সাড়ে ১৬ বছর কারাভোগের পর, বাড়ি ফিরলেন উখিয়ার সাবেক বিডিআর সদস্য ইউসুফ
২৭ জানুয়ারি ২০২৫, ১১:৫১ এএম | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৫, ১১:৫১ এএম
কক্সবাজারের উখিয়ার সাবেক বিডিআর সদস্য মোহাম্মদ ইউসুফ, দীর্ঘ সাড়ে ১৬ বছর জেলের অন্ধকারে বন্দী থেকে গত বৃহস্পতিবার মুক্তি লাভ করেন। মুক্তির পরে ঢাকায় চিকিৎসার জন্য অবস্থানের পর গতকাল রবিবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় উখিয়ায় নিজ বাড়িতে পোঁছান তিনি।
মোহাম্মদ ইউসুফ উখিয়ার রাজাপালং ইউনিয়নের টেকনিক্যাল কলেজ গেইট সংলগ্ন মোহাম্মদ ইলিয়াছের পুত্র। চার ভাই ও দুই বোনের মধ্যে তিনি সবার বড়। পরিবারের বড় সন্তান হিসেবে, পরিবারের হাল ধরার জন্য ও আর্থিক সচ্ছলতা ফেরাতে ২০০৮ সালে যোগ দিয়েছিলেন বিডিআর এ সৈনিক হিসেবে। কিন্তু ভাগ্য সহায় হয়নি তার। চাকুরীতে যোগদান করতে না করতেই ২০০৯ সালের পিলখানার ঘটনায় আসামি হয়ে চাকরীচ্যুত হন। তাকে পাঠানো হয় জেলে।
এদিকে ইউসুফের বাড়ি আসার খবরে গ্রামের লোকজন দেখতে ভিড় করছেন বাড়িতে। তাকে ফিরে পেয়ে খুশি পরিবার ও এলাকাবাসী।
ইউসুফের বাবা ইলিয়াছ জানান, 'দীর্ঘ সাড়ে ১৬ বছর পর আমার ছেলে আমার বুকে ফিরে এসেছে এতেই আমি খুশি। আমি বরাবরই আত্মবিশ্বাসী ছিলাম, আমার ছেলে কোন দোষ করেনি, জালিমের কারাগার থেকে একদিন না একদিন মুক্তি পাবেন'।
ইউসুফের মা, বলেন-'অনেক বছর পর আমার যাদু ( ছেলেকে) ফিরে পেয়ে মহান আল্লাহ-তায়ালার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমার ছেলের জন্য কতদিন না খেয়ে ছিলাম, কত রাতের ঘুম হারাম হয়েছে আমি বুঝাতে পারবনা। আমার ছেলেকে অন্যায়ভাবে যারা জেল কাটিয়েছে, জীবনের ১৬ বছর কেড়ে নিয়েছে-আমি তাদের বিচার চাই '।
ইউসুফের ছোটভাই মামুন জানান, 'চাকরি পাওয়ার পর মা-বাবা ও আমরা খুব খুশি হয়েছিলাম। কিন্তু এক বছর যেতে না যেতেই সব খুশি ম্লান হয়েছিল। চাকরি করে উপার্জন করে বড় ভাই আমাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করার কথা ছিল। কিন্তু তার উল্টো হয়েছে'।
জনৈক প্রতিবেশীর সাথে আলাপে জানা যায়, 'ছেলের চিন্তায় অসুস্থ হয়ে পড়েছিলেন ইউসুফের বাবা ও মা। এখনো তারা অসুস্থ রয়েছে। ইউসুফ আর ফিরবে না, এমনটাই ধরে নিয়েছিলাম আমরা'।
ইউসুফ বলেন,' বিস্ফোরক মামলা ব্যতীত অন্যান্য মামলায় অনেক আগেই খালাস পেয়েছিলাম। বিস্ফোরক মামলায় এতোদিন আমিসহ অনেককে জেলের অন্ধকার প্রকোষ্ঠে থাকতে হয়েছে। আমার জীবনের সোনালি অধ্যায় ১৬ টি বছর কেড়ে নিয়েছে। আমার জীবন, যৌবন শেষ। তারপরেও অবশেষে মুক্ত জীবন লাভ করায় মহান আল্লাহ-তায়ালার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি'।
জুলাই বিপ্লবোত্তর, ক্ষমতার পালাবদলে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিডিআর বিদ্রোহের ঘটনার তদন্ত পুনরায় শুরুর দাবি ওঠে। এরই মধ্যে ঘটনার পুনঃতদন্তের জন্য গত ২৪ ডিসেম্বর আ ল ম ফজলুর রহমানকে প্রধান করে কমিশন গঠন করে ৯০ দিনের সময় দিয়েছে সরকার। এরই মধ্যে ১৯ জানুয়ারি কেরানীগঞ্জ কারাগারের অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক ইব্রাহীম মিয়া সাক্ষ্যগ্রহণ ও জামিন শুনানি শেষে বিস্ফোরক মামলায় ইউসুফ সহ অন্যান্য আসামিদের জামিনে মুক্তির আদেশ দেন। ইউসুফকে দীর্ঘদিন বিনা অপরাধে কারাগারে থাকা এবং তার পেছনে খরচ করতে গিয়ে আর্থিকভাবে যে ক্ষতিগ্রস্ত পরিবারটি। তার ক্ষতিপূরণ সরকারের কাছে দাবি করেছেন তার আত্মীয় স্বজন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রথমবারের মতো ভারত থেকে আমদানি হলো মসুর ডাল
নরসিংদীতে ঘরে ঢুকে কিশোরীকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত মা
কর্মবিরতি : সারা দেশে বন্ধ হলো ট্রেন চলাচল
ইউরো জেতানো দে লা ফুয়েন্তে ২০২৮ পর্যন্ত স্পেনের কোচ
সিলেটকে হারিয়ে প্লে অফের দৌড়ে এগিয়ে গেল রাজশাহী
টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ
রূপালী ব্যাংকের ‘রূপালী ই-ব্যাংক’ অ্যাপ উদ্বোধন
বেলকুচিতে ব্রোকলি চাষে সাফল্য
সালথায় যুবককে ছুরিকাঘাতে হত্যা : তিনজন কারাগারে
তাহসিনের পাশে বিসিবি
তামাক কোম্পানির ফাঁদে পড়ে মাদকে আসক্ত হচ্ছে তরুণ সমাজ; প্রতিরোধে চাই সমন্বিত উদ্যোগ
জিরা চাষে স্বপ্ন দেখছেন গোদাগাড়ীর কৃষকরা
ন্যায়বিচারের স্বার্থে হাসিনাকে ফেরত পাঠাবে ভারত
দেশকে স্বৈরাচার মুক্ত করেছি, নতুনভাবে স্বাধীন হয়েছে বাংলাদেশ: কাহের শামীম
হাতিয়ায় বন্দোবস্তকৃত ভূমি বুঝিয়ে দেওয়ার দাবি
আইসিএমএবি’র প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন, সচিব হাসনাইন তৌফিক
শৈশবের ক্লাবে ফিরছেন নেইমার
অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
পাকুন্দিয়ায় ব্যবস্থাপত্র ছাড়াই চলছে অ্যান্টিবায়োটিক বিক্রি
পঞ্চগড়ে চার বিচারকের অপসারণ দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