সস্তা শ্রম ও বাজার সুবিধায় প্রাধান্য দিচ্ছেন জাপানি ব্যবসায়ীরা : জেট্রোর প্রতিবেদন
২৪ মার্চ ২০২৫, ০১:১২ এএম | আপডেট: ২৪ মার্চ ২০২৫, ০১:১২ এএম

বাংলাদেশে ব্যবসা বাড়াতে সস্তা শ্রম ও বাজারসুবিধায় প্রাধান্য দিচ্ছেন জাপানি ব্যবসায়ীরা। ৬১ দশমিক ৩ শতাংশ জাপানি কোম্পানি সস্তা শ্রম ও বাজার সম্ভাবনার জন্য ব্যবসার পরিবেশের দিক থেকে বাংলাদেশকে শীর্ষে রেখেছে। এ ছাড়া সাধারণ শ্রমিক ও কর্মচারীদের সহজ প্রাপ্তির জন্য ২৯ দশমিক ৩ শতাংশ, ভাষাগত সুবিধার জন্য ২০ শতাংশ ও কোম্পানির করছাড়, প্রণোদনাসুবিধা ও বিশেষায়িত জনশক্তির জন্য ১৪ দশমিক ৭ শতাংশ জাপানি ব্যবসায়ী বাংলাদেশের ব্যবসা পরিবেশকে এগিয়ে রাখছেন।
গতকাল রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) প্রতিবেদনে এ তথ্য উঠে আসে। জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন, জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই) ও জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ঢাকার (জেসিআইএডি) যৌথ আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় জেট্রোর এদেশীয় প্রতিনিধি ইউজি আন্দো জরিপের ফলাফল উপস্থাপন করেন। এ অঞ্চলে ব্যবসা সম্প্রসারণের ক্ষেত্রে ভারতকে সবচেয়ে এগিয়ে রেখেছেন জাপানিরা। প্রায় ৮০ শতাংশ জাপানি কোম্পানি ভারতে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী। এরপরই আছে বাংলাদেশের অবস্থান। জরিপে অংশ নেওয়া প্রায় ৫৮ শতাংশ প্রতিষ্ঠান জানিয়েছে, তারা বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে আগ্রহী। যদিও এই হার গত বছরের চেয়ে কিছুটা কমেছে।
জরিপে বাংলাদেশে কাজ করা জাপানি কোম্পানিগুলো জানিয়েছে, এ দেশে ব্যবসা পরিবেশের জন্য সবচেয়ে বড় ঝুঁকি রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা। এ ছাড়া সরকারের অস্পষ্ট নীতি ব্যবস্থাপনা, বৈদ্যুতিক অবকাঠামোর ঘাটতি, আইনের অস্পষ্টতা ও জটিলতা ও আমলাতান্ত্রিক জটিলতা-এই পাঁচ কারণ বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণে প্রধান ঝুঁকি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আমি তেমন চিন্তিত নই। গত ১৫ বছরে যে ভিত্তি তৈরি করা হয়েছে, তা যথেষ্ট ছিল না। তাই জুলাই আন্দোলনের পর আমাদের এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে।
আশিক চৌধুরী বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে ভালো ভিত্তি তৈরি করে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে যাওয়া। এরপর আমাদের নিশ্চিত করতে হবে, যেন বিচার বিভাগ ও বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে কাজ করতে পারে। পাশাপাশি ভালো নির্বাচনের মধ্য দিয়ে এই পরিস্থিতি বজায় রাখার জন্য দৃষ্টান্ত তৈরি করতে হবে, যাতে ব্যবসায়িক পরিবেশের উন্নতি অব্যাহত থাকে। তিনি বলেন, বিনিয়োগের চেয়ে বেশি মনোযোগী হতে হবে চাকরির বাজার তৈরিতে।
জরিপে আরও বলা হয়, রাজনৈতিক পরিবর্তনের কারণে বাংলাদেশের ২০২৪ সালে ব্যবসায়িক আস্থা সূচক ৪১ দশমিক ৮ থেকে কমে ৬ দশমিক ৬ শতাংশে নেমে আসে। তবে ২০২৫ সালে এই সূচক বৃদ্ধি পেয়ে ৪৩ দশমিক ৫ শতাংশ হবে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি বিশেষ অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে, তাই ব্যবসায়িক পরিস্থিতি ভালোর দিকে এগোচ্ছে। ভবিষ্যতে এই পরিস্থিতি বজায় থাকলে দুই দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে।
বাংলাদেশে ব্যবসা করার ক্ষেত্রে স্থানীয়ভাবে পণ্য সংগ্রহের সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা হচ্ছে পণ্যের মান ও প্রযুক্তিগত সক্ষমতা। পাশাপাশি প্রয়োজনীয় কাঁচামাল ও যন্ত্রাংশ সরবরাহে উপযুক্ত সরবরাহকারীর অভাবকেও দায় করা হচ্ছে। উৎপাদন খরচ কমাতে স্থানীয় পর্যায়ে কেনাবেচা বৃদ্ধিতে নজর বাড়াতে বলা হয় জরিপে।
জাপান বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) সভাপতি তারেক রাফি ভূইয়া বলেন, বৈশ্বিক বাজারে বাংলাদেশকে আরও ভালো করতে হলে সংযোগশিল্পের উন্নয়ন, স্থানীয় পর্যায়ে কেনাবেচা বৃদ্ধি ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর পরিম-ল উন্নয়নে মনোযোগী হতে হবে। বাংলাদেশের বাজারে প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর মধ্যে দেশীয় কোম্পানিগুলো শীর্ষস্থান ধরে রেখেছে, যেখানে তাদের অংশীদারি ৭৪ দশমিক ২ শতাংশ। এর পরের অবস্থানে আছে জাপানি ও চীনা কোম্পানিগুলো। যাদের অংশীদারি যথাক্রমে ৬৯ দশমিক ৭ শতাংশ ও ৪২ দশমিক ৪শতাংশ।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন জাপানিজ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ঢাকার (জেসিআইএডি) সহসভাপতি ইউজি ওয়াগাতা। আরও উপস্থিত ছিলেন জাপানি ব্যবসায়ী, বাংলাদেশে জাপানি ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিরা।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

