাধ করার আগে অন্তত ভাববে। এ ব্যাপারে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।
প্রায় ৭৫ দিন নিখোঁজ থাকার পর পাঞ্জাবের তিন কন্যাশিশুর লাশের সন্ধান মেলে। তাদের গণধর্ষণ শেষে মেরে দেহ মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করে ধর্ষকরা। তবে শেষ মুহূর্তে অবস্থা বেগতিক দেখে মরদেহ রেখে পালিয়ে যায় তারা। উদ্ধারের পর তিনজনের শরীরেই নির্যাতনের ছাপ স্পষ্ট দেখা গেছে।
ন্যক্কারজনক এ ঘটনার পর রাগে-ক্ষোভে ফুঁসছে দেশবাসী। ধিক্কার জানিয়েছেন ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। দোষীদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেয়ার দাবি জানিয়েছেন তিনি।
বুধবার এক টুইটবার্তায় বুমবুম আফ্রিদি প্রধানমন্ত্রী ইমরানকে উদ্দেশ্য করে লিখেন,এবার রিয়াসত-এ-মদিনার আদলে দেশ চালানোর সময় এসে গেছে। পাঞ্জাব ঘটনার পর চোখ থেকে রক্তাশ্রু ঝড়ে পড়ার অবস্থা সৃষ্টি হয়েছে।প্রদেশটি সঠিকভাবে পরিচালনার জন্য আপনার দলের কি কোনও উপযুক্ত ব্যক্তি নেই? মদিনায় অনেক সময়ই অপরাধীদের মৃত্যুদণ্ড দেয়া হয়। এবার আমাদেরও সেই পথেই হাঁটা উচিত।
কয়েকদিন আগে পাকিস্তানের পাঞ্জাবের কসুর জেলার চুনিয়া এলাকা থেকে হঠাৎ উধাও হয়ে যায় চার শিশু। তাদের মধ্যে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনও একজনকে খোঁজে পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। তাদের ডিএনএ পরীক্ষা করানোর সিদ্ধান্ত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।