মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মা-মেয়ে দুইজন হিজাব পরা অবস্থায় মসজিদের ইমামের সামনে বসে কালেমা শাহাদাত পাঠ করছেন।
জানা যায় তুরস্কে মুসলিম প্রতিবেশীদের আচরণে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছেন তুরস্কে বাস করা এক ফরাসি মা ও তার মেয়ে। শুক্রবার তুরস্কের পশ্চিমাঞ্চলীয় আইদিন শহরের এক মসজিদে তারা ইসলাম গ্রহণ করেন।
কালেমা শাহাদাত পাঠ করানোর আগে মসজিদের ইমাম তাদেরকে ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে ধারণা দেন। সাথে থাকা একজন দোভাষী ফরাসিতে ইমামের বক্তব্য তাদের কাছে অনুবাদ করে দেন। বেশ কয়েকজন মুসল্লি তাদের ইসলাম গ্রহণের সময় উপস্থিত ছিলেন।
ইমাম ও উপস্থিত মুসল্লিদের সহায়তায় ফরাসি মা ও মেয়ে একাধিকবার কালেমা শাহাদাত উচ্চারণ করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের ইসলাম গ্রহণের ভিডিও বিপুলভাবে ছড়িয়ে পড়েছে।
সূত্র: আলজাজিরা মুবাশির
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।