বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ

সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঝালকাঠির রাজাপুরে খাদ্য গুদাম কর্মকর্তা (ওসি এলএসডি) মো. নজরুল ইসলাম সিকদার, রাজাপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য বিএনপি নেতা আ.করিম বাবুল মৃধা,পুলিশ সদস্য পুলক চন্দ্র হালদার, মো. হালিম খান ওরফে ছালাম (ডাকাত) ও মো. পলাশ হাওলাদারসহ পাঁচ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে রাজাপুর থানা পুলিশ। শুক্রবার রাত এগারটার দিকে উপজেলার নৈকাঠি এলাকার মো. আবুল কালাম মোল্লার বাড়িতে জুয়া খেলার সময় তাদের হাতে নাতে আটক করা হয়। নজরুল ইসলাম বরগুনার বেতাগী উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা ও উপজেলার বাগড়ী এলাকার শামসুল সিকদারের ছেলে, আ.করিম বাবুল মৃধা সাংগর এলাকার মৃত নুরুল হক মৃধার ছেলে, পুলক চন্দ্র হালদার বরিশাল মেট্রোপলিটন পুলিশের কন্সটেবল পদে কর্মরত।সে রাজাপুর উপজেলার পিংড়ী বামনখান এলাকার মৃত জগবন্ধু হালদারের ছেলে।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মোবাইল ফোন, জুয়া খেলার নগদ ১৫ হাজার ৩৮০ টাকা, তাস জব্দ করা হয়।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন খাদ্য কর্মকর্তা কর্মকর্তা,একজন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য,একজন পুলিশ সদস্য,একজন তালিকাভূক্ত ডাকাত রয়েছে। তাদের বিরুদ্ধে রাতেই জুয়া আইনে মামলা রুজু করে শনিবার দুপুরে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।