সাভারে আবারো ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে শ্রমিকরা
০৩ মার্চ ২০২৫, ০২:৪৯ পিএম | আপডেট: ০৩ মার্চ ২০২৫, ০২:৪৯ পিএম
মজুরি বৃদ্ধি, শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধের প্রতিবাদে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।
সোমবার সকাল ১০টা থেকে সাভারের উলাইল এলাকার 'ডায়নামিক সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেড' কারখানার ৫ শতাধিক শ্রমিক মহাসড়কের উলাইল এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। অবরোধের ফলে সড়কের উভয় পাশে অন্তত ৭ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে ওই সড়কে চলাচলরত যাত্রী ও পথচারীরা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে শ্রমিকরা কর্মস্থলে যোগ দিতে এসে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে। এক পর্যায়ে ক্ষুব্ধ শ্রমিকরা সকাল ১০টা থেকে ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকা অবরোধ করে। পরে কিছু শ্রমিক পার্শ্ববর্তী আন লিমা গার্মেন্টস, আল মুসলিম গার্মেন্টসের শ্রমিকদের রাস্তায় বের করে আনার চেষ্টা করে ব্যর্থ হয়। তখন ক্ষুব্ধ কয়েকজন শ্রমিক আন লিমা গার্মেন্টস লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে।
পরে খবর পেয়ে সাভার থানা পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ, হাই ওয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল উপস্থিত হয়। একপর্যায়ে শ্রমিকরা মহাসড়কের মূল লেন ছেড়ে ঢাকামুখী সার্ভিস লেনে অবস্থান নেয়। পরে দুপুরে একটার দিকে শ্রমিকরা সড়ক থেকে চলে যায়।
ডায়নামিক সোয়েটার কারখানার অপারেটর হাবিবুর রহমান জানান, গত ডিসেম্বর মাসে মজুরি (পিসরেটে) বৃদ্ধির জন্য আন্দোলন করলে মালিকপক্ষ মজুরি বৃদ্ধির আশ্বাস দিয়েছিলেন কিন্তু বাড়ায়নি। এনিয়ে আমরা কারখানায় গতকাল (রবিবার) মালিকপক্ষের সঙ্গে আলোচনা করতে গেলে মালিকপক্ষ আলোচনা করতে অস্বীকার করে এবং উল্টো আজ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে নোটিশ টাঙ্গিয়ে দিয়েছে। এর প্রতিবাদে আমরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছি।
পোশাক শ্রমিক জাহিদ হাসান বলেন, ম্যানেজমেন্ট আমাদের সাথে খারাপ ব্যবহার করে। জোরপূর্বক শ্রমিকদের চাকরি থেকে অব্যাহতি নেয়। চাকরিচ্যুত শ্রমিকদের তিন মাস ১৩ দিনের পাওনা পরিশোধের নিয়ম থাকলেও তা পরিশোধ করে না কর্তৃপক্ষ। ওভারটাইম বিল ছুটির টাকাও দেয়না। তাই বাধ্য হয়ে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে।
ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর কবির বলেন, মজুরি বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে শ্রমিকরা সড়কে নেমে আসে। আমরা শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।
এ প্রসঙ্গে কথা বলতে ডায়নামিক সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানা গিয়ে দায়িত্বরত কাউকেই পাওয়া যায়নি।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল মিঞা বলেন, ডায়নামিক সোয়েটার নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করে। পরে আইনশৃঙ্খলা বাহিনী মালিকপক্ষ ও শ্রমিকদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করা হচ্ছে। তবে যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্প পুলিশ, থানা পুলিশ ও সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আসামে নতুন করে বুলডোজার অভিযানে বাস্তুচ্যুত শত শত পরিবার
আকুর বিল পরিশোধ, ৩১ বিলিয়নে নামলো রিজার্ভ
সরকারের আশ্বাসে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতি আপাতত স্থগিত
সাতক্ষীরায় এমএফএস-এর অপব্যবহার রোধে এজেন্টদের সচেতনতা বাড়াতে জেলা পুলিশ ও বিকাশ-এর সমন্বয় কর্মশালা
গণমাধ্যম শ্বাসরুদ্ধ করে ‘রাজত্ব’ কায়েম ,বদলি হলেন ডিসি মুফিদুল
নাসিরনগরে তিন আওয়ামী নেতা গ্রেফতার
ইসরায়েলি যুদ্ধের প্রথম ১২ ঘণ্টার অভিজ্ঞতা জানালেন জ্যেষ্ঠ ইরানি জেনারেল
মনোনয়ন পরিবর্তনের দাবিতে কাপনের কাপড় জড়িয়ে মশাল মিছিল
“মোস্ট ইনোভেটিভ ফিনটেক প্রোডাক্ট ডিজাইন অব দ্য ইয়ার” অ্যাওয়ার্ড পেয়েছে মাস্টারকার্ড বাংলাদেশ
যারা নির্বাচনকে বানচাল বা বিলম্বিত করার চেষ্টা করছে নির্বাচনে তাদের ভরাডুবি হবে: শামীম
২৬টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৩য় বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
সালাহউদ্দিন আহমদের অনুরোধে অনশন ভাঙলেন আম জনতার তারেক, নেওয়া হলো হাসপাতালে
ধানের শীষে ভোট দিন, এলাকার উন্নয়নের দায়িত্ব আমার : ব্যারিস্টার মীর হেলাল
সরাইলে ইউএনও হিসেবে যোগদান করেছেন মো. আবুবকর সরকার
আগামী নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক : সিইসি
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজে আছেন জেসি
পদ ফিরে পেলেন বিএনপির বহিষ্কার হওয়া ৩৯ নেতা
ভারতের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্য কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী : পররাষ্ট্র মন্ত্রণালয়
এনসিপি চট্টগ্রাম দক্ষিণ জেলায় যুগ্ম সমন্বয়কারী সৈয়দ ইমরান সাময়িক বহিষ্কার
নাইম-শহিদুলের ফিফটি
