ঢাকা   বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ | ১২ বৈশাখ ১৪৩১

জাবিতে 'অনশনরত' ছাত্রের উপর ছাত্রলীগের হামলা, নারীদের শ্লীলতাহানি

Daily Inqilab জাবি সংবাদদাতা

০৭ জুন ২০২৩, ০৮:১১ এএম | আপডেট: ০৭ জুন ২০২৩, ০১:৫১ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) রাতের অন্ধকারে 'অনশনরত' সামিউল ইসলাম প্রত্যয়ের উপর হামলা ও উপস্থিত নারী শিক্ষার্থীদের শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। লোডশেডিংয়ের সুযোগ নিয়ে শাখা ছাত্রলীগের উপ-সাহিত্য সম্পাদক গৌতম কুমার দাস ও সদস্য গোলাম রাব্বীর প্রত্যক্ষ নির্দেশে এই ঘটনা ঘটেছে বলছেন প্রত্যক্ষদর্শীরা। 
 
মঙ্গলবার (৬ জুন) রাত ১১ টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের সামনে এ ঘটনা ঘটে৷ 
 
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, রাত ১১ টায় লোডশেডিং চলাকালে অন্ধকারে গৌতম কুমার দাস ও গোলাম রাব্বির (ইংরেজি ৪৫ ব্যাচ) নেতৃত্বে ৫০/৬০ জন ছাত্র প্রত্যয়ের উপর হামলা চালায়৷ এসময় তারা প্রত্যয়কে অনশনে বসা নিয়ে জিজ্ঞাসাবাদ করতে থাকে। এসময় তারা সেখানে অবস্থানরত প্রগতিশীল আন্দোলনের শিক্ষার্থীদের বলতে থাকে, 'অন্য হলের ছেলেরা এখানে কি করে?' এসময় সেখানে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচী,  ইমতিয়াজ অর্ণব , সিল্কী নূরকে টানা হ্যাচড়া করে। পরে প্রত্যয়ের বিছানা তুলে ফেলে দেয় হামলাকারীরা৷
 
এসময় অনশনরত প্রত্যয়কে সেখান থেকে তুলে দেয়ার জন্য চিকিৎসাকেন্দ্রে ফোন করে এম্বুলেন্স নিয়ে আসে গৌতম। জাবি চিকিৎসা কেন্দ্রে খোঁজ নিয়ে নাম্বারটি গৌতমের বলে জানা যায়৷ 
 
পরে এম্বুলেন্স আসলে গৌতমের নির্দেশে হামলাকারীরা ধস্তাধস্তি করে প্রত্যয়কে এম্বুলেন্সে তুলে দেয়া হয়।  এসময় পুনরায় এম্বুলেন্সে হামলা চালিয়ে পেছনের গ্লাস ভেঙে দেয়া হয়৷ এসময় সেখানে উপস্থিত সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচীর উপর হামলা চালায় গোলাম রাব্বি (ইংরেজি ৪৫ ব্যাচ), মুরাদ (আন্তর্জাতিক সম্পর্ক ৪৬), মনোজ (গণিত ৪৬), তানভীর (৪৬ ব্যাচ), রায়হান (প্রাণরসায়ন ৪৬ ব্যাচ), রাহাত (জার্নালিজম ৪৭ ব্যাচ), তারেক মীর (৪৬ ব্যাচ), ফাহাত (রসায়ন ৪৭), নাফিস (অর্থনীতি ৪৬ ব্যাচ), সজীব (৪৫ ব্যাচ), সোহেল (ইংরেজি ৪৬ ব্যাচ), তুষার (ফার্মেসি ৪৫), ফেরদৌস (ফার্মেসি ৪৫) প্রমুখ। 
 
এসময় ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ, মাশিয়াত সৃষ্টি, মনিকা নকরেক এবং শারমিন সুরকে হেনস্তা করা হয়।
 
ভুক্তভোগী সৃষ্টি (মার্কেটিং ৪৭ ব্যাচ) বলেন, 'হলের সামনে আমরা যখন প্রত্যয়ের অনশনস্থলে গেলাম, সেখানে লোডশেডিং হওয়ার সাথে সাথে ৫০/৬০ জন বিশাল মব সৃষ্টি করে হামলা চালায়। এসময় আমাকে হেনস্তা করা হয়। প্রশাসনের কেউ সেখানে উপস্থিত ছিল না।'
 
