আশুলিয়ার হত্যা মামলার আসামি পটুয়াখালী থেকে গ্রেপ্তার
০৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৪০ পিএম | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৪:৪০ পিএম
আশুলিয়ায় রাসেল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ হত্যাকারী আব্দুল মতিনকে (৩০) পটুয়াখালীর মহিপুর থেকে গ্রেপ্তার করেছে আশুলিয়া থানা পুলিশ। গ্রেপ্তার আসামী পাওনা টাকার জন্য তার বন্ধু রাসেলকে ইটের আঘাতে হত্যা করেছে বলে স্বীকার করেছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ।
এরআগে বুধবার রাতে পটুয়াখালী জেলার মহিপুর থানার আলীপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল মতিন (৩০) সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার চরচালা পূর্বপাড়া এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে।
নিহত রাসেল সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার গারামাসি এলাকার বাবুল সরকারের ছেলে।
পুলিশ জানায়, গত ১২ অক্টোবর আশুলিয়ার উত্তর গাজীরচট এলাকার শফিকুল ইসলাম টুকুর বাড়ি থেকে রাসেল হোসেন (৩০) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করে পুলিশ। হত্যার মোটিভ আয়ত্তে নিয়ে পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগিতায় আসামীর অবস্থান শনাক্ত করে এবং বুধবার রাতে পটুয়াখালীর মহিপুর এলাকায় অভিযান চালিয়ে হত্যাকারী আব্দুল মতিনকে (৩০) গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার গাজীরচটে অভিযান চালিয়ে হত্যা ব্যবহৃত ইট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার আসামীকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানায়, হত্যাকারী মতিন ভুক্তভোগী রাসেলের ছোট ভাই মাসুদকে এয়ারপোর্টে চাকুরী দেওয়ার কথা বলে ৬ লক্ষ ৭৩ হাজার টাকা নেয় কিন্তু তার ভাইকে চাকুরি না দিয়ে ওই টাকা নিয়ে সে লাপাত্তা হয়ে যায়। পাওনা টাকার জন্য গত ৭ অক্টোবর নিহত রাসেলসহ ৩/৪ জন মিলে মতিনকে ঢাকার উত্তরা থেকে ধরে এনে ঘটনাস্থলের ওই রুমে আটকে রাখে এবং রাসেল নিজেও তার সাথে একই রুমে থাকে। ঘটনার দিন গ্রেপ্তার মতিন ভুক্তভোগী রাসেলকে ইট দিয়ে আঘাত করে হত্যা করে পালিয়ে যায়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ, গ্রেপ্তার আসামি প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে হত্যায় ব্যবহৃত ইট উদ্ধার করা হয়েছে। আজ সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
১০ জনের লড়াইয়ে শেষ হাসি আর্সেনালের
তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়
তিলক ভর্মার বীরত্বে ভারতের রোমাঞ্চকর জয়
সিটি অধিনায়কের নতুন ঠিকানা এখন এসি মিলান
ছাগলনাইয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত
মতলবে আদিবা হত্যা মামলার আসামী ইমনের বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা
গাজাকে বাসোপযোগী করতে হবে
ড. মুহাম্মদ ইউনূসেই জনগণের আস্থা
টি-টোয়েন্টির বর্ষসেরা আর্শদিপ
দ্বিতীয় বছরের মতো বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর ঘোষণা কানাডার
এ দেশকে নিয়ে আমরা আর কাউকে খেলতে দেব না - মাওলানা রফিকুল ইসলাম খান
গ্রামীণ ট্রাস্টের মালিকানায় আসছে নতুন বিশ্ববিদ্যালয়
সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরন
জেলা বিএনপির আমৃত্যু সভাপতি খোরশেদ আলমের ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা
সৌদির নতুন জাতীয় সংগীতের সুর করবেন মার্কিন তারকা
প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন : লুৎফর রহমান খান আজাদ
শেরপুরে আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টের ফাইনালে সদর উপজেলা চ্যাম্পিয়ন
সৈয়দপুরে শ্যাইলার মোড় জামে মসজিদ কমিটির উদ্যোগে শতাধিক শীতবস্ত্র বিতরণ
আছরের নামাজে বিলম্ব হয়ে মাগরিবের নামাজ শুরু হয়ে যাওয়া প্রসঙ্গে।
আ.লীগ সরকার জোর করে চাপিয়ে দিয়েছিল প্রবৃদ্ধি ও উন্নয়নের গল্প