বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ

সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বান্দরবান থেকে স্টাফ রিপোর্টার : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বান্দরবান আসনের এমপি বীর বাহাদুর উশৈসিং বলেছেন বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালিত স্কুলগুলো বরাবরই সুশৃঙ্খল। মেধা যোগ্যতা ও দেশ গড়ার প্রকৃত কারিগর হিসাবে ক্যান্ট: পাবলিক স্কুল সারা দেশে তাদের সুনাম ধরে রেখেছে। এসকল প্রতিষ্ঠান গতানুগতিক শিক্ষা দেয় না। এখানে ভালো মানুষ তৈরী হয়। বান্দরবান ক্যান্ট: পাবলিক স্কুল এর ব্যতিক্রম নয়। এই শিক্ষা প্রতিষ্ঠান অত্র অঞ্চলের সর্বস্তরের জনগণের অতি প্রিয় ও আলোক বর্তিকা হিসাবে কাজ করছে। সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় পাঠ সহায়ক সাবলীল ও সহনশীল পরিবেশ এই প্রতিষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য। খেলাধুলা ও সংস্কৃতিতেও পিছিয়ে নেই। তিনি গতকাল বান্দরবান সেনাবাহিনী কর্তৃক পরিচালিত বান্দরবান ক্যান্ট: পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও বান্দরবান ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জুবায়ের সালেহীন, এসইউপি, এনডিইউ, পিএসসি এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রীর সহধর্মিণী মিসেস মে হ্লা প্রæ, বিজিবি বাইতুল ইজ্জতের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল লুৎফুর রহমান, বিজিবি বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল হাবিবুর রহমান, ডিজিএফআই এর কমান্ডার লে. কর্নেল হাসান ইমাম, বান্দরবানের রাজা ইঞ্জিনিয়ার উচপ্রæ চৌধুরী, ক্যান্ট: পাবলিক স্কুলের অধ্যক্ষ লে. কর্নেল দিলীপ কুমার রায়, বান্দরবান ১২ বেঙ্গলের নবাগত সিও লে. কর্নেল মশিউর রহমান জুয়েল প্রমুখ।
, ব্রিগেড মেজর তৌহিদুল ইসলাম, পুলিশ সুপার সনঞ্জিত কুমার রায়, পৌর মেয়র মোঃ ইসলাম বেবী প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।