আশুলিয়ার শীর্ষ সন্ত্রাসী জিয়া দেওয়ান কে পিস্তল সহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ

ঐকমত্য কমিশনের সঙ্গে ফের বৈঠকে বিএনপি

বিতর্কিত ওয়াকফ আইনের বিরুদ্ধে ভারতে মুসলিমদের ব্যাপক বিক্ষোভ

আশুলিয়ায় নারী পোশাক শ্রমিককে হত্যার পর ঘরে আগুন, স্বামী পলাতক

রাজধানীতে যুবদল নেতাকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

আজ সন্ধ্যায় স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন পেশ

লালপুরে ফসলের মাঠ থেকে কবিরাজের মরদেহ উদ্ধার

বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে: আসিফ নজরুল

‘ইস্টার যুদ্ধবিরতি’ ঘোষণার পরও রুশ হামলা চলছে: জেলেনস্কি

সবাই চায় স্বৈরাচার মুক্ত একটি বাংলাদেশ–বাঁধন

মিয়ানমারের দুই শতাধিক নাগরিক পালিয়ে থাইল্যান্ডে এসেছে, দাবি থাই কর্তৃপক্ষের

কোটচাঁদপুরের প্রত্যন্ত অঞ্চল ছয়লাব পার্থেনিয়ামে এই গাছ হতে পারে মৃত্যুর কারণ

টিটিপি দমনে যৌথ উদ্যোগে একমত পাকিস্তান-আফগানিস্তান, বাড়ছে আঞ্চলিক সহযোগিতা

বরিশালে ক্যান্সার হৃদরোগ ও কিডনি হাসপাতাল ভবন নির্মাণ, কাজের অগ্রগতি বর্ধিত সময়ের ১ বছর পরেও মাত্র ৬৫ ভাগ

ভারত সফরে আসছেন ইলন মাস্ক, প্রযুক্তি বিনিয়োগে নতুন সম্ভাবনা

মেঘনায় অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি

যতই তথ্যসন্ত্রাস করেন আমি ভারত আর র-এর বিরুদ্ধে কথা বলা থামাব না: প্রথম আলোকে হাসনাত

জকিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আওয়ামীলীগ নেতা এমএজি বাবর গ্রেফতার

ইয়েমেনে আবারও বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র