মহসীন রশিদ-কনকের বিরুদ্ধে আদালত অবমাননার আদেশ ২৯ আগস্ট
২৯ জুলাই ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৯ জুলাই ২০২৪, ১২:০৫ এএম
সুপ্রিমকোর্টের সিনিয়র অ্যাডভোকেট মহসীন রশিদ ও যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক কনক সরওয়ারের বিরুদ্ধে আদালত অবমাননা মামলার আদেশ আগামি ২৯ আগস্ট। গতকাল রোববার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত সাত সদস্যের আপিল বিভাগ এ তারিখ ধার্য করেন। এ দিন পরবর্তী শুনানি শেষে আদেশ দেয়ার কথা বলা হয়েছে।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে আদালত অবমাননাকর বক্তব্য দেয়ায় অ্যাডভোকেট মহসীন রশিদ ও কনক সরওয়ারের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না-এই মর্মে রুল জারি করেন আপিল বিভাগ। সেই সঙ্গে ওই সময় পর্যন্ত মহসীন রশিদ আইনপেশা পরিচালনা করতে পারবেন না-মর্মে আদেশ দেয়া হয়। আদেশের আগে অ্যাডভোকেট মহসিন রশিদ আপিল বিভাগের কাছে বক্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করে একটি আবেদন দেন। আদালত আবেদনটি নাকচ করে দেন।
মহসীন রশিদের উদ্দেশ্য আপিল বিভাগ বলেন, সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী হিসেবে আপনার দায়িত্ব ছিল বাংলাদেশের আইন, বিচার ব্যবস্থার পক্ষে কথা বলা। কিন্তু আপনি তা না করে ব্রিটিশ বিচারব্যবস্থার পক্ষে কথা বলেছেন। আপনি একবারও বলেননি একটি স্বাধীন দেশের বিচারব্যবস্থা সম্পর্কে ব্রিটিশ আদালত এভাবে বলতে পারে না।
জবাবে মহসীন রশিদ বলেন, আমি শুধু ব্রিটেনের উচ্চআদালতের রায় নিয়ে কথা বলেছি। যে রায়ে বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারের ত্রুটি ধরা হয়েছে। সমালোচনা করা হয়েছে।
একপর্যায়ে মহসীন রশিদ নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে বলেন, আমাকে আইনপেশা পরিচালনা থেকে বিরত রাখবেন না। তখন প্রধান বিচারপতি বলেন, আপনি ইউকে সুপ্রিম কোর্টে গিয়ে প্রাক্টিস করুন। সেখানে বড় বড় বিচারপতি রয়েছেন। আমরা তো ক্ষুদ্র মানুষ।
প্রধান বিচারপতি বলেন, একটা কথা মনে রাখবেন, আমাদের জুডিশিয়ারি কিন্তু ছোট নয়। পরে আদালত পরবর্তী শুনানি ও আদেশের জন্য আগামী ২৯ আগস্ট দিন ধার্য করেন।
প্রসঙ্গত: গত ১৪ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচার নিয়ে আদালত অবমাননাকর বক্তব্য দেয়ায় মহসিন রশিদের কাছে এর ব্যাখ্যা তলব করেন আপিল বিভাগ। সেই সঙ্গে অনলাইন থেকে প্রবাসী সাংবাদিক কনক সরওয়ার ও অ্যাডভোকেট মহসীন রশিদের টকশোর ভিডিও অপসারণ করতে বিটিআরসিকে নির্দেশ দেন আদালত।
গত ২৬ জুন প্রবাসী সাংবাদিক কনক সরওয়ার ও অ্যাডভোকেট মহসীন রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী।
মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদ-প্রাপ্ত চৌধুরী মুঈনুদ্দীনকে যুক্তরাজ্যের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেলের বিরুদ্ধে মানহানি মামলা করার সুযোগ দিয়ে সম্প্রতি রায় দিয়েছেন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট। এ রায় নিয়ে গত ২১ জুন কনক সরয়ার পরিচালিত টকশোতে অ্যাডভোকেট মহসীন রশিদ বাংলাদেশের আদালত ও বিচারব্যবস্থা নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছেন-মর্মে অভিযোগ আনেন শ্যামলী নাসরিন চৌধুরী। মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদ- দেন চৌধুরী মুঈনুদ্দীনকে। ২০১৯ সালে মুঈনুদ্দীনের ফৌজদারি অপরাধের বিবরণসহ একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী প্যাটেল ওই প্রতিবেদন তখনকার টুইটার (বর্তমানে এক্স) হ্যান্ডলে শেয়ার করেন। তবে নিজেকে ‘নির্দোষ’ দাবি করে ‘যুদ্ধাপরাধী’ বলায় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে ওই দেশের হাইকোর্টে মানহানি মামলা করেন চৌধুরী মুঈনুদ্দীন। পরে তা দুই দফায় খারিজ হলেও সুপ্রিম কোর্টে পুনরায় মামলা করার আবেদন করেন তিনি। পরে গত ২০ জুন যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট মুঈনুদ্দীনকে মামলা করার সুযোগ দিয়ে রায় দেন। এই রায়ের অনুলিপি যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
কমলগঞ্জে রেললাইনে স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা
এবার ধোলাইপাড়ে বাসে আগুন
জাতীয় নির্বাচনে জটিলতা সৃষ্টির অর্থ পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের পথ সুগম করা : তারেক রহমান
দিনাজপুরের হাকিমপুরে ফার্মেসীতে মেয়াদ উত্তার্ণ ঔষধ
স্বাধীনতা হারাতে পারে বিচার বিভাগ, বর্ধিত ক্ষমতা ও আজীবন দায়মুক্তি পেলেন পাকিস্তানের সেনাপ্রধান
কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
রেলওয়ের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
১৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
নকলায় তিন বেকারিকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত
নাশকতা প্রতিরোধে আমিনবাজারে পুলিশের বিশেষ চেকপোস্ট স্থাপন
খুলনার রূপসা নদীতে নিখোঁজের ৩ দিন পর মিঠুর লাশ উদ্ধার
এসি-ওসি স্যারের নির্দেশে আবু সাঈদকে গুলি করা হয়
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন: ডা. রানা
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বিভাগের শিক্ষার্থী সোনিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের প্রকল্পে নিয়ম বহির্ভূতভাবে পরামর্শক নিয়োগের পাঁয়তারা
শেরপুরে আইনজীবীকে প্রাণনাশের হুমকি ও বাড়িতে হামলা: গ্রেপ্তার ২
আ.লীগের কর্মসূচি উপেক্ষা করে গণপরিবহন চালানোর ঘোষণা মালিক সমিতির
আওয়ামীপন্থি শিক্ষক-কর্মকর্তাদের পুনর্বহাল ও পদায়নের প্রতিবাদে নোবিপ্রবিতে ছাত্রদলের মানববন্ধন
ফেসবুক লাইভে প্রধান উপদেষ্টাকে ‘প্রাণনাশের হুমকি’ দেওয়া সেই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
পতিত ফ্যাসিস্ট সরকারের শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে অভিযান, ৭ জন আটক