বাউফলে পিটুনিতে নিহত ডাকাতের পরিচয় পাওয়া গেছে
১৬ মার্চ ২০২৫, ১২:৫৩ পিএম | আপডেট: ১৬ মার্চ ২০২৫, ১২:৫৩ পিএম

পটুয়াখালীর বাউফল উপজেলার তেঁতুলিয়া নদীতে তরমুজভর্তি ট্রলারে ডাকাতির সময় স্থানীয় লোকজনের পিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। প্রযুক্তির ব্যবহার করে নিহত ডাকাতের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।
আর ডাকাতির ঘটনায় গতকাল শনিবার সন্ধ্যায় গলাচিপা উপজেলার চরকাজল ইউনিয়নের কপালবেরা গ্রামের তরমুজচাষি ভুক্তভোগি মো. শহিদুল ইসলাম (৫৮) বাদী হয়ে সাত-আটজন অজ্ঞাত ব্যক্তির নামে বাউফল থানায় মামলা দায়ের করেছেন।
নিহত ওই ডাকাতের নাম মো. কবির(৩৫)। বাবার নাম মফিজল ব্যাপারী, মায়ের নাম জাহানারা বেগম। ভোলা সদর উপজেলার দক্ষিণ বালিয়া গ্রামের ৫ নং ওয়ার্ডে তাঁর বাড়ি।
বাউফল থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন,‘প্রযুক্তির মাধ্যমে নিহত ডাকাতের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। আজ রোববার লাশের ময়না তদন্ত শেষে বিকেলের দিকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার দিবাগত রাতে গলাচিপার চরকাজল থেকে শহিদুল ইসলাম ১০ হাজার তরমুজ নিয়ে চাঁদপুরে যাচ্ছিলেন। রাত সাড়ে তিনটার দিকে তেঁতুলিয়া নদীর বাউফলের তালতলী মোহনা এলাকায় পৌঁছালে সাত-আটজনের সশস্ত্র একটি ডাকাত দল একটি ট্রলার নিয়ে তরমুজভর্তি ট্রলারটিকে ধাওয়া করে। একপর্যায়ে ধুলিয়া লঞ্চঘাট এলাকায় গিয়ে তাঁরা তরমুজের ট্রলারের নিয়ন্ত্রণ নেন। এ সময় ডাকাতেরা ট্রলারের চালকসহ ট্রলারে থাকা তিনজনকে কুপিয়ে আহত করেন। তাঁরা এক ডাকাতকে জাপটে ধরে চিৎকার দিলে স্থানীয় লোকজন ছুটে আসেন। অন্য ডাকাতেরা পালিয়ে গেলেও একজনকে স্থানীয় লোকজন পিটুনি দেন। খবর পেয়ে ভোর পাঁচটার দিকে গুরুতর আহত ডাকাতসহ ট্রলারের লোকজনকে উদ্ধার করে পুলিশ।
গুরুতর আহত ডাকাতকে প্রথমে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শনিবার বেলা দেড়টার দিকে তিনি মারা যান।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন প্রথম আলোকে বলেন,‘ডাকাতির ঘটনায় মামলা হয়েছে। আর নিহত ডাকাতের পরিচয় পাওয়ায় মামলা তদন্তে ও অন্য ডাকাতদের শনাক্ত করতে সুবিধা হবে। আশা করছেন খুব কম সময়ের মধ্যে ডাকাতদের গ্রেপ্তার করতে পারবেন।’
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

আগের সরকার চিফ জাস্টিসকে গলাধাক্কা দিয়ে বের করে দিয়েছে, আমরা তেমন সরকার নই

চ্যালেঞ্জ নিয়ে মুখোমুখি

আনিসুল হককে গণধোলাই

প্রসঙ্গ : রাষ্ট্রীয় সফর!

স্টারলিংকের লাইসেন্স অনুমোদন দিলেন প্রধান উপদেষ্টা

হজ অ্যাপ ‘লাব্বাইক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

তারেক রহমানের নজরদারিতে নেতারা

কিশোর গ্যাং, মাদক ও ড্রেজার বন্ধে ব্রাহ্মণপাড়ায় কঠোর থাকবে প্রশাসন

কুমিল্লায় দুই প্রতিষ্ঠান গুনলো লক্ষাধিক টাকা জরিমানা

মোহাম্মদপুরের সেই ব্যবসায়ীর অফিসে আবারো গুলি

প্রেমিকাকে দল বেঁধে ধর্ষণ

কেরানীগঞ্জে ট্রিপল মার্ডারের রহস্য উদ্ঘাটন : মূল ঘাতক গ্রেফতার

বিচারক নিয়োগের অধ্যাদেশ রিট পর্যবেক্ষণসহ নিষ্পত্তি

শপথ না পড়াতে লিগ্যাল নোটিশ ঢাকা দক্ষিণের মেয়র ইশরাক

মূল ধারার শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষা সম্পৃক্ত করা দরকার Ñশিক্ষা উপদেষ্টা

সীমান্তে বিএসএফের হত্যা বন্ধে জোরালো প্রতিবাদ করতে হবে ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ

স্ত্রীসহ বাগেরহাটের বন বিভাগের ৩ কর্মকর্তার ব্যাংক হিসাব ও সঞ্চয়পত্র অবরুদ্ধ

তুরিন-মুরাদ-মশিউর-নজরুল নতুন করে গ্রেফতার

‘পাকিস্তানের পাশে ২ কোটি শিখ’, ভারতকে হুমকি পান্নুনের

স্ত্রীর খোঁজ রাখেন না উপদেষ্টা!