ঢাকা   রোববার, ২২ সেপ্টেম্বর ২০২৪ | ৭ আশ্বিন ১৪৩১

জাবি ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার অন্ধকার জগত: উত্থান-মৃত্যু

Daily Inqilab জাবি সংবাদদাতা

২২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১০ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১০ পিএম

 

শামীম মোল্লা। যাকে সবাই শুট্যার শামীম মোল্লা বলেই চেনে। জাবির ৩৯ ব্যাচের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও সাবেব ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। তার বাবা ইয়াজদ্দিন মোল্লা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগে ২২ হাজার টাকা বেতনে কাজ করতেন। মাঠে ঘাস কাটা, পানি দেওয়া ছিল তার বাবার কাজ। প্রথম দিকে বাবা মাসিক বেতন পেলে অধিকাংশ জোর করে নিয়ে নিতো বলে জানান ইয়াজউদ্দিন মোল্লার সহকর্মীরা। নিম্নবিত্ত পরিবারের এই সন্তান পোষ্য কোটায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েই বেপরোয়া হয়ে ওঠে। অবৈধভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে উঠে চারজনের রুম একাই দখল করে রাখতো। (পোষ্য কোটায় ভর্তিদের হল বরাদ্দ দেওয়া হয় না)। চলাচলের জন্য প্রচলিত হলের সিঁড়ি ও রুট ব্যবহার না করে জানালা ভেঙ্গে মসজিদের চাঁদের উপর দিয়ে আলাদা চলাচলের রাস্তা করেছিল সে। এই চলাচলের পথে কোন জুনিয়র যদি তাকে সালাম না দিতো, তাহলে ডাক পড়তো তাঁর রুমে, তারপর চলতো অকথ্য নির্যাতন। হলে টর্চার সেল তৈরি করেছিলো মোল্লা।

ক্যম্পাসে মোল্লা গ্যাংস্টার হওয়ার স্বপ্ন দেখতেন । এজন্য লক্ষ টাকা ব্যয় করে উন্নত জাতের একটি জার্মান শেফার্ট কুকুর ক্রয় করেন তিনি। কুকুরের নাম রাখেন ‘সার্জেন’। শামীম মোল্লা বলতো রাস্তায় সার্জেন যেমন গাড়ি ধরে ঠিক তেমন আমার সার্জেন আমার শত্রুদের ধরবে। প্রতিদিন ২ কেজি গরুর মাংস খাওয়াতো সার্জেনকে। কুকুরকে ইনজেকশন, ডাক্তার দেখানো ও দেখাশোনার জন্য প্রতিমাসে ৩০ হাজারের উপর খরচ হতো। এই কুকুরকে দেখাশোনার জন্য দুইজনকে রাখতো শামীম। বিকাল বেলা হাফ প্যান্ট পরে শামীম যখন হাফ প্যান্ট পড়ে বাইরে বের হতেন তখন তার পিছনে আরো দুইজন থাকতো হাফ প্যান্ট পড়া। সাথে থাকতো সার্জেন আর শামীমের কোমড়ে থাকতো পিস্তল। নিজেকে গ্যাংস্টার হিসেবে প্রতিষ্ঠিত করতেই তার এই আয়োজন। শামীম মোল্লা হলের রুমগুলোতে নিজের অস্ত্রগুলো বালু দিয়ে ঢেকে রাখতো আর সার্জেনকে খুজে বের করতে বলতো। তার পরিচিতিদের তিনি বলতেন , ‘এই ক্যাম্পাসে যত অস্ত্র আছে সব আমি সার্জেনকে দিয়ে খুজে বের করাবো। অস্ত্র থাকবে শুরু আমার কাছে’।

