বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ

সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শহরের ভায়না মোড়ে মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভের নক্সা চুড়ান্ত করা হয়েছে। সোমবার বিকালে জেলা পরিষদ মিলনায়তনে আওয়ামীলীগ-বিএনপিসহ সর্বদলীয় নেতাকর্মীরা এক মঞ্চে উপস্থিত হয়ে ঐক্যমতের ভিত্তিতে ৪টি নক্সার মধ্যে একটি নক্সা চুড়ান্ত করেন।
সভায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর জানান, এ নকশায় ৭ টি স্তম্ভের মাধ্যমে ৭জন বীর শ্রেষ্ঠ, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ও ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবসের অভিব্যক্তি প্রকাশ করা হয়েছে।প্রকৌশলী শরিফ আহমেদ এ নকশার রূপকার হিসেবে কাজ করেছেন। প্রাথমিকভাবে জেলা পরিষদের মাধ্যমে এ স্মৃতিস্তম্ভ তৈরীতে ৬০ লাখ টাকা খরচ হবে বলে জানান সংশ্লিষ্ঠরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।