নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন

‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ম্যানচেস্টার সিটিকে হারাতে যেমন নৈপুণ্য চাই, টটেনহ্যামের খেলোয়াড়রা ঠিক সেভাবেই জ্বলে উঠলেন। পেপ গার্দিওলার বিপক্ষে তাই জয় হলো হোসে মরিনহোর। সিটিকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষেও উঠে গেল টটেনহ্যাম।
শনিবার নিজেদের মাঠে সিটির বিপক্ষে ২-০ গোলে জয় তুলে নেয় টটেনহ্যাম।
লিগে এ নিয়ে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে ২৫তমবারের মতো সিটির বিপক্ষে জিতল দলটি।
এদিন ম্যাচের পঞ্চম মিনিটে টটেনহ্যামকে এগিয়ে নিলেন সন-হিয়ুং মিন। দ্বিতীয়ার্ধে বদলি নামার ৩৫ সেকেন্ডের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন জিওভানি লো সেলসো। ৬৫তম মিনিটে আসে গোলটি।
৯ ম্যাচে ৬ জয় ও ২ ড্রয়ে ২০ পয়েন্ট টটেনহ্যামের। এক ম্যাচ কম খেলা সিটি ১২ পয়েন্ট নিয়ে অবস্থান করছে টেবিলের ১০ নম্বরে।
এর আগে নিউক্যাসলকে হারিয়েছে খানিক সময়ের জন্য শীর্ষ উঠেছিল চেলসি। আত্মঘাতী গোলে খেলার দশম মিনিটে এগিয়ে যাওয়ার পর ট্যামি আব্রাহামের লক্ষ্যভেদে ২-০ ব্যবধানে জয় তুলে নেয় দলটি।
৯ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে তারা দ্বিতীয় স্থানে অবস্থান করছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।