সে একটা প্রাইভেটকার ইউজ করতো। কারের ডিক্কিতে সবসময় লাঠি রামদা, চাইনিজ কুড়াল থাকতো। মূলত হলে বসে জাবির পুরা মাদক সিন্ডিকেট, সাভার-আশুলিয়ার জমিদখল, ঝুট ব্যবসা ও চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতো সে। রাত হলেই হলের সামনে নানা রঙের গাড়ি আসতো, তারা সোজা চলে যেতো শামিম মোল্লার রুমে। রাত হলে তাঁর রুমে বসতো মাদকের আসর।

শামীম মোল্লা যে প্রাইভেট কারটি ব্যবহার করতেন সেটি ছিলো জাবির শিক্ষক মেহেদী ইকবালের। একবার তার এই কারসহ কয়েজন কিশোর ডাকাতিকালে ধরে পড়ে আশুলিয়া পুলিশের হাতে। গাড়িতে তখন ছিলো রামদা লাঠি, কুড়াল। আশুলিয়া থানা তদন্ত করে দেখতে পারে এই কার শামীম মোল্লার । জানা যায়, কিশোর গ্যাংকে ব্যবহার করে এলাকার আরো দুই সন্ত্রাসী তাসকিন ও সময় গড়ে তুলেছে ক্রাসের রাজত্ব।

এদিকে ৩ ফেব্রয়ারি জাহাঙ্গীরনগরে ধর্ষণের ঘটনা ঘটে । এই ঘটনার মূলে ছিলো মাদক বানিজ্য। মুল আসাসি বহিরাগত মামুন এই শামীম মোল্লার হাত ধরেই ক্যম্পাসে প্রবেশ করেন । সেসময় রাইফেল, চাইনিজ কুড়াল হাতে কয়েকটি ছবি ভাইরাল হয়। যে রুমে এই ছবিগুলো তোলা হয়েছে সে রুমের দেয়ালে ছিলো শামীম মোল্লার ছবি। কিন্তু এতো ভারি অস্ত্র থাকার পরেও প্রশাসন নিশ্চুপ ছিল।

এদিকে ১৫ জুলাই দিবাগত রাতে জাবির আন্দোলনকারীদের উপর সরাসরি গুলি বর্ষন করেন শামীম মোল্লা। শামীম ওইদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে এক রাউন্ড ফাকা গুলি করে অস্ত্রটি চেক করে। এছাড়া ওইদিন লেলিন, তারেক, রতন বিশ্বাসের হাতেও শর্টগান ছিলো। ওই হামলার মাস্টারমাইন্ডের একজন ছিলো শামীম। তিনি গেরুয়া দিয়ে ১০ পিকআপ বহিরাগত লোক নিয়ে আসে হামলার করার জন্য। মুন্নী সরণি থেকে গুলি করতে করতে ভিসির বাসভবনের দিকে এগোতে থাকেন শামীম মোল্লা । ওই দিন ভিসির বাসভবনে একাধিক ব্যক্তি তাকে গুলি করতে দেখেছে। এছাড়া জিজ্ঞাসাবাদে গুলির করার কথা স্বীকারও করেন তিনি।

এর আগে নিজ সহকর্মীকে গুলি করে হাস্যরসের পাত্র হয়েছিলেন শামীম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের প্রভাষক মোঃ মনসুর আলী পানধোয়া এলাকায় মাদক বেচাকেনা বন্ধ করতে চাইলে শামীম মোল্লা ও তাসকিন গ্যাং প্রকাশ্যে ওই শিক্ষকের উপর কয়েক রাউন্ড গুলি চালায়। তবে কোমড় থেকে পিস্তল বের করতে গিয়ে নিজ সহকর্মীর উপর গিয়ে একটি গুলি লাগে। ওই সহকর্মীর নাম আবুল হোসেন। এ ঘটনায় ২০২২ সালের ৬ আগস্ট আশুলিয়া থানায় একটি মামলা (নং-২২) দায়ের করেন ওই শিক্ষক। তবে অস্ত্রের মুখে মনসুর মাস্টারের ছেলেকে জিম্মি করে মামলা তুলে নিতে বাধ্য করেন শামীম। ২০২১ সালে মনসুর মাস্টারের প্রতিবেশী প্রফেসর হাবিবুল্লাহর ওপর চড়াও হয়েছিলেন শামীম।

