Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈমানদার আত্মহত্যা করে না-২

উবায়দুর রহমান খান নদভী | প্রকাশের সময় : ১০ জানুয়ারি, ২০২২, ১২:০০ এএম

সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, গত এক বছরে সারা দেশে ১৪ হাজার ৪৩৬ জন নারী-পুরুষ আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ২০২০ সালের তুলনায় ২০২১ সালে আত্মহত্যা ৪৪ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে। তাঁদের মধ্যে নারীরাই বেশি।
আত্মহত্যার ঘটনা পর্যবেক্ষণে দেখা যায়, নিহত ব্যক্তিদের মধ্যে ২০ থেকে ৩৫ বছর বয়সী রয়েছেন ৪৯ শতাংশ। অর্থাৎ অর্ধেকই তরুণ। ৫ থেকে ১৯ বছর বয়সী ৩৫ ও ৩৬ থেকে ৪৫ বছর বয়সী ১১ শতাংশ। সবচেয়ে কম আত্মহননকারী হচ্ছেন ৪৬ থেকে ৮০ বছর বয়সী ব্যক্তিরা, ৫ শতাংশ। হিসাব বলে, ৫ থেকে ৪৫ বছর বয়সী ব্যক্তিরাই বেশি ঝুঁকিতে।

এক তথ্যমতে আমেরিকায় প্রতিদিন গড়ে ১২৩ জন মানুষ আত্মহত্যা করে। আর বাংলাদেশ ৩৯ জন। আমেরিকা বিশ্বের রোল মডেল। আর বাংলাদেশ আগের চেয়ে উন্নয়নশীল রাষ্ট্র বলে মঞ্চ থেকে মিডিয়ায় আওয়াজ শোনা যায়। কথা সেটা না। কথা হলো প্রতিদিন এতসংখ্যক মানুষ কেন আত্মহুতি দেয়। তাও অধিকাংশ উচ্চ বংশীয়। টাকা-পয়সা, অর্থ-কাড়ি, ব্যাংক-ব্যালেন্স, বন্ধু-বান্ধব সব থাকার পরেও কেন এই ঘৃণিত ও কষ্টের পথে তারা মুক্তি খোঁজে? এই প্রশ্নের উত্তর কেউই সঠিকভাবে বলতে পারবে না!

অনলাইনে জনাব হাবীব আনওয়ারের বিশ্লেষণ নিম্নরূপ, একজন মানুষ পৃথিবীতে সবথেকে বেশি ভালোবাসে নিজেকে। মানুষ আত্মপূজারী নামে প্রসিদ্ধ। সবার আগে আমার ফিকিরে আত্মমগ্ন হয়ে যায়। শরীরের স্বাস্থ্য, চেহারার কোমলতা, চোখের জ্যোতি ইত্যাদি ঠিক রাখতে হাজার হাজার টাকা খরচ করা মানুষটিও যখন এই ঘৃণিত পথ অবলম্বনের মাধ্যমে মুক্তি পেতে চায় তখন কারো বুঝতে অসুবিধে হওয়ার কথা নয় যে, চারপাশের সমৃদ্ধশালী এত কিছু থাকার পরেও সে প্রকৃত সুখ, শান্তি খুঁজে পায়নি! জীবন-যৌবনের সর্বস্ব দিয়ে অর্জিত সম্পদ থাকার পরেও তারা এক গভীর অপূর্ণতায় দিশেহারা হয়ে যায়। বোধ-বুদ্ধি অকেজো হয়ে যায়, অনেক চেষ্টা প্রচেষ্টার পরেও যখন পূর্ণতা আনতে ব্যর্থ হয়, তখন সে মুক্তির আশায় আত্মহত্যার পথ বেছে নেয়!

