ওএমএস’র চাল ও আটা কিনতে দোকানে ট্রাকের পেছনে ফজরের পরেই লম্বা লাইন
২৯ মার্চ ২০২৩, ০৪:৪৬ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫০ পিএম
দক্ষিণাঞ্চলে প্রায় ৫ লাখ পরিবারের মাঝে ১৫ টাকা কেজি দরে দু মাসে প্রায় ৩০ হাজার টন চাল বিতরন কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি খোলা বাজারে বিতরন কার্যক্রম-ওএমএস’র আওতায় বরিশাল মহানগরী সহ দক্ষিণাঞ্চলের ৬টি জেলা সদর সহ ৪২টি উপজেলায় ১৫৫ জন ডিলারের মাধ্যমে প্রতিদিন ৩০ টাকা কেজি দরে ১৭০ টন করে চাল এবং ২৪ টাকা দরে ৩৭ টন আটা বিক্রী করছে খাদ্য বিভাগ। চলতি মাসের মত আগামী মাসেও ‘সামাজিক খাদ্য নিরাপত্তা কার্যক্রম’র আওতায় পরিবার পিছু ৩০ কেজি করে চাল বিতরন কার্যক্রম চলবে। গত কয়েক বছর ধরে মার্চ ও এপ্রিল এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত মোট ৫ মাস ১০ টাকা কেজি দরে এ চাল বিক্রী কার্যক্রম চলার পরে গত সেপ্টেম্বর থেকে তা ১৫ টাকায় উন্নীত করা হয়েছে।
এসব কার্যক্রমের ফলে দক্ষিণাঞ্চলে চাল ও আটার মত জরুরী খাদ্য পণ্যের মূল্য কিছুটা হলেও নিয়ন্ত্রনে রয়েছে বলে খাদ্য বিভাগ ও প্রশাসন দাবী করলেও ‘তেমন কোন যোড়াল প্রভাব’ এখনো লক্ষণীয় নয় বলে মনে করছেন ভোক্তা সাধারন। তবে এ সব কার্যক্রমের ফলে ‘খাদ্য পণ্যের মূল্য বৃদ্ধিকে অনেকটাই আটকান গেছে’ বলেও দাবী করছেন খাদ্য অধিদপ্তরের দায়িত্বশীল মহল।
সামাজিক খাদ্য নিরাপত্তা কার্যক্রমের আওতায় বরিশাল সিটি করপোরেশনের বাইরে দক্ষিণাঞ্চলের ৬টি জেলার ৪২টি উপজেলায় ৪ লাখ ৮৬ হাজার ৮৯৩টি পরিবারের মাঝে ১৫ টাকা কেজি দরে ৩০ কেজি করে মাসে ১৪ হাজার ৬০৭ টন চাল বিতরন করা হচ্ছে। চলতি মার্চ ও এপ্রিল মাসের মত আগামী সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।
বরিশাল মহানগরীর বাইরে জেলার ১০টি উপজেলার ১ লাখ ৬০ হাজার ৭৩৬টি পরিবার ১৫ টাকা কেজি দরে চাল কেনার সুবিধা পচ্ছেন। এ কার্যক্রমে পটুয়াখালীতে ১ লাখ ১৮ হাজার ৯১৩, ভোলাতে ৮৩ হাজার ৪৩৭, পিরোজপুরে ৩৫ হাজার ৮০৯, বরগুনাতে ৫৫ হাজার ৮০৪ ও ঝালকাঠীতে ৩২ হাজার ১৪০টি পরিবার এ সুবিধার আওতায় রয়েছেন।
জনসংখ্যার অনুপাত সহ আর্থÑসামাজিক অবস্থা বিবেচনায় ১৫ টাকা কেজি দরে চাল সংগ্রহের কার্ড প্রদান করা হয়ে থাকে বলে খাদ্য অধিদপ্তর জানিয়েছে। এ লক্ষ্যে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বাছাই ও তদারকি কমিটির সুপারিশে উপজেলা কমিটি তালিকা চুড়ান্ত করে থাকে বলেও জানিয়েছেন বরিশালের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক। এ কার্ড বিতরনে পক্ষপাতিত্বের অভিযোগ থাকলেও বিষয়টি স্থানীয় সরকার থেকে উপজেলা ও জেলা প্রশাসনের দেখভাল করে থাকে বলে জানিয়েছে খাদ্য বিভাগের দয়িত্বশীল মহল। তবে এসব অভিযোগের প্রেক্ষিতে সম্প্রতি তালিকা যাচাই বাছাই করে বেশ কিছু নাম বাদ দিয়ে নতুন নাম অন্তর্ভূক্ত করা হয়েছে বলে জানা গেছে।
এদিকে খোলা বাজারে চাল ও আটা বিক্রী কার্যক্রমের আওতায় বরিশাল মহানগরীতে প্রতিদিন ২১ জন ডিলারের মাধ্যমে ৩৬ টন চাল ও ১১ টন করে আটা বিক্রী করা হচ্ছে। ৩০ টাকা কেজি দরে চাল ও ২৪ টাকা দরে এসব আটা বিক্রী হলেও মাত্র ১১টি দোকান থেকে চাল ও আটা বিতরন হচ্ছে। ফলে এসব চাল ও আটা কেনার জন্য প্রতিদিনই ফজরের নামাজের পরেই দোকানগুলোর সামনে সাধারন ক্রেতাদের লাইন চোখে পড়ছে। এর বাইরে ১০টি ট্রাকে শুধু চাল বিক্রী করা হলেও তার পেছনেও মানুষের দীর্ঘ লাইনে রোজাদারদের দূর্গতির শেষ নেই।
বরিশাল মহানগরীর বাইরে জেলা সদরগুলোতে ৫ জন করে ডিলার প্রতিদিন ৫ টন করে চাল ও ৫ টন আটা বিক্রী করছেন । তবে ভোলা সদর অতিরিক্ত একজন ডিলর নিয়োগ দেয়া হয়েছে বলে জানা গেছে। এর বাইরে উপজেলা সদরগুলোতেও ৩০ টাকা কেজি দরে শুধু চাল বিক্রী করা হচ্ছে।
খোলা বাজারে বিক্রী কার্যক্রমের আওতায় এখন দক্ষিণাঞ্চলের ৬ জেলা ও ৪২ উপজেলায় ৩০ টাকা কেজি দরে প্রতিদিন প্রায় ১৭০ টন চাল বিক্রী করা হচ্ছে। একই সাথে বরিশাল সিটি করপোরেশন সহ সবগুলো জেলা সদরে ২৪ টাকা কেজি দরে ৩৭ টান আটাও বিক্রী করছে খাদ্য বিভাগ। তবে কতদিন খোলা বাজারে এ চাল ও আটা বিক্রী কার্যক্রম অব্যাহত থাকবে, তা বলতে পারেনি খাদ্য বিভাগ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

