Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানের সঙ্গে দ্রুত সমঝোতায় পৌঁছাতে চায় ট্রাম্প

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২২ জুন, ২০২০, ৯:২৯ এএম

ইরানের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের ইরান সংক্রান্ত নীতির ব্যর্থতার কারণে প্রেসিডেন্ট ট্রাম্প যখন আমেরিকার ভেতরে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন তখন এ আগ্রহ প্রকাশ করলেন তিনি।

ট্রাম্প গতকাল আমেরিকার ওকলাহোমা অঙ্গরাজ্যের টুলসা শহরে এক নির্বাচনি সমাবেশে ব্ক্তব্য রাখতে গিয়ে দাবি করেন, তার সম্ভাব্য প্রধান প্রতিদ্বন্দ্বী জো বাইডেন যাতে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে পারেন সে চেষ্টা করছে ইরান ও চীন। এরপর তিনি বলেন, “আমি ইরানের সঙ্গে অতি দ্রুত একটি সমঝোতায় পৌঁছার জন্য প্রস্তুত রয়েছি।”

মার্কিন প্রেসিডেন্ট এমন সময় ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর আগ্রহ পুনর্ব্যক্ত করলেন যখন তার প্রশাসনের ইরান বিদ্বেষী নীতি অব্যাহত রয়েছে। তিন ইউরোপীয় দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি গত শুক্রবার ট্রাম্প প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য আইএইএ’তে ইরানবিরোধী প্রস্তাব পাস করেছ।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান অ্যাকশন গ্রুপের প্রধান ব্রায়ান হুক ইউরোপীয় দেশগুলোর এ পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন।

এদিকে ইরান বহুবার বলেছে, আমেরিকাকে বিশ্বাস করা যায় না। যে দেশটি একবার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে আরেকবার সমঝোতার জন্য তার ওপর আস্থা রাখা যায় না। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ গতকালও বলেছেন, ওয়াশিংটনের সঙ্গে কোনো ধরনের আলোচনায় যাবে না তেহরান।

সূত্র: পার্সটুডে



 

Show all comments
  • Mohammed enam ২২ জুন, ২০২০, ১:২৯ পিএম says : 0
    Absolutely.
    Total Reply(0) Reply
  • md. yousuf ২৪ জুন, ২০২০, ৯:০৬ এএম says : 0
    Iraner montobbo thik ace.samojotay bosa jabena.America nijer sartho laver jonno ata korte cay.
    Total Reply(0) Reply
  • md.harunurrashid ৮ জুলাই, ২০২০, ১০:৩১ পিএম says : 0
    মুসলিম বিশ্বে মার্কিন ও ইসরাইলি আধিপত্যবাদের বিরুদ্ধে একমাত্র ইরানি বজ্রকণ্ঠ।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান-যুক্তরাষ্ট্র


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