কমলাপুরে কুলিদের দুঃসময়
২৯ জুলাই ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৯ জুলাই ২০২৪, ১২:০৫ এএম
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের কারণে স্থবির হয়ে যায় দেশের যোগাযোগ ব্যবস্থা। এতে বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ। গত ১৮ জুলাই থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। যাত্রী শূন্যতায় খাঁ খাঁ করছে কমলাপুর রেলস্টেশন। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বন্ধ হওয়া ট্রেন চলাচল এখনো স্বাভাবিক হয়নি। ১২ দিন ধরে বন্ধ থাকলেও কবে নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে সে বিষয়ে এখনো কোনে সীদ্ধান্ত নেই রেল কর্তৃপক্ষের।
জানা গেছে, এখন ব্যয় বেড়েছে নগরবাসীর সে অনুপাতে বাড়েনি আয়। এতে অসহায় হয়ে পড়েছে নিম্ন মধ্যবিত্ত-নিম্নবিত্ত শ্রেণির মানুষ। রেলস্টেশনে লাল পোশাকে কুলি পরিচয়ে কাজ করা মানুষগুলোর অবস্থা আরও করুণ। একে তো মজুরি কম, অন্যদিকে দ্রব্যমূল্যের মাত্রাতিরিক্ত ঊর্ধ্বগতি, আবার আন্দোলনের কারণে ট্রেন বন্ধ এতে উভয়সঙ্কটে পড়েছেন তারা। রাজধানীর কমলাপুর রেলস্টেশনে কুলির কাজ করা একাধিক জনের সঙ্গে কথা বলে জানা গেছে তাদের এ সঙ্কটকালীন দুঃখগাথা। ২০১৯ সালের এপ্রিলে কমলাপুর রেলস্টেশনে কুলি চার্জের তালিকা টাঙিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। যাত্রীদের সুবিধার্থে স্টেশনে লাগেজ বহনকারী কুলিদের আইডি কার্ড, পোশাকের মাধ্যমে কুলি ব্যবস্থাপনার আধুনিকায়নসহ মালামাল বহনে ট্রলি, প্রতিবন্ধী-অসুস্থ, বয়স্ক রোগীদের জন্য হুইলচেয়ার সরবরাহ করা হয়েছে।
এদিকে দীর্ঘদিন ধরে ট্রেন বন্ধ থাকায় যাত্রীশূন্য রেলস্টেশনে বিপাকে পড়েছেন কুলিরা। বন্ধ হয়ে গেছে তাদের আয়-রোজগারের পথ। ফলে পরিবারের খরচ বহন করতে হিমশিম খাচ্ছেন অনেকেই। রাজধানীর কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, চারদিকে সুনসান নিরবতা। নেই কোনো যাত্রীর আনাগোনা। স্টেশনের ভেতরে দায়িত্বরত আনসার, গুটিকয়েক কুলি ও পরিচ্ছন্ন কর্মী ছাড়া কাউকে দেখা যায়নি। স্টেশনের প্রতিটি ফ্ল্যাটফর্মে বন্ধ অবস্থায় রাখা হয়েছে বিভিন্ন রুটের ট্রেন। পরিচ্ছন্ন কর্মীরা ট্রেনের ভেতরে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করছেন।
স্টেশনে ঘুরাঘুরি করা কয়েকজন কুলির চোখে মুখে যেন হতাশার ছাপ। ট্রেন বন্ধ থাকায় তাদের কাজও বন্ধ। তবুও প্রতিদিন রেলস্টেশনে ছুটে আসেন, আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাবে সেই আশায়।
কাজ নেই তাই অলস বসে থাকা এক কুলি বলেন, ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আমাদের মতো খেটে খাওয়া মানুষদের অনেক ক্ষতি হয়েছে। বেশকয়েকদিন যাবত কোনো ইনকাম নাই। পরিবার চালাতে আমার অনেক কষ্ট হচ্ছে। কবে সবকিছু স্বাভাবিক হবে জানি না। খুব তাড়াতাড়ি ঠিকঠাক হলেই বাঁচি।
নাম প্রকাশ না করার শর্তে এক কুলি বলেন, ৮ বছর ধরে কমলাপুর রেল স্টেশনে কুলির কাজ করছেন তিনি। রাজধানীর মুগদায় পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকেন। লাল শার্ট গায়ে কাটে তারা সারাদিন। যাত্রীদের মালামাল টেনে দিনে পরিশ্রম করে ৬০০ থেকে ৭০০ টাকা আয় করতে পারেন। কোনো কোনো দিন ভাগ্য ভালো থাকলে আরো বেশি আয় হয়। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে রোজগার না বাড়ায় সংসার চালাতে এক প্রকার হিমশিম খাচ্ছেন তিনি। প্রতিদিন আয় এক রকম থাকে না। মাঝে মাঝে কমে যায়। ওই দিন ধার করে চলতে হয় তার। একারণে বেশকিছু টাকা ঋণ হয়ে গেছে। এখন ট্রেন বন্ধ তাই তার ইনকামও নেই সেই চিন্তার কথাই জানালেন তিনি।
