বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ

সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্ত আরো এক জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। নাক কান গলা বিশেষজ্ঞ ডা ললিত কুমার দত্ত চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে মারা গেছেন। রোববার রাত ১১টায় ৭৭ বছর বয়সী এ চিকিৎসক মারা গেছেন বলে জানান জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা আব্দুর রব । তিনি করোনাভাইরাস আক্রান্ত ছিলেন। তার জামাতা ডা রতন বিকাশও নাক কান গলা বিশেষজ্ঞ। তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালে কর্মরত।
এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে ছয় জন চিকিৎসক মারা গেছেন।
এদিকে গতকাল সোমবার পর্যন্ত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আরো তিন জন মারা গেছেন বলে জানান সিভিল সার্জন। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মৃতের সংখ্যা ১৪৫ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১৯২ জন। মোট আক্রান্ত ৬৪৮০ জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন আরো ৫৯ জন। মোট সুস্থ ৩০৬৭ জন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।