বাড়াবাড়ি ও ছাড়াছাড়ির কবলে শবে বরাত-৩
![img_img-1739953322](https://old.dailyinqilab.com/resources/images/cache/169x169x3_1678120429_islam-peace-logo.jpg)
সুনানে ইবনে মাজায় বর্ণিত হয়েছে : হযরত আলী ইবনে আবু তালেব (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ
শান্তির ধর্ম ইসলামের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করেন টিফিনি স্মিথ নামে এই মার্কিন নারী।
গত বছরের ১৫ মার্চ পাকিস্তানের জামিয়া বানুরিয়ায় আনুষ্ঠানিকভাবে তিনি ইসলামে দীক্ষিত হন।
এ সময় তাকে কালিমায় শাহাদাত পাঠ করান জামিয়া বানুরিয়ার প্রিন্সিপাল মাওলানা নুমান নাঈম। ইসলাম গ্রহণ সম্পন্ন হলে নওমুসলিম নারীকে শুভেচ্ছাও জানান তিনি।
সৌদি আরব ভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম আল আরাবিয়া জানায়, ৪২ বছর বয়সী ওই নারী যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের নাগরিক। তিনি জানান, আমি পবিত্র কুরআন অধ্যয়ন করেছি এবং ইসলামের শিক্ষা আমাকে ইসলাম গ্রহণে অনুপ্রাণিত ও প্রভাবিত করেছে।
জামিয়া বানুরিয়ার প্রিন্সিপাল তার নতুন নাম নির্ধারণ করে দিয়েছিলেন আয়েশা আমিনা, যার বাংলা অর্থ-নিশ্চিন্ত জীবন। ইসলাম গ্রহণের ফলে তিনি দুনিয়া ও আখেরাতে সুখী হবেন-সেই শুভ কামনা জানিয়ে তার এই নাম রাখা হয়।
ইসলাম গ্রহণের পরে নতুন জীবনের অনুভূতি জানিয়ে আয়েশা আমিনা বলেন, ইসলাম-ই নারীদের সবথেকে বেশি অধিকার নিশ্চিত করেছে। শ্বাশত এ ধর্ম গ্রহণ করে আমি নিজেকে সৌভাগ্য মনে করছি।
সূত্র: আল আরাবিয়া
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।