মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানে বেশ কয়েকটি ডাকাতির মামলায় কারাবন্দি এক ব্যক্তির হাত কেটে দেয়া হয়েছে। বৃহস্পতিবার দেশটির বিচার বিভাগ এমন তথ্য জানিয়েছে। মাজান্দারান প্রদেশের বিচার বিভাগ জানিয়েছে, বুধবার সারি শহরে তার শরীর থেকে হাত বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। তিনি ২৮টি চুরির ঘটনার স্বীকারোক্তি দিয়েছেন। বার্তা সংস্থা এএফপির খবরে এমন তথ্য জানা গেছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, হাত কর্তিত ব্যক্তি একজন পেশাদার চোর। তিনি মাহমুদাবাদের চারপাশে চুরি ও ডাকাতি করে বেড়াতেন। তবে ওই ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি।
শরিয়াভিত্তিক ইরানের ইসলামি আইনে চুরির মতো অপরাধে অঙ্গশ্ছেদের অনুমোদন রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে এমন বিচারের ঘটনা দেশটিতে একেবারেই অল্প।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।