সরেজমিনে এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও পাশ্ববর্তী আমবাগান, পানধোয়া, সেনওয়ালিয়াসহ আশেপাশের এলাকায় ডিশ, ইন্টারনেট ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছেন ছাত্রলীগ নেতা জাহিদুল হক সময় ও তার সহযোগী মাদক ব্যবসায়ী মোঃ তাসকিন খান। এরা দুইজনই শামীম মোল্লার অনুসারী।

আরো জানা যায়, বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকার জিনিয়া ৪ নামক ভবনের প্রথম তলায় ২০২১ সাল থেকে অবিবাহিত শামীম মোল্লা বাসা ভাড়া নিয়ে থাকতো। অস্ত্রের মুখে জিম্মি করে তিনি এই বাসায় থাকতেন বলে জানা যায়। তিনি কখন বাসা ভাড়া দেন নি বলে দাবি করেছেন বাড়িয়ালা।

এ ব্যাপারে বাড়িওয়ালা শিল্পী রোজিন বলেন, ‘আমি ঐ ভবনে থাকি না। যার কারণে তার সাথে দীর্ঘদিন দেখা ও কথা হয়নি। তার কাছে ১ লাখ ৯০ হাজার টাকা ভাড়া বাবদ পাওনা আছে। তার মৃত্যু পর এখন তার জিনিসপত্র বের করে ভবনের বাইরে রেখেছি।’

সেনওয়ালীয়া গ্রামের ইটবালু ব্যবসায়ী বেলাল হোসেন চৌধুরীর কাছে অস্ত্রের মুখে ৩ লক্ষ টাকা চাঁদা দাবি করেন শামীম মোল্লা গ্যাং। পরে এই বিষয়ে একটি মামলা হয়। মামলা নং ১০১। ১৫ লক্ষ টাকার বিনিময়ে ইসলামনগরের রহিম নামে এক ব্যক্তির সম্পত্তি জোর করে অন্যের নামে লিখে দেন শামীম মোল্লা।

এছাড়া ময়লা অপসারণের ঠিকাদার নেওয়াকে কেন্দ্র করে প্রতিনিয়ত হামলার ঘটনা ঘটিয়েছে শামীম গ্রুপ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশেই ইসলামনগর, পানধোয়া, আমবাগানসহ পার্শ্ববর্তী এলাকা সমূহে গত ৭ মাস ধরে ময়লা অপসারণের কাজ করে আসছিলেন ইমাম হোসেন। গত ৪ মার্চ ময়লা নেয়ার বিল তুলতে গেলে ইমামের স্টাফ মুন্নাকে ইট দিয়ে মেরে জখম করে দেয় শামীম গ্রুপের সদস্যরা। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন মুন্না ও পৃথক জিডি করেছেন ইমাম হোসেন। তবে ক্যাম্পাসের ছাত্রদের নাম শুনে তাদের নামে থানায় অভিযোগ নিতে চায়নি বলে জানিয়েছেন ইমাম। পরে ইমামের ছেলেকে জিম্মি করে অভিযোগ তুলে নিতে বাধ্য করে শামীম গ্রুপ।

সর্বশেষ সাভার থানায় জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় শামীমের বিরুদ্ধে চারটি মামলা হয়েছে। হত্যা মামলার আসামী হয়েও অদৃশ্য শক্তির বলে তিনি সবসময় ধরাছোয়ার বাইরে থেকেছেন।

এদিকে সাভার-আশুলিয়া এলাকায় জুলাই মাসে ১০০ এর অধিক মানুষ নিহত হয়েছে। এর বিপরীতে কোন ব্যক্তি গ্রেফতার হয়নি।

