করোনা নিয়ে উদ্বেগ বৃদ্ধির মধ্যে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণের নির্দেশ
১১ জুন ২০২৫, ১১:১৪ এএম | আপডেট: ১১ জুন ২০২৫, ১১:১৪ এএম

প্রায় দু বছরের মাথায় ভাইরাসবাহি মরনব্যধি ‘করোনা’ নিয়ে সারা দেশের মত বরিশালেও নতুন করে উদ্বেগ শুরু হবার মুখে স্বাস্থ্য অধিদপ্তর সবকিছু নিয়ে নতুনকরে নড়েচড়ে বসছে। ঈদের ছুটির মধ্যেই স্বাস্থ্য উপদেষ্টা, সচিব এবং অধিদপ্তরের মহাপরিচালক প্রতিদিনই বরিশাল বিভাগীয় পরিচালক সহ বিভিন্ন জেলার সিভিল সার্জনদের সাথে জুম মিটিং করে সার্বিক প্রতিরোধ মূলক ব্যবস্থা সহ চিকিৎসা প্রস্তুতি নিয়েও কথা বলেছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বরিশাল বিভাগীয় পরিচালককে সির্ভিল সার্জনদের সাথে নিয়মিত সমন্বয় করে সব ধরনের প্রতিরোধ এবং চিকিৎসা কার্যক্রমের সব প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে বলে জানাগেছে। তবে এখনো প্রশাসনের সহায়তা নিয়ে করোনা প্রতিরোধ সহ এর থেকে রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তেমন কোন প্রচারণা লক্ষণীয় নয়।
পাশাপাশি ২০২০ থেকে ’২৩ পর্যন্ত করোনাকালীন মূল সময়টিতে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ সহ এঅঞ্চলের ৪২টি উপজেলার মধ্যে ৪০টিতে সরকারী পদক্ষেপসমুহ ইতোমধ্যে প্রায় বিলুপ্ত হওয়ায় নতুনকরে প্রতিরোধ কার্যক্রম শুরুতে কিছুটা সময় লাগবে বলে মনে করছেন ওয়াকিবাহাল মহল। ২০২৩-এর ডিসেম্বর থেকে এ অঞ্চলে করোনা পরিক্ষার কীট সরবারহ বন্ধ রয়েছে। বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ ও ভোলা জেনারেল হাসপাতালের পিসিআর মেসিন দুটি নতুন করে কেলিব্রেশন করতে হবে। এ দুটি ল্যাবের অবশিষ্ট কীটসমুহ ইতোমধ্যে মেয়াদ ফুরিয়েছে। সমগ্র দক্ষিণাঞ্চলের জন্য বিদ্যমান এ দুটি ল্যাবেই ডাটা এন্ট্রি অপারেটর ও ল্যাব এ্যসিস্ট্যন্ট সহ কোন জনবল নেই। সাময়িকভাবে আউট সোর্সিং’এর মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের বিদায় করা হয়েছে বহু আগেই। নমুনা পরিক্ষার সাথে প্রতিটি উপজেলা হাসপাতালে করোনা চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড প্রতিষ্ঠার পাশাপাশি চিকিৎসক,নার্স সহ ওয়ার্ড স্টাফ নিয়োগ প্রদান করতে হবে।
তবে বিষয়টি নিয়ে সবচেয়ে বেশী বিব্রতকর পরিস্থিতি তৈরী হবে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এ হাসপাতালটির করোনা ওয়ার্ডকে ইতোমধ্যে মেডিসেন ওয়ার্ডে রূপান্তর করতে গিয়ে এ অঞ্চলের সর্ববৃহত সরকারী চিকিৎসা সেবা প্রতিষ্ঠানটিকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দেয়া হয়েছে। এখন নতুনকরে কোথায় করোনা ওয়ার্ড চালু করা হবে তা নিয়ে প্রশ্ন উঠেছে সবার মাঝে। একই সাথে শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ এ অঞ্চলের সবগুলো হাসপাতালেই চিকিৎসকের প্রায় ৬০ভাগ পদে কোন জনবল না থাকায় যেকোন অস্বাভবিক পরিস্থিতি সামাল দেয়া দুরুহ হয়ে উঠবে বলেই মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকগনও।
উল্লেখ্য, ২০২০-এর এপ্রিল থেকে ’২৩-এর ডিসেম্বর পর্যন্ত এ অঞ্চলে প্রায় ৬০ হাজার মানুষের দেহে করোনা শনাক্ত হবার সাথে প্রায় ৭শ নারী-পুরষ ও শিশুর মৃত্যু ঘটে। বরিশাল মহানগরী ছিল করোনর আতুড় ঘর। বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব প্রায় ১লাখ ২৫ হাজার সহ ভোলা জেনারেল হাসপাতাল ও ৪০টি উপজেলা হাসপাতালে কিটের মাধ্যমে ৫ লক্ষাধিক মানুষের নমুনা পরিক্ষায় প্রায় ৬০ হাজার করোনা রোগী শনাক্ত হয়। এক পর্যয়ে শনাক্ত রোগীর সংখ্যা প্রায় ২৮%-এ উন্নীত হলেও টিকা কার্যক্রম যোরদার করার পরে ২০২৩-এর মধ্যভাগ থেকে এ অঞ্চলে করোনা রোগীর সংখ্যা হ্রাস পেতে থাকে।
তবে প্রায় ১ কোটি জনসংখ্যার বরিশাল অঞ্চলে ২০২৩-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত ৮০ লাখ ৪২ হাজার ২২৪ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহন করলেও দ্বিতীয় ডোজ গ্রহনকারীর সংখ্যা ৬৬ লাখ ৬ হাজার ২৮৩। আর বুষ্টার ডোজ গ্রহনকারীর সংখ্যা ছিল মাত্র ৩২ লাখ ৬৪ হাজার ২৭২ জন। সব মিলিয়ে ৪র্থ ডোজ গ্রহন কারীর সংখ্যা ৫০ হাজারেরও কম। ঠিক কত মানুষ এখনো করোনা ভ্যাকসিনের আওতার বাইরে রয়েছে, তা বলতে না পারলেও স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীল সূত্রের মতে, এ অঞ্চলের ১ কোটি জনসংখ্যার অন্তত ২০ ভাগ মানুষ এখনো করোনার কোন ভ্যাকসিনই গ্রহন করেন নি।
বরিশাল অঞ্চলের প্রতিটি উপজেলা হাসপাতালেই করোনা ভ্যকসিনের মজুত থাকলেও তা গ্রহনে কারো কেন আগ্রহ নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের দায়িত্বশীল মহল। ফলে বিপুল সংখ্যক করোনা ভ্যকসিনের মজুদের সাথে এখনো অন্তত ২৫ভাগ মানুষ তা গ্রহন না করাকে অত্যন্ত ঝুকিপূর্ণ মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকগন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

