রাজশাহীর মোহনপুরে রান্নাঘরে আগুন, গরু,ছাগল পুড়ে ছাই
০৯ মার্চ ২০২৩, ১২:১০ পিএম | আপডেট: ২৪ মার্চ ২০২৩, ০৯:০৬ পিএম

রাজশাহীর মোহনপুর উপজেলায় গোয়ালঘরে আগুন লেগে বাড়ির মালামালসহ একটি গরুর বাছুর ও তিনটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাতে সময় মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নে চকবেলনা গ্রামের সিরাজুল ইসলামের গোয়াল ঘরে এ আগুন লাগার ঘটনা ঘটে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। মোহনপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, মোহনপুর উপজেলার চকবেলনা গ্রামের সিরাজুল ইসলামের বাড়িতে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। দ্রুত আগুন গোয়ালঘরসহ বাড়ির বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। আগুনে বাড়ির মালামালসহ একটি গরুর বাছুর, তিনটি ছাগল পুড়ে ছাই হয়ে যায়।
মোহনপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিতাই চন্দ্র জানান, খবর পেয়ে দ্রুত কর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
এই বিভাগের আরও





আরও পড়ুন