বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ

সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লালমোহন পৌর শহরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ১৯ জুন শুক্রবার রাত দশটার দিকে উত্তর বাজারে কাঠ বাজার ও কসাই পট্টি রোডে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। রাতের হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলে উঠলে মানুষ চিৎকার করে ওঠে। মুহূর্তের মধ্যে আগুনের দাবানল ছড়িয়ে পড়তে শুরু করে চারদিকে। তাৎক্ষনিকভাবে খবর পেয়ে লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি ও থানা প্রশাসন, ফায়ার সার্ভিস দ্রুত ছুটে আসে। সেই সাথে শত শত মানুষ ছুটে আসে আগুন নেভানোর জন্য। এদিকে পাশ্ববর্তী বোরহানউদ্দিন ও চরফ্যাশন উপজেলা থেকেও ফায়ার সার্ভিস আসে আগুন নিয়ন্ত্রনে কাজ করে। আল্লাহর রহমতে ঘন্টাখানেকের মধ্যেই আগুন নিয়ন্ত্রনে চলে আসে। অগ্নিকান্ডে চা দোকান, পোল্ট্রি দোকান, কাঁচা মালের আড়ৎ, কুমাইরার দোকান, ফার্মেসি, গোস্তের দোকানসহ ১০/১২ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে কোটি টাকারও বেশী ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের কান্নায় ভারী হয়ে ওঠেছে আকাশ বাতাস। এ ঘটনায় ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। দুর্যোগে সবাইকে ধৈর্য ধারণের আহবান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।