যুগপৎ আন্দোলনেই জালিমশাহীর পতন হবে : জাগপা
০৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৬ পিএম | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) একাংশের সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান বলেছেন, বিএনপি ও ১২ দলীয় জোটসহ সরকার বিরোধী অন্যান্য জোটের যুগপৎ আন্দোলনে এবার আওয়ামী লীগ জালিমশাহী সরকারের পতনের উৎসবে পরিণত হবে। এই ফ্যাসিবাদী সরকারের পতন দেখার জন্য শহর ও গ্রামের মানুষ আনন্দ-উৎসব করার প্রস্তুতি নিচ্ছে। গতকাল বুধবার যুব জাগপার ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একদলীয় শাসন ব্যবস্থা ও দেশের গণতান্ত্রিক সঙ্কটে যুবকদের করণীয়’ শীর্ষক যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।
তাসমিয়া প্রধান বলেন, দেশজুড়ে যখন গণতন্ত্রের পিপাসা লেগেছে তখন জনগণ ঘরে বসে থাকবে এটা ভাবা আওয়ামী লীগের জন্য চরম বোকামী হবে। আওয়ামী লীগ সরকারের উচিত দেশের যুগপৎ আন্দোলনকে স্বাগত জানিয়ে ও বিদেশীদের দাবি মেনে নিয়ে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। অন্যত্থায় অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হলে আওয়ামী লীগ পালাবার পথ পাবে না।
যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ সিরাজুল ইসলামের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন- জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান আসাদ, সাবেক ভিপি মুজিবুর রহমান, সাবেক প্রেসিডিয়াম সদস্য মো. হাসমত উল্লাহ, সহ-সভাপতি ও রাজনৈতিক মুখপাত্র রাশেদ প্রধান প্রমুখ।
এদিকে দিবসটি উপলক্ষে জাগপা অপর অংশের সভাপতি খন্দকার লুৎফর রহমান বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়াই সংগ্রামের বিকল্প নেই। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় যুব সমাজের ঐক্যবদ্ধ সংগ্রাম করতে হবে। গতকাল বনানী কবরস্থানে জাগপা প্রতিষ্ঠাতা শফিউল আলম প্রধানের কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠের পর উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
লুৎফর রহমান বলেন, আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের নায়ক শফিউল আলম প্রধানের প্রদর্শিত পথেই গণতন্ত্রের জন্য সংগ্রাম ও লড়াই অব্যাহত রাখতে হবে। মনে রাখতে, হবে লড়াই ছাড়া মেহনতি মানুষের মুক্তি নেই। তিনি বলেন, এই অবৈধ সরকারের পায়ের তলায় মাটি সরতে শুরু করেছে। তারা আর ক্ষমতায় থাকতে পারবে না। তাই ক্ষমতায় টিকে থাকতে শেষবারের মতো মরণ কামড় দিতে চাইবে। যুব সমাজ এবার প্রস্তুত আছেন। তারা রাজপথে আছেন । স্বৈরাচারের বিষদাঁত ভেঙে দেয়ার জন্য। হয় জীবন, না হয় মরণ। এবার গণতন্ত্রকে পুনরুদ্ধার করেই তারা ঘরে ফিরবেন।
যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক এসএম শাহাদাত হোসেন, যুব জাগপার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মালেক, সহ-সভাপতি আতিকুর রহমান প্রমুখ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
বিলুপ্তির পথে মাটির ঘর
চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
কেরু চিনিকলে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন
বিহারিরা কেমন আছে
লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি
আসাদ সরকারের পতন : নতুন সিরিয়ায় ইসরাইলি আগ্রাসন
মেটলাইফ বাংলাদেশের গ্রাহকরা ডিসকাউন্ট পাবেন ওশান প্যারাডাইস হোটেলস ও রিসোর্টে
১৫ নারী ও শিশুকে হস্তান্তর
আবাসন ও গার্মেন্ট খাতের সুরক্ষা নিশ্চিত করতে হবে
মেহেরপুরে বেড়েছে গরম কাপড় বিক্রি
কাশিয়ানীর হাট-বাজার নিষিদ্ধ পলিথিনে সয়লাব
অ্যানুয়াল বিজনেস কন্টিনিউয়িটি প্ল্যান ড্রিল ২০২৪ আয়োজন করলো ব্র্যাক ব্যাংক
সমস্যায় জর্জরিত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
সবুজ গালিচায় হলুদের সমারোহ
আখাউড়ায় ক্ষুদে শিক্ষার্থীদের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিউ ইয়র্কের আদালতে অভিযুক্ত লুইজি
কিউবায় সমাবেশ
ঈশ্বরদীতে দূর্বৃত্তের হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আহত
থিনেস্ট স্বাস্থ্যের