কিন্তু সে একটি বারও চিন্তা করে না যে, এই অপূর্ণতা হচ্ছে আল্লাহ ভালোবাসা থেকে দূরে থাকার। অস্থির ও ভঙ্গুর জীবনে পূর্ণতা ও স্বস্তির হিমেল হাওয়া বুলাতে হলে ফিরে যেতে হবে আল্লাহর কাছে। ইমাম ইবনুল কায়্যিম রহ. বলেন, প্রত্যেক মানুষের অন্তরে রয়েছে অস্থিরতা, যা কেবল আল্লাহর কাছে ফিরে গেলেই ঠিক করা সম্ভব। প্রত্যেক মানুষের অন্তরে এক শূন্যতা আছে, সেটা কেবল আল্লাহর কাছে ফিরে গেলেই পূরণ করা সম্ভব। প্রত্যেক মানুষের অন্তরে রয়েছে ভয় আর উৎকণ্ঠা, যা কেবল আল্লাহর আশ্রয় নিলেই দূর করা সম্ভব। প্রত্যেক মানুষের অন্তরেই রয়েছে হতাশা, যেটা কেবল আল্লাহর ওপরে সন্তুষ্ট হলেই দূর করা সম্ভব।

চারপাশে চোখ খুলে তাঁকালে দেখা যায় যে, যাদের হৃদয় আল্লাতে পূর্ণ তারা কখনো হতাশাগ্রস্ত হয় না। তাদের চেহারায় থাকে না কোনো পেরেশানির ছাপ। তাঁরা কিছু পেলে শোকর আদায় করে আর না পেলে ধৈর্য ধারণ করে। কারণ, তাদের হৃদয়ে প্রোথিত রয়েছে যে, সবকিছুর নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর হাতে।
আত্মহত্যা সম্পর্কে আমাদের সমাজে কিছু ভুল ধারণা আছে যা সঠিক নয়। ইসলামের দৃষ্টিতে আত্মহত্যা করা হারাম ও কবিরা গুনাহ। ইমাম আবু হানিফা (রহ.)সহ অধিকাংশ ফিকাহবিদ বলেন, আত্মহত্যাকারীর জানাজা পড়তে হবে। পাশাপাশি দোয়া-দরুদ বা দান-সাদাকার সওয়াব প্রত্যেক ইমানদারের প্রতি প্রেরণ করা যায়-সে যত বড়ই পাপী হোক না কেন।

আত্মহত্যা মহাপাপ এবং এর শাস্তিও খুব ভয়াবহ- একথা সর্বজনবিদিত। কিন্তু তার জানাযা পড়া যাবে না এ ধারণা ঠিক নয়। বরং তার জানাযা পড়া যাবে। তবে এমন ব্যক্তির জানাযায় শীর্ষস্থানীয় দ্বীনী ব্যক্তিত্ব না গিয়ে সাধারণ লোক দিয়ে জানাযার নামাজ পড়িয়ে নেয়াই উত্তম হবে। যাতে অন্যান্য লোকেরা শিক্ষা নিতে পারে যে, আত্মহত্যা করলে তো ভালো মানুষ জানাযায় অংশগ্রহণ করবে না, তখন অন্যান্য লোকেরা এই ঘৃণিত পথ পরিহার করতে সচেষ্ট হবে।
অনেকে মনে করেন যে আত্মহত্যা করার কারণে তার ঈমান চলে গেছে, তার জন্য মাগফিরাতের দোয়া করা যাবে না, তার জানাযায় অংশগ্রহণ করা যাবে না। কথাগুলো ঠিক নয়। আত্মহত্যাকারীর জন্য ইস্তেগফার ও ইসালে সাওয়াব করা বৈধ; কারণ আত্মহত্যা করার কারণে তার ঈমান চলে যায়নি। যদিও এটার জন্য সে গোনাহগার হবে। (মুসলিম শরিফ : ৯৭৮; তিরমিজি ১০৬১)।

আত্মহত্যাপ্রবণ হতাশাগ্রস্ত মানুষ কোরআন-সুন্নাহর অমিয় বাণীগুলো আত্মোপলব্ধি করতে পারলে নতুনভাবে বেঁচে থাকার স্বপ্ন দেখতে পারবে। আল্লাহ আমাদের হতাশামুক্ত ও পরিশুদ্ধ জীবন যাপনের তাওফিক দান করুন।



 

