বিশ্বনাথে বিএনপির দু’গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া : আহত অন্তত ১০
১১ অক্টোবর ২০২৫, ১২:২২ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৫, ১২:২২ এএম
সিলেটের বিশ্বনাথ পৌর শহরে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা ও তারেক রহমানের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের থানা এলাকার সামনে শুরু হওয়া এ সংঘর্ষ প্রায় এক ঘণ্টাব্যাপী চলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় ও সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। সংঘর্ষ চলাকালে পৌর শহরের অধিকাংশ দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সাধারণ পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করতে দেখা যায়। পরে রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর টহল দল ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সহযোগী সংগঠনের ব্যানারে হুমায়ুন কবির বলয়ের নেতাকর্মীরা বৃহস্পতিবার বিকেলে ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বিষয়ক এক মতবিনিময় সভার আয়োজন করেন। সভার প্রধান অতিথি ছিলেন হুমায়ুন কবির নিজে। বিকেল সাড়ে ৪টার দিকে তার গাড়িবহর বাসিয়া সেতু অতিক্রম করার সময় লুনা বলয়ের নেতাকর্মীরা ‘ইলিয়াস-লুনা’ সেøাগান দেন। এরপর হাবড়া বাজার এলাকায় গাড়িবহর পৌঁছালে পুনরায় লুনা বলয়ের নেতারা সেøাগান দিতে থাকেন, ফলে সেখানে তীব্র যানজট সৃষ্টি হয়। মাগরিবের নামাজের পর হুমায়ুন কবির সভাস্থলে পৌঁছালে তার অনুসারীরা করতালির মাধ্যমে তাকে অভ্যর্থনা জানান। সভা শেষে পুলিশি প্রটোকলে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। রাত সাড়ে ৯টার দিকে হুমায়ুন কবিরের গাড়িবহর বিশ্বনাথ পৌর শহরের দিকে ফিরে আসার কিছু সময় পরই দুই বলয়ের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। সংঘর্ষে পুরো পৌর শহরে থমথমে পরিবেশ বিরাজ করে।
ঘটনার সত্যতা জানিয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
এ রায় একটি মাইলফলক : সালাহউদ্দিন আহমেদ
চাটমোহরে বিনাহালে রসুন চাষাবাদে ঝুঁকেছে কৃষক
কলাপাড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৫ জন হাসপাতালে
ফ্যাসিস্ট হাসিনা ও কামালের সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ ট্রাইব্যুনালের
আসছে ‘ব্ল্যাক প্যান্থার’ তৃতীয় কিস্তি! যা জানা গেল
পরিবেশ রক্ষায় পাটকেন্দ্রিক শিল্প-সংস্কৃতির প্রসার ও উদ্ভাবন জরুরি : সৈয়দা রিজওয়ানা হাসান
সরকারপ্রধান যতই ক্ষমতাধর হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয় : গোলাম পরওয়ার
৫ দফা দাবিতে ঘোড়াশাল-পলাশ সার কারখানায় মানববন্ধন
সূর্য নয়, সৌরজগতের কেন্দ্রে রয়েছে অন্য এক শক্তি!
গণহত্যাকারী হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন হয়েছে: ছাত্রশিবির
আলোচনার দায়িত্বে বিএনপি’র ২ নেতা
ফ্যাসিস্ট হাসিনার ফাঁসির রায়ে সন্তুষ্ট আবু সাঈদের পরিবার
অর্কেস্ট্রা পরিচালনায় ইতিহাস গড়লেন ইরানের প্রথম নারী ফারিউসেফি
বিচারকের ছেলে হত্যার প্রতিবাদে ইবির আইন অনুষদের শিক্ষার্থীদের বিক্ষোভ
পতিত স্বৈরাচার হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে টিএসসিতে উল্লাস, মিষ্টি বিতরণ
ধামরাইয়ে বাসে আগুন
আদালত ও জাতির কাছে ক্ষমা চেয়েছেন সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুন
হাসিনার ফাঁসির রায়, ট্রাইব্যুনালের সামনে জনতার উল্লাস
সুদানের গৃহযুদ্ধে আরএসএফের বিরুদ্ধে নারীদের ওপর ধর্ষণের অভিযোগ
শিল্পীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা বন্ধের আহ্বান ডিপজলের