বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ

সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
এবার করোনায় আক্রান্ত হলেন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী- চান্দগাঁও ) আসনের সংসদ সদস্য চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ। স্ত্রীসহ পরিবারের আরো নয় জনের নমুনায় সংক্রমণ পাওয়া গেছে।
এর আগে বাঁশখালী আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী পরিবারের ১০ সদস্যসহ করোনাভাইরাসের আক্রান্ত হন।
তবে দেশের প্রথম মন্ত্রী হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বান্দরবানের সংসদ সদস্য বীর বাহাদুর করোনায় আক্রান্ত হয়েছেন।
বুধবার রাতে বিআইটিআইডির ল্যাবে নমুনা পরীক্ষার রিপোর্টে এমপি মোছলেমসহ এমপির স্ত্রী, মেয়ে, মেয়ের জামাই, নাতি ও কাজের মেয়েসহ মোট ১০ জন শনাক্ত হন।
চব্বিশ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে আরো ১০৮ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনা সংক্রমিত মোট রোগীর সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৩৮৬ জনে।
চট্টগ্রামের তিনটি ল্যাবে ৩৬৫টি নমুনা পরীক্ষার রিপোর্টে ১০৮ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে ৬০ জন মহানগরীর এবং ৪৮ জন উপজেলার বাসিন্দা।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়- ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে
১৪৩টি নমুনা পরীক্ষায় ১৫ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে। ১৫ জনই মহানগরীর বাসিন্দা। চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ৭২ টি নমুনা পরীক্ষায়
৩৮ জনের করোনা শনাক্ত হয়। ৩৮ জনই মহানগরীর বাসিন্দা। ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ১৫০টি নমুনা পরীক্ষায় ৫৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে ৭ জন মহানগরীর। আর ৪৮ জন উপজেলার বাসিন্দা।
এদিকে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত চট্টগ্রামে মারা গেছেন ১০৫ জন। এছাড়া এ পর্যন্ত ২৯৯ জন রোগী চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরে গেছেন। বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৯৯৭ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।