আরেক কুলি বলেন, এখন ট্রেন বন্ধ, কাজ কর্ম নাই। সারা দিনে কোনো ইনকাম নেই। স্টেশনে বসে বসে অলস সময় কাটাতে হচ্ছে। দিনের খরচ তো ঠিকই আছে। সংসারের পিছনে অনেক টাকা খরচ করতে হয়। আমাদের তো আর অন্য কোনো কাজ নেই। বছরে দুই ঈদে এবং গ্রীষ্মকালীন ছুটিতে কমলাপুরের কুলিদের ভালো রোজগার হয়। ঈদের সময় প্রচুর যাত্রী যাতায়াত করে। সে সময় কুলিদের কাজের চাপ বেশি থাকায় আয় রোজগার ভালো হয়। অন্যদিকে গ্রীষ্মের সময় কমলাপুর রেল স্টেশন দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর গ্রীষ্মকালীন ফল আসে রাজধানীতে। অনেকে গ্রামের বাড়ি থেকে ফলের বস্তা আনেন। সেই সময়ে আমাদের চাহিদা বেশি থাকে। ট্রেন চললে টাকা আসে না চললে নাই। আসলে আমরা খুব খারাপ অবস্থার মধ্যে দিন কাটাচ্ছি।
স্টেশনে পাহারায় থাকা দায়িত্বরত এক আনসার সদস্য বলেন, আন্দোলনের সময় ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় অনেক যাত্রীকে স্টেশনে এসে ফিরে যেতে হয়েছে। আমাদেরও তেমন কোন যাত্রীর চাপ নেই। কুলিরা প্রতিদিন আসেন বসে থেকে আবার চলে যান। তাদের তো এখন কোনো কাজ নেই।
কবে নাগাদ ট্রেন চলাচল শুরু হবে বিষয়ে স্টেশনে থাকা কাউন্টার মাস্টার আনোয়ার হোসেন বলেন, ট্রেন ছাড়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত না আসা পর্যন্ত ট্রেন ছাড়া হবে না।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কাউখালীতে নাশকতা ঠেকাতে পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত
মোদি সংকটে পড়লেই কেন কথিত ‘জঙ্গি’ হামলা হয় ভারতে?
নিষিদ্ধ আ‘ লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে সিলেটে শিবিরের বিক্ষোভ মিছিল সমাবেশ
এনসিপির ঢাকা অফিসে ব্রিটিশ হাইকমিশনার, নির্বাচন ইস্যুতে নাহিদের সঙ্গে বৈঠক
আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গুলির খোসা উদ্ধার
প্রধান উপদেষ্টা কাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন
ছাগলনাইয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে আর্থিক সহায়তা
মেহেরপুরে পুলিশ সুপারের বাসভবনে আগুন
ধর্মপ্রাণ মুসলমানরা মদিনার ইসলামে বিশ্বাসী, মওদুদীর ইসলামে নয়: হাফিজ ইব্রাহিম
২৯৯ আসন বিএনপিকে উপহার দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : দীপেন দেওয়ান
চট্টগ্রাম বন্দর ও এপিএম টার্মিনালসের মধ্যে ৩০ বছরের কনসেশন চুক্তি সাক্ষর
কমলগঞ্জে শখের বসে শেখা বাঁশিই এখন কৃষ্ণ দাসের জীবিকা
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও গোয়েন্দাপ্রধান গ্রেফতার
কমলগঞ্জে রেললাইনে স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা
এবার ধোলাইপাড়ে বাসে আগুন
জাতীয় নির্বাচনে জটিলতা সৃষ্টির অর্থ পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের পথ সুগম করা : তারেক রহমান
দিনাজপুরের হাকিমপুরে ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ
স্বাধীনতা হারাতে পারে বিচার বিভাগ, বর্ধিত ক্ষমতা ও আজীবন দায়মুক্তি পেলেন পাকিস্তানের সেনাপ্রধান
কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
রেলওয়ের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