গত ১৮ সেপ্টেম্বর শামীম মোল্লাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকেল সাড়ে ৫টায় প্রান্তিক গেইটে আটক করেন। পরে উত্তম-মধ্যম দিয়ে তাকে প্রশাসনের নিকট হস্তান্তর করে। কিন্তু প্রক্টর ও নিরাপত্তা অফিসের সমন্বয়হীনতার কারণে প্রায় ৩ ঘন্টা পর পুলিশের নিকট শামীমকে হস্তান্তর করা হয় এবং এর মাঝে নিরাপত্তা অফিসের তালা ভেঙ্গে তাকে দুই দফায় পিটুনী দেওয়া যায়। এই পিটুনীতে গুরুত্বর আহত হন শামীম। এখানে নিরাপত্তা শাখার স্পষ্ট গাফিলতি ছিল বলে শিক্ষার্থীরা জানান।

নিরাপত্তা অফিসের কয়েকটি ভিডিওতে দেখা যায়, এসময়ের মধ্যে হঠাৎ করে ছাত্রদলের কয়েকজন সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা নিরাপত্তা অফিসের সামনে আসে এবং তালা ভেঙে প্রবেশ করে। এক পর্যায়ে ব্যাপক মারধর করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বলেন, প্রান্তিক গেইটে একজনকে মারধর করা হচ্ছে এমন খবর পেয়ে আমি একজন নিরাপত্তা কর্মকর্তাকে জানাই৷ সেখানে গিয়ে শামীমকে মারধর করতে দেখা গেলে বিষয়টা যেহেতু শিক্ষার্থী সংশ্লিষ্ট তাই প্রক্টরকে অবহিত করি৷ পরবর্তীতে প্রক্টরের প্রটোকলে তাকে প্রক্টর অফিসে নেওয়া হয়। এসময় কয়েকজন ছাত্র শামীমকে প্রক্টর অফিসের নিরাপত্তা অফিসের বারান্দায় কয়েকদফা মারধর করে৷ শামীমকে নিরাপত্তা শাখার ভেতরে তালাবদ্ধ করে রাখা হলে পরবর্তীতে তালা ভেঙে তাকে মারধর করা হয়৷

শামীমের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে মামলা করেন। তবে তিনি মামলার প্রথম আসামীকে ৮ নাম্বারে দিয়ে ৮ নাম্বারের আসামীকে ১ নাম্বারে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে৷ এ বিষয়ে ঘটনাটি জানতে চাইলে, 'টাইপিস্টের ভুলের জন্য এমন হয়েছে বলে জানান'।

এদিক আজ রবিবার (২২ সেপ্টেম্বর) মামলার ৩নং আসামী ইংরেজি বিভাগের ৫০ তম ব্যাচের শিক্ষার্থী রায়হানকে গ্রেফতার করেন পুলিশ।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

এমন হারেও ইতিবাচক অনেক কিছুই দেখছেন শান্ত

এমন হারেও ইতিবাচক অনেক কিছুই দেখছেন শান্ত

বন্যা প্রতিরোধে পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করা হবে : সৈয়দা রিজওয়ানা হাসান

বন্যা প্রতিরোধে পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ করা হবে : সৈয়দা রিজওয়ানা হাসান

আদিবাসী-সেটলার, পাহাড়ী-বাঙালী বিভাজন বন্ধ করুন, সকলের নাগরিক অধিকার নিশ্চিত করুন : এবি পার্টি

আদিবাসী-সেটলার, পাহাড়ী-বাঙালী বিভাজন বন্ধ করুন, সকলের নাগরিক অধিকার নিশ্চিত করুন : এবি পার্টি

ঘোড়াঘাটে ৪ ডাকাত গ্রেপ্তার, ট্রাক সহ সরঞ্জাম জব্দ

ঘোড়াঘাটে ৪ ডাকাত গ্রেপ্তার, ট্রাক সহ সরঞ্জাম জব্দ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ বোমা বিস্ফরনে যুবক নিহত