পরে রাত সাড়ে ১১টায় বিদ্যুৎ আসলে প্রক্টর ও প্রভোস্ট সেখানে উপস্থিত হন। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, 'আমি সবার বডিগার্ড না, সবার পাহারাদার না। আমাদের একজন এসিসট্যান্ট প্রক্টর এখানে দাঁড়ানো ছিল। কিন্তু একটা মবে আমাদের কি করার আছে৷ এটা একমাত্র এলিয়েন বিশ্ববিদ্যালয়৷ এখানে কেউ নিয়ম মানে না।'
 
এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে রাত ১২ টায় উপাচার্য ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এসময় সেখানে উপস্থিত হন উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম, রেজিস্ট্রার রহিমা কানিজ, প্রভোস্ট কমিটির সভাপতি অধ্যাপক নাজমুল হাসান তালুকদার, প্রক্টর এবং সহকারী প্রক্টররা৷ 
 
উপাচার্যের বাসভবনের সামনে প্রায় দুই ঘন্টা অবস্থান শেষে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো- সূর্যোদয়ের পূর্বে মীর মশাররফ হলের সকল অবৈধ ছাত্রকে বের করা, হামলাকারীদের চিহ্নিত করে বহিষ্কার ও রাষ্ট্রীয় আইনে বাদী হয়ে উপাচার্যকে মামলা করা, দায়িত্ব থেকে প্রক্টর ও প্রভোস্টকে অব্যাহতি দেয়া, গণরুম- গেস্টরুম বন্ধ করা এবং প্রথম বর্ষ থেকে বৈধ সিটের ব্যবস্থা করা।
 
ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাংগঠনিক সম্পাদক আলিফ মাহমুদ বলেন, 'প্রত্যয় এর দাবি খুবই যৌক্তিক এবং সহজেই এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেয়া সম্ভব। এই হলে ৪৯০ টি রুম রয়ছে৷ সেসব রুমের তালিকা করতে সর্বোচ্চ সময় ১ দিনের বেশি লাগার কথা নয়। কিন্তু প্রশাসন লিস্ট তৈরীর বিপরীতে নানান তালবাহানা করছে। মুলত তারা অছাত্রদেরকে নিজেরাই পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। যার প্রমাণ এই হামলা। বিদ্যুৎ অফ করে দিয়ে এ ধরণের হামলার সুযোগ করে দিয়েছে প্রশাসন। যা পূর্বের সকল নৃশংসতাকে হার মানায়। প্রত্যয়ের যৌক্তিক দাবি দ্রুত কার্যকর করতে হবে এবং এ ঘটনায় যারা জড়িত এবং যারা এর মদদদাতা তাদেরকে দ্রুত সনাক্ত করে বিচারের মুখোমুখি করতে হবে।'
 
সাংস্কৃতিক জোটের সভাপতি সৌমিক বাগচী বলেন, 'আমরা গত ছয় দিন যাবৎ একই দাবি নিয়ে বারবার তাদের সামনে হাজির হয়েছি। কিন্তু আশ্বাস ছাড়া কার্যকর কিছুই পাইনি৷ আমরা আমাদের লড়াই চালিয়ে যাব।'
 
মীর মশাররফ হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক সাব্বির বলেন, 'আজকে রাত ৮ টায় আমরা ছাত্রদের রুম ছেড়ে দেয়ার জন্য তৎপরতা শুরু করি৷ আমরা গণরুম থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের নন এলোটেড শিক্ষার্থীদের রুমে তুলে দিচ্ছিলাম৷ এঘটনায় ছাত্ররা অসন্তুষ্ট হয়ে এ ঘটনা ঘটিয়েছে৷' 
 
উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম বলেন, 'আগামীকাল সকাল ১১ টায় ডিসিপ্লিনারি বোর্ডের সভা বসবে৷ সভায় আমরা জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আর প্রক্টর ও প্রভোস্টের  ব্যাপারে প্রশাসনিক ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।'
 
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ডের সভা চলমান রয়েছে বলে জানা গেছে।
 

বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

বোনের জন্য টিভি কিনতে চাওয়ায় স্বামীকে পিটিয়ে মারল স্ত্রী-ভাইয়েরা

বোনের জন্য টিভি কিনতে চাওয়ায় স্বামীকে পিটিয়ে মারল স্ত্রী-ভাইয়েরা

বান্দরবানে আশ্রয় নেয়া ২৮৮ জন নিরাপত্তাবাহিনীর সদস্য কে ফেরত পাঠানো হলো মিয়ানমারে

বান্দরবানে আশ্রয় নেয়া ২৮৮ জন নিরাপত্তাবাহিনীর সদস্য কে ফেরত পাঠানো হলো মিয়ানমারে

ঝালকাঠিতে মাদক মামলায় নরসুন্দরের ১০ বছরের কারাদ-

ঝালকাঠিতে মাদক মামলায় নরসুন্দরের ১০ বছরের কারাদ-

থাইল্যান্ডে হিট স্ট্রোকে ৩০ জনের মৃত্যু

থাইল্যান্ডে হিট স্ট্রোকে ৩০ জনের মৃত্যু

কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তীব্র আক্রমণ মমতার

কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে তীব্র আক্রমণ মমতার

মার্কিন অস্ত্র সরবরাহ কিয়েভের পক্ষে পরিস্থিতি পরিবর্তন করতে অক্ষম: ক্রেমলিন

মার্কিন অস্ত্র সরবরাহ কিয়েভের পক্ষে পরিস্থিতি পরিবর্তন করতে অক্ষম: ক্রেমলিন

সাতক্ষীরায় পিলারের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

সাতক্ষীরায় পিলারের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল চালক নিহত

পশ্চিমে গৃহযুদ্ধ আসছে: মাস্ক

পশ্চিমে গৃহযুদ্ধ আসছে: মাস্ক

টেকনাফে ১০ জন কৃষক অপহরণের মামলার অন্যতম আসামী দেলু ডাকাত গ্রেপ্তার

টেকনাফে ১০ জন কৃষক অপহরণের মামলার অন্যতম আসামী দেলু ডাকাত গ্রেপ্তার

মতিঝিলের ফুটপাতে পড়েছিল রিকশাচালকের লাশ

মতিঝিলের ফুটপাতে পড়েছিল রিকশাচালকের লাশ

তারাকান্দায় ইকবাল হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

তারাকান্দায় ইকবাল হত্যা মামলার দুই আসামী গ্রেফতার

ভবিষ্যত বিশ্বব্যবস্থার পরীক্ষা স্থল হয়েছে ইউক্রেন: বেলারুশের প্রেসিডেন্ট

ভবিষ্যত বিশ্বব্যবস্থার পরীক্ষা স্থল হয়েছে ইউক্রেন: বেলারুশের প্রেসিডেন্ট

দোয়ারাবাজারে হত্যা মামলার আসামিসহ দুই ইয়াবা কারবারি গ্রেফতার

দোয়ারাবাজারে হত্যা মামলার আসামিসহ দুই ইয়াবা কারবারি গ্রেফতার

বরগুনায় বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকার নামাজ আদায়

বরগুনায় বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকার নামাজ আদায়

ঝালকাঠিতে বৃষ্টি প্রার্থনায় ইসতেস্কার নামাজ আদায়

ঝালকাঠিতে বৃষ্টি প্রার্থনায় ইসতেস্কার নামাজ আদায়

রাজশাহীতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

রাজশাহীতে বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ আদায়

ভুল করে পাঁচ মাইল এলাকা হারালো ইউক্রেনীয় সেনা

ভুল করে পাঁচ মাইল এলাকা হারালো ইউক্রেনীয় সেনা

বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা

বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা

শেরপুরে উপজেলা নির্বাচণে অংশ নেয়া ৬ বিএনপির প্রার্থীকে কারণ দর্শও নোটিশ!

শেরপুরে উপজেলা নির্বাচণে অংশ নেয়া ৬ বিএনপির প্রার্থীকে কারণ দর্শও নোটিশ!

রোনালদো নয়, মেসিকেই এগিয়ে রাখলেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ

রোনালদো নয়, মেসিকেই এগিয়ে রাখলেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