বিয়ে করেছেন সংগীতশিল্পী ঐশী

রাত হলে যে কারণে মেজাজ হারান মিথিলা

ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা : নিহতের সংখ্যা বেড়ে ২০৭

প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে মালয়েশিয়ার স্বরাষ্ট্র এবং মানব সম্পদ মন্ত্রীর বৈঠক

তালেবানের সময়ে আফগানিস্তানে মাদক ব্যবসা বেড়েছে

শরীয়তপুর-চাঁদপুর রুটে ৩০ ঘন্টা বন্ধ থাকবে ফেরি চলাচল

আরও এক সপ্তাহ থাকতে পারে তাপপ্রবাহ

শনিবার ৮ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়

আ.লীগের সর্বনাশ করার জন্য আর কোনো দলের দরকার নেই : কাদের সিদ্দিকী

প্রস্তাবিত বাজেটে যেসব সুযোগ-সুবিধা চায় বিজিএমইএ

হজের সংক্ষিপ্ত নিয়ম ও জরুরি মাসায়েল-৬

আইএমএফের প্রেসক্রিপশনে বাজেট হয়নি

বিজিবি’র অভিযানে ২৮২ কোটি টাকার চোরাচালান পণ্যসামগ্রী জব্দ

মুহম্মদ বিন বখতিয়ার খিলজির বঙ্গজয়-২

‘বাস্তবতাহীন’ বাজেট বাস্তবায়নই চ্যালেঞ্জ

জিডিপির অনুপাতে বাজেটের আকার অনেক ছোট : ড. মির্জ্জা আজিজ

বাজেট বাস্তবায়ন সম্ভব নয় : ড. আহসান এইচ মনসুর

মাঠে থাকার নির্দেশ

রাজধানীর শ্যামপুরে ৫৪টি অস্থায়ী রাসায়নিক গুদাম নির্মাণ : আগামী রোববার উদ্বোধন

দেশে পণ্যের দাম বাড়লেও আমরা ভালো আছি -বাণিজ্যমন্ত্রী