রাবিতে প্রথমবারের মতো ‘বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্পর্ক’ আন্ডারগ্র্যাজুয়েট কনফারেন্স অনুষ্ঠিত
১০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৩ পিএম | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৩ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ইতিহাসের পাতায় যুক্ত হলো নতুন এক অধ্যায়! প্রথমবারের মতো আয়োজিত হলো ‘বাংলাদেশ ও আন্তর্জাতিক সম্পর্ক’ শীর্ষক আন্ডারগ্র্যাজুয়েট কনফারেন্স। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এই ব্যতিক্রমী আয়োজন করে।
এই ঐতিহাসিক কনফারেন্সে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। তাঁরা পররাষ্ট্রনীতি, জলবায়ু পরিবর্তন, সুনীল অর্থনীতি, কূটনৈতিক কৌশল, শান্তি ও আঞ্চলিকতাবাদসহ সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের গবেষণা উপস্থাপন করেন।
কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ড. মো. শরিফুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন এবং উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. ফরিদ উদ্দীন খান।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাউফু ইসলাম ইতু ও সহি হাবিব। অতিথিরা ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়ার পর স্বাগত বক্তব্য দেন ড. মো. শরিফুল ইসলাম। তিনি বলেন, “আজ আমরা ইতিহাস গড়তে এখানে একত্রিত হয়েছি। এটি শুধু বাংলাদেশেই নয়, বরং দক্ষিণ এশিয়ায় প্রথম আন্তঃবিশ্ববিদ্যালয় আন্ডারগ্র্যাজুয়েট কনফারেন্স। আমাদের শিক্ষার্থীদের চিন্তাভাবনা এবং ধারণাগুলো জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উপাচার্য অধ্যাপক ড. সালেহ্ হাসান নকীব বলেন, “রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের এমন উদ্যোগ আমাদের গর্বিত করেছে। বিশ্বায়নের এই যুগে আন্তর্জাতিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যদিও ভূ-রাজনৈতিকভাবে ছোট, তবে আমাদের সমুদ্রসম্পদ ও কৌশলগত অবস্থান আমাদের বিশাল সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।”
কনফারেন্সের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের গবেষণা উপস্থাপনা।
‘উদীয়মান বিশ্বে বাংলাদেশের নেতৃত্বের ভূমিকা: সফট পাওয়ারের গুরুত্ব’ নিয়ে আলোচনা করেন রাবির শিক্ষার্থী রোকেয়া হক রিমু।
‘বঙ্গোপসাগরে শক্তির ভূ-রাজনীতি: বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের মধ্যে সামুদ্রিক সম্পদের ত্রিপক্ষীয় প্রতিযোগিতা’ নিয়ে আলোচনা করেন গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম নাঈম।
উপ-উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দীন খান বলেন, “আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ নতুন হলেও তারা যে দক্ষতার সঙ্গে এই আয়োজন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন দেখতে চাই।”
এই সম্মেলন শুধু শিক্ষার্থীদের গবেষণা প্রকাশের সুযোগই দেয়নি, বরং তাদের আন্তর্জাতিক কূটনৈতিক চর্চার দৃষ্টিভঙ্গিও প্রসারিত করেছে। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের সম্মেলন আয়োজন করা হবে।##
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

কলাপাড়ায় ইউপি চেয়ারম্যান আটক

কদমতলীতে তেল মজুদ, গ্রেপ্তার ১

হুন্ডি ও সোনা চোরাচালান নিয়ে বিরোধ সীমান্তে, একজনকে গুলি করে হত্যার চেষ্টা

বাংলাদেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির সি৩২ ইলেকট্রিক বাইক আনল রিভো

ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা, কী পাবে বাংলাদেশ?

পদ্মার এক কাতলের দাম ৭০ হাজার টাকা

সচিবালয় এলাকায় পোশাক শ্রমিকদের ওপর পুলিশের লাঠিপেটা

কেরানীগঞ্জে ২৫ মার্চ গণহত্যা দিবসে স্মৃতিচারণ ও আলোচনা সভা

কন্যার মা হলেন আথিয়া, সন্তানের আগমনে উচ্ছ্বাসিত রাহুল

রামুতে চুরির অভিযোগে শিশুকে নির্যাতন

যুক্তরাষ্ট্রের গোপন সামরিক পরিকল্পনা ফাঁস!

কমলনগরে শীর্ষ আওয়ামী লীগ নেতার ভাই বিএনপি 'সভাপতি' পাউবোর খাল ভরাট করে মার্কেট নির্মাণ!

বাংলাদেশ পুলিশের ৪৩ কর্মকর্তার রদবদল, প্রজ্ঞাপন জারি

প্রধান উপদেষ্টার চীন সফরে লাভবান হবে বাংলাদেশ !

আখাউড়ায় গণহত্যা দিবসে শিশুরা শুনলো মুক্তিযুদ্ধের গল্প

ঈদে নিরাপত্তা জোরদারে ১৫ নির্দেশনা, বাড়ানো হবে টহল

বকশীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্কুল শিক্ষিকার

দিল্লিতে নেই হাসিনা, অবশেষে জানা গেলো তার বর্তমান অবস্থান!

আপিল বিভাগের দুই বিচারপতি শপথ নিয়েছেন