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ বোমা বিস্ফরনে যুবক নিহত

পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটিতে আলেম অন্তর্ভুক্তির আহ্বান জামায়াতে ইসলামীর

পাঠ্যপুস্তক পরিমার্জন কমিটিতে আলেম অন্তর্ভুক্তির আহ্বান জামায়াতে ইসলামীর

বাংলাদেশে আ.লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই : মেজর হাফিজ

বাংলাদেশে আ.লীগের রাজনীতি করার কোনো অধিকার নেই : মেজর হাফিজ

নদী দূষণমুক্ত করতে 'নদী আমার মা' শীর্ষক ব্যতিক্রমী উদ্যোগ

নদী দূষণমুক্ত করতে 'নদী আমার মা' শীর্ষক ব্যতিক্রমী উদ্যোগ

ইসরায়েলি গ্র্যান্ডমাস্টারকে হারালেন বাংলাদেশের ১৪ বছর বয়সী মনন

ইসরায়েলি গ্র্যান্ডমাস্টারকে হারালেন বাংলাদেশের ১৪ বছর বয়সী মনন

এভারকেয়ার, ল্যাবএইড, কমফোর্ট, মেডিনোভা, প্রো-অ্যাকটিভ-এ ডেঙ্গু টেস্টে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক ও ডিসকাউন্ট

এভারকেয়ার, ল্যাবএইড, কমফোর্ট, মেডিনোভা, প্রো-অ্যাকটিভ-এ ডেঙ্গু টেস্টে বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক ও ডিসকাউন্ট

পাহাড়ীদের মধ্যে সৌহার্দপূর্ণ পরিবেশ গড়ে না উঠলে সমস্যা থেকেই যাবে

পাহাড়ীদের মধ্যে সৌহার্দপূর্ণ পরিবেশ গড়ে না উঠলে সমস্যা থেকেই যাবে

স্ট্যান্ডার্ড ব্যাংকের আয়োজনে ‘ইনভেস্টমেন্ট অপারেশনস্ অ্যান্ড ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ

স্ট্যান্ডার্ড ব্যাংকের আয়োজনে ‘ইনভেস্টমেন্ট অপারেশনস্ অ্যান্ড ম্যানেজমেন্ট’ শীর্ষক প্রশিক্ষণ

নুন্যতম মজুরি ২৫ হাজার টাকার দাবীতে আশুলিয়ায় বিক্ষোভ, ১৯কারখানা বন্ধ

নুন্যতম মজুরি ২৫ হাজার টাকার দাবীতে আশুলিয়ায় বিক্ষোভ, ১৯কারখানা বন্ধ

সিলেটে রাজনৈতিক মামলা থেকে বিএনপি নেতা মাহবুব চৌধুরী সহ অর্ধশতাধিক নেতাকর্মীর খালাস

সিলেটে রাজনৈতিক মামলা থেকে বিএনপি নেতা মাহবুব চৌধুরী সহ অর্ধশতাধিক নেতাকর্মীর খালাস

ইরানের ই-কমার্স বাণিজ্যের মূল্য ২ বছরে তিনগুণ বেড়েছে

ইরানের ই-কমার্স বাণিজ্যের মূল্য ২ বছরে তিনগুণ বেড়েছে

বাইডেন-মোদি বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা

বাইডেন-মোদি বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে আলোচনা

কাপ্তাই অটোরিকশা চালকদের ১ম দিনের মত অবরোধ, যাত্রীদের দুর্ভোগ

কাপ্তাই অটোরিকশা চালকদের ১ম দিনের মত অবরোধ, যাত্রীদের দুর্ভোগ

সাকুরা পরিবহনের চাপায় চালকসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত

সাকুরা পরিবহনের চাপায় চালকসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত

সোনালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত

সোনালী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত

বিটিভির নতুন মহাপরিচালক মাহবুবুল আলম

বিটিভির নতুন মহাপরিচালক মাহবুবুল আলম