ইরানে মার্কিন বর্বরোচিত হামলা বিশ্বমানবতাকে ভাবিয়ে তুলছে

কমিটি গঠনের ২দিন পরই স্থগিত হলো শেরপুরের নালিতাবাড়ী এনসিপির কমিটি !

প্রধানমন্ত্রীর মেয়াদ নিয়ে বিএনপির নতুন প্রস্তাব

রাতের ভোটের নুরুল হুদাকে ধরে পুলিশে দিলো বিক্ষুব্ধ জনতা

ট্রাম্পের বিশ্বাসঘাতকতা

সাহেবাবাদ ডিগ্রি কলেজের গভর্নিং বোর্ডের সভাপতি হলেন ব্যারিস্টার আব্দুল আল মামুন

মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ফয়সল বিপ্লব গ্রেপ্তার

শেরপুরে জনপ্রিয় ষাড়ের মই দৌড় প্রতিযোগীতায় আনন্দে মেতে উঠে হাজারো মানুষ

শাহরাস্তিতে ডাকাতিয়া নদীতে পড়ে শিশু নিখোঁজের ৫ ঘন্টা পর মৃত উদ্ধার করলো ডুবুরিরা

জকিগঞ্জে ‘মৃত ব্যক্তি’ জীবিত ফিরে এলেন: দাফনের আগ মুহূর্তে চাঞ্চল্যকর ঘটনা

কুড়িগ্রামে ট্রাক চাপায় প্রাণ গেলো যুবকের

ডা. জোবাইদা রহমানের জন্মদিনে রূপগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

আজ ‘মার্চ টু সচিবালয়’ ঘোষণা চাকরিচ্যুত বিডিআর সদস্যদের

অবশ্যই ইসি পুনঃগঠন হবে : এনসিপি

চার্জ গঠন বিষয়ে শুনানি ২৯ জুন

উন্নতমানের গবেষণার পরিবেশ পেলে মেধাবীরা আবার দেশে ফিরবে : সালাহ উদ্দিন আহমেদ

সচিবালয়ের ভেতর সব সংগঠন বাতিলের নির্দেশনা চেয়ে রিট

দুদকের মামলায় স্ত্রীসহ খালাস পেলেন বিএনপি নেতা দুলু

নিজের সুরক্ষা চেয়ে মা-বাবার বিরুদ্ধে মেয়ের মামলা

দক্ষিণ সিটিতে সকল নাগরিক সেবা প্রদানের আহ্বান, গাফিলতিতে ব্যবস্থা