বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ

সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে একদিনে নতুন করে আরও ২২২ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্তদের সংখ্যা ৪ হাজার ৮১৫ জন।
শনিবার সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে জানানো হয় পাঁচটি ল্যাবে গত চব্বিশ ঘণ্টায় ৮৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ২২২ জনের করোনায় সংক্রমণ পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম মহানগর এলাকার বাসিন্দা ১৬২ জন। বাকি ৬০ জন বিভিন্ন উপজেলার।
চট্টগ্রামের বিআইটিআইডিতে ২২৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণ শনাক্ত হয়েছে ৪৫ জনের।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৫৮ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনা সংক্রমণ পাওয়া গেছে।
চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ১২৩ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজেটিভ পাওয়া গেছে ১১ জনের।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৪৪৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। করোনা সংক্রমণ পাওয়া গেছে ১৩৭ জনের।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে
চট্টগ্রামের ২০টি নমুনা পরীক্ষা করা হয়। সংক্রমণ পাওয়া গেছে ৩জনের।
সরকারি হিসাবে চট্টগ্রামে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১০৭ জনের। সুস্থ ১৩১২ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।