পাবনায় খানাখন্দ সড়কে লাখো মানুষের সীমাহীন দুর্ভোগ
১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৬ পিএম | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৬ পিএম

পাবনায় মুজিব বাঁধের ওপর নির্মিত আঞ্চলিক সড়কের ২২ কিলোমিটারের বেশি সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।পাবনা সদরের বাংলাবাজার থেকে ঈশ্বরদী উপজেলার রূপপুর পর্যন্ত সড়কের অংশে ছোট বড় গর্ত খানাখন্দরে ভরা।দীর্ঘদিন সংস্কারের অভাব বালু মাটিসহ অতিরিক্ত ওজনের ট্রাক চলাচলের কারণে বাঁধের মাটি ধসে তৈরি হয়েছে গর্ত ও খানাখন্দের।সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় পাবনা সদরের দক্ষিণ অঞ্চলের অবহেলিত চরঅঞ্চলের লাখো মানুষের দুর্ভোগের অন্ত নেই। কৃষি পণ্য ,ব্যবসায়ীক পণ্য পরিবহন সহ যাতায়াত করতে না পেরে চরম বিপাকে পড়েছে স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা।সড়কটি নির্মিত হওয়ার পর এই অঞ্চলের কয়েক লাখ মানুষের জন্য আশীর্বাদ হয়ে উঠেছিল।পণ্য পরিবহন যাতায়াত ব্যবস্থা সহজ হওয়াতে সড়কের পাশে মিল কলকারখানা গড়ে উঠছিল।এই সড়ক দিয়ে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য নিয়ে সহজেই গন্তব্যে পৌঁছে যেতো।
সড়কটিকে কেন্দ্র করে আশপাশের জায়গা জমির দাম বেড়ে হয়েছিল ৫ গুন।কিন্তু সড়কের ওপর অধিক ওজনের যানবাহন চলাচল ও সঠিক ভাবে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।পাবনা সদরের হিমায়েতপুর ইউনিয়নের ব্রিকস ব্যবসায়ী মো রফিক হোসেন ইনকিলাবকে বলেন ,দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী।বড় যানবাহন চলাচল তো দ‚রের কথা বর্ষাকালে পায়ে হেটেও চলাচল করা যায়না।আমরা পণ্য পরিবহন না করতে পেরে ব্যবসায়ীক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।পাবনা সদরের চরঘোষপুরের দোকানি মো. রবিউল ইসলাম ইনকিলাবকে বলেন সড়কটি সর্বশেষ ৫ বছর আগে সংস্কার করতে দেখেছিলাম।এরপর আর সংস্কার করতে দেখি নাই। বর্ষা মৌসুমে সড়কের বিভিন্ন স্থানে গর্ত গুলোতে পানি জমে থাকায় আশপাশের মাটি ধসে পড়েছে।এখন প্রায় ২০ কিলোমিটার রাস্তা গাড়ী চলাচলের অনুপযোগী।
একই এলাকার স্থানীয় কৃষক মোঃ আমানউল্লা ইনকিলাবকে বলেন আমাদের ক্ষেত থেকে উৎপাদিত ফসল আমরা দুরদূরান্তে নিতে পারছিনা।লোকজন দিয়ে ভ্যানে করে টেনে নিতে হয়।
এতে খরচ অনেক বেড়ে যায়।সড়কটি সংস্কার হলে আমাদের জন্য অনেক সুবিধা হবে।চার চাকার বাংলা গাড়ীর চালক মো সজিব ইনকিলাবকে বলেন, গাড়ী নিয়ে এই সড়কে চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সড়কে ছোট বড় গর্ত থাকায় চলাচল করলে গাড়ী নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটবে বলেন তিনি।সড়কটি সংস্কার করলে পাবনার অর্থনৈতিক অঞ্চল উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত নগরবাড়ি নৌবন্দর থেকে সহজে যাতায়াত, মালামাল বহন এবং এ অঞ্চলের কয়েক লাখ মানুষের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন সাধিত হবে।পেঁয়াজের ভান্ডার হিসেবে খ্যাত পাবনা জেলা থেকে দেশে উৎপাদিত পেঁয়াজের এক তৃতীয়াংশ সরবরাহ করা হয় ।
মুজিব বাঁধের উপর নির্মিত রাস্তাটির উন্নয়ন হলে কৃষকরা নগরবাড়ি ঘাট হয়ে রাজধানী ঢাকায় পণ্য সরবরাহ করবে সহজেই। এছাড়া পাবনা সদরে উৎপাদিত মৌসুমি ফল আম লিচু পেয়ারাসহ বিভিন্ন প্রকারের দেশি বিদেশি ফল দ‚র দ‚রান্তে নেয়া সহজ হবে।বাঁধের সড়কের দুইপাশ ঘেঁষে কৃষি অঞ্চল মাইলের পর মাইল জায়গাজুড়ে কৃষকের বিস্তৃত ক্ষেত।কৃষকরা তাদের কৃষি পণ্য সহজেই পাবনার বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে রাজধানীতে নিতে পারবে।পাবনা জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু দৈনিক ইনকিলাবকে বলেন, মুজিব বাঁধের ওপরে সড়কটি দীর্ঘদিন সংস্কারের না করায় বেহাল দশা।
সড়কটি সংস্কার জরুরি হয়ে পড়েছে।রাস্তা সংস্কার ও প্রশস্ত করা গেলে পাবনার দক্ষিণ অঞ্চল সহ গোটা জেলার যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।
এ অঞ্চলের জনগোষ্ঠীর অর্থনৈতিক সাফল্য আসবে। মানুষের ভাগ্যর পরিবর্তন ঘটবে।পাবনা শহরের স্থানীয় জনপ্রতিনিধি বিএনপি নেতা সাইফুল ইসলাম বাদশা দৈনিক ইনকিলাবকে বলেন,সড়কটি সংস্কার হলে মানুষের যাতায়াত ব্যবস্থা সুবিধা হবে।কৃষকরা তাদের পণ্য বিক্রয় করে লাভবান হবে।পাবনা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ বলেন, সড়কটি সর্বশেষ ২০১৪ সালে সংস্কারের কাজ করা হয়েছিল।
এর পর পাবনা সদরের মধ্যে যেখানে সড়কের যানবাহন চলাচলের বেশি অনুপযোগী এমন ৫ কিলোমিটার বাঁধের সড়ক ইট খোয়া দিয়ে সংস্করণ করা হয়েছে। সড়কটি উন্নয়নে জন্য একটি প্রস্তাব ঢাকাতে পাঠানো হয়েছে।অনুমোদন হলে কাজ শুরু করা হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