Show all comments
  • রুহানি আক্তার ১০ জানুয়ারি, ২০২২, ৪:৪৪ এএম says : 0
    আত্মহত্যা একটি সামাজিক সমস্যা। চলমান সমাজে আত্মহত্যার প্রবণতা প্রতিনিয়ত বেড়েই চলছে। তুচ্ছ কারণেও অনেকে বেছে নিচ্ছে আত্মহত্যার পথ। মহামূল্যবান জীবনটাকে খেলনার মতো বিলীন করে দিচ্ছে। ইসলামের দৃষ্টিতে হত্যা আত্মহত্যা মহাপাপ। জীবনের মূল্য অনেক বেশি। নিজের জীবন ও অপরের জীবনে কোনো ব্যবধান নেই।
    Total Reply(0) Reply
  • কায়কোবাদ মিলন ১০ জানুয়ারি, ২০২২, ৪:৪৫ এএম says : 0
    মহান প্রভু ঘোষণা করেন, ‘তোমরা নিজেদের হাতে নিজের জীবনকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করিও না’ (সুরা বাকারা-১৯৫)। অপর আয়াতে বলেন, ‘তোমরা একে অপরকে হত্যা করিও না’ (সুরা নিসা-২৯)। সাহাবি আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত রসুলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘যে ব্যক্তি লোহার আঘাতে আত্মহত্যা করে তাকে দোজখের মধ্যে এভাবেই লোহার মাধ্যমে অনবরত নিজেকে হত্যা করার শাস্তি প্রদান করা হবে। যে বিষ পান করে আত্মহত্যা করে তাকে অনবরত বিষ পান এবং যে পাহাড় থেকে পড়ে আত্মহত্যা করে তাকে এভাবেই দোজখে অনবরত শাস্তি প্রদান করা হবে (সহিহ বুখারি)।
    Total Reply(0) Reply
  • সনজীব দফাদার ১০ জানুয়ারি, ২০২২, ৪:৪৫ এএম says : 0
    আত্মহত্যা মহাপাপ। জীবনের কঠিন মুহূর্তে দুঃখ-দুর্দশা ও ব্যর্থতার গ্লানি থেকে মুক্তির জন্য অনেকে আত্মহত্যার পথ বেছে নেন। ধৈর্য ধারণ করে মহান আল্লাহর ওপর ভরসা করে চললে এমন ভয়াবহ পরিস্থিতি থেকে বেঁচে থাকা সম্ভব।
    Total Reply(0) Reply
  • মামুন রশিদ চৌধুরী ১০ জানুয়ারি, ২০২২, ৪:৪৫ এএম says : 0
    আত্মহত্যাকারী নিশ্চিত জাহান্নামি। আত্মহত্যার মতো এমন মহাপাপের কথা কখনই কল্পনাতেও আনা উচিত নয়। যত বড়ই মানসিক চাপ আসুক সব সময় ধৈর্য ধরে মহান আল্লাহর ওপর ভরসা রাখতে হবে। নিশ্চয়ই মহান আল্লাহ অতি দয়ালু।
    Total Reply(0) Reply
  • রুদ্র মোহাম্মদ শাকিল ১০ জানুয়ারি, ২০২২, ৪:৪৬ এএম says : 0
    প্রতিটি জীবনের প্রকৃত মালিক সৃষ্টিকর্তা মহান আল্লাহতায়ালা। জীবন একমাত্র আল্লাহর অনুদান। প্রকৃত জীবন হলো পরকালের জীবন। এই পার্থিব জীবন শুধু পরকালের প্রস্তুতিমূলক কর্ম সম্পাদনের জন্য। তাই এ জীবনের মূল্যায়ন পরকালে প্রতিদান প্রাপ্তির সহায়ক গণ্য হবে।
    Total Reply(0) Reply
  • বাবু ভাই ১০ জানুয়ারি, ২০২২, ৪:৪৬ এএম says : 0
    পরিপূর্ণ ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে জীবনকে পরম সফলতার দিকে এগিয়ে নিতে হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলাম

৩ মার্চ, ২০২৩
২ মার্চ, ২০২৩
১ মার্চ, ২০২৩
২৮ ফেব্রুয়ারি, ২০২৩
২৬ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
function like(cid) { var xmlhttp; if (window.XMLHttpRequest) {// code for IE7+, Firefox, Chrome, Opera, Safari xmlhttp=new XMLHttpRequest(); } else {// code for IE6, IE5 xmlhttp=new ActiveXObject("Microsoft.XMLHTTP"); } xmlhttp.onreadystatechange=function() { if (xmlhttp.readyState==4 && xmlhttp.status==200) { var divname = "clike_"+cid; //alert(xmlhttp.responseText); document.getElementById(divname).innerHTML=xmlhttp.responseText; } } var url = "https://old.dailyinqilab.com/api/insert_comment_like.php?cid="+cid; xmlhttp.open("GET",url,true); xmlhttp.send(); } function dislike(cid) { var xmlhttp; if (window.XMLHttpRequest) {// code for IE7+, Firefox, Chrome, Opera, Safari xmlhttp=new XMLHttpRequest(); } else {// code for IE6, IE5 xmlhttp=new ActiveXObject("Microsoft.XMLHTTP"); } xmlhttp.onreadystatechange=function() { if (xmlhttp.readyState==4 && xmlhttp.status==200) { var divname = "cdislike_"+cid; document.getElementById(divname).innerHTML=xmlhttp.responseText; } } var url = "https://old.dailyinqilab.com/api/insert_comment_dislike.php?cid="+cid; xmlhttp.open("GET",url,true); xmlhttp.send(); } function rlike(rid) { //alert(rid); var xmlhttp; if (window.XMLHttpRequest) {// code for IE7+, Firefox, Chrome, Opera, Safari xmlhttp=new XMLHttpRequest(); } else {// code for IE6, IE5 xmlhttp=new ActiveXObject("Microsoft.XMLHTTP"); } xmlhttp.onreadystatechange=function() { if (xmlhttp.readyState==4 && xmlhttp.status==200) { var divname = "rlike_"+rid; //alert(xmlhttp.responseText); document.getElementById(divname).innerHTML=xmlhttp.responseText; } } var url = "https://old.dailyinqilab.com/api/insert_reply_like.php?rid="+rid; //alert(url); xmlhttp.open("GET",url,true); xmlhttp.send(); } function rdislike(rid){ var xmlhttp; if (window.XMLHttpRequest) {// code for IE7+, Firefox, Chrome, Opera, Safari xmlhttp=new XMLHttpRequest(); } else {// code for IE6, IE5 xmlhttp=new ActiveXObject("Microsoft.XMLHTTP"); } xmlhttp.onreadystatechange=function() { if (xmlhttp.readyState==4 && xmlhttp.status==200) { var divname = "rdislike_"+rid; //alert(xmlhttp.responseText); document.getElementById(divname).innerHTML=xmlhttp.responseText; } } var url = "https://old.dailyinqilab.com/api/insert_reply_dislike.php?rid="+rid; xmlhttp.open("GET",url,true); xmlhttp.send(); } function nclike(nid){ var xmlhttp; if (window.XMLHttpRequest) {// code for IE7+, Firefox, Chrome, Opera, Safari xmlhttp=new XMLHttpRequest(); } else {// code for IE6, IE5 xmlhttp=new ActiveXObject("Microsoft.XMLHTTP"); } xmlhttp.onreadystatechange=function() { if (xmlhttp.readyState==4 && xmlhttp.status==200) { var divname = "nlike"; document.getElementById(divname).innerHTML=xmlhttp.responseText; } } var url = "https://old.dailyinqilab.com//api/insert_news_comment_like.php?nid="+nid; xmlhttp.open("GET",url,true); xmlhttp.send(); } $("#ar_news_content img").each(function() { var imageCaption = $(this).attr("alt"); if (imageCaption != '') { var imgWidth = $(this).width(); var imgHeight = $(this).height(); var position = $(this).position(); var positionTop = (position.top + imgHeight - 26) /*$("" + imageCaption + "").css({ "position": "absolute", "top": positionTop + "px", "left": "0", "width": imgWidth + "px" }).insertAfter(this); */ $("" + imageCaption + "").css({ "margin-bottom": "10px" }).insertAfter(this); } }); -->