চেক ডিজঅনার : সাকিব আল হাসানের সম্পদ ক্রোকের আদেশ

বিগত স্বৈরতন্ত্রের সংবিধানের বদল হতেই হবে

বাংলাদেশ-চায়না চেম্বারে প্রশাসক নিয়োগ

ডিমের লোকসান ঘোচাতে স্বল্প সুদে ঋণসহ ৬ প্রস্তাব

লিপি খান ভরসার হাইকোর্টে জামিন

ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : সাইফুল আলম

পাঁচ দফা দাবি : নাটোরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের কর্মকর্তাদের মানববন্ধন

বাউবিতে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার বিতরণ

স্ত্রীসহ মির্জা আজমের সম্পদ জব্দ, ৩১ ব্যাংক হিসাবে ৩ কোটি টাকা অবরুদ্ধ

নেত্রকোনায় পাহারাদারকে হত্যা করে গরু লুট : আরো ৫ ডাকাত গ্রেফতার

দেবিদ্বারে সাংবাদিক সমিতির কমিটি গঠন

ভূমি সচিবকে হুমকি দিলেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা সুজন মোল্যা

যারা লুটপাট করে তাদেরকে জনপ্রতিনিধি হিসেবে

ঢাবি সাংবাদিক সমিতির নতুন সাধারণ সম্পাদক মাহাদী হাসান

আমরা দেশপ্রেমিক সেনাদের ভালোবাসি -হাসনাত

জরুরি অবস্থা জারির বিষয়টি গসিপ -স্বরাষ্ট্রসচিব

মাদারীপুরে শ্রমিকদল সভাপতিকে হত্যা

খুলনায় গৃহবধূকে হত্যার ঘটনায় গ্রেফতার ৩

হত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করতে ট্রাইব্যুনালের সামনে শহীদ পরিবারের বিক্ষোভ

অগ্নিকা-ের ঘটনার কারণ অনুসন্ধান ও পুনরাবৃত্তিরোধে তদন্ত কমিশন গঠন করতে হবে : গোলাম পরওয়ার