অবাধে চলছে রেনু পোনা শিকার, ধ্বংস হচ্ছে নদীর জীব বৈচিত্র্য
১৩ জুন ২০২৫, ০৮:৫৩ এএম | আপডেট: ১৩ জুন ২০২৫, ০৮:৫৩ এএম

অবাধে চলছে রেনু পোনা শিকার, ধ্বংস হচ্ছে নদীর জীববৈচিত্র্য সুন্দরবন খোলপেটুয়া নদীতে রেনু পোনা শিকার করছেন স্থানীয় জেলেরা সাতক্ষীরা, সুন্দরবন, খোলপেটুয়া, কপোতাক্ষ, গাবুরা, হরিনগর, কৈখালী নদীতে অবাধে নিষিদ্ধ জাল দিয়ে নদী থেকে আহরণ করা হচ্ছে চিংড়ির রেণু পোনা। এতে মারা যাচ্ছে শত প্রজাতির মাছের পোনাসহ জলজ প্রাণী।
নদী থেকে আহরণ নিষিদ্ধ এসব রেণু পোনা রাতের আঁধারে নেয়া হচ্ছে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা। বিষয়টি ওপেন সিক্রেট হলেও কোনো ব্যবস্থা নিচ্ছে বলে অভিযোগ মৎস্য বিভাগ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে।
তবে মৎস্য বিভাগ জানায়, রেনু পোনা আহরণ বন্ধে অভিযান চালালেও শতভাগ সফল নন তারা।
সরেজমিন ঘুরে দেখা যায়, প্রকাশ্যে খোলপেটুয়া, কপোতাক্ষ, হরিনগর, নদীতে রেণু পোনা আহরণ করছেন হাজার হাজার স্থানীয় অধিবাসীরা। নিষিদ্ধ জাল দিয়ে আহরণ করা এসব রেণু পোনা তীরে বসে আরেক দল পোনা এবং জলজ প্রাণী গুনে আলাদা করছে। এতে করে মারা যাচ্ছে শত প্রজাতির মাছ ও জলজ প্রাণী।
খোঁজ নিয়ে জানা যায়, রাতের আঁধারে এসব পোনা বিক্রির জন্য নিয়ে যাওয়া হয় খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার মৎস্য হ্যাচারিতে।
স্থানীয়রা জানায়, অবৈধভাবে রেণু পোনা আহরণ বন্ধ না করা হলে নদীর জীববৈচিত্র্য ধ্বংসের। পাশাপাশি কমবে মাছের উৎপাদন।
খোলপেটুয়া নদীতে রেনু পোনা আহরণ কারী একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিদিন শুধু মাত্র গাবুরা ইউনিয়ন, বুড়িগোয়ালীনি এলাকা ও আটুলিয়া ইউনিয়নের খোলপেটুয়া নদীর তীরবর্তী এলাকা থেকে কয়েক কোটি পোনা আহরণ করা হয়। বাকি গাবুরা ও কপোতাক্ষ নদীতেও এমনভাবেই রেনু পোনা আহরণ করা হয়। যা স্থানীয় পাইকারের কাছে এক একটি রেণু পোনা এক টাকা মূল্যে বিক্রি করেন তারা। পরে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা নিয়ে পাইকাররা তা বিভিন্ন মূল্যে বিক্রি করা হয়। আর এজন্য পাইকাররা বিভিন্ন স্থানে মাসোয়ারা দেন বলেও জানা যায়।
জানা যায়, খোলপেটুয়া ও কপোতাক্ষ নদীর রেনু পোনার সবচেয়ে বড় পাইকার বুড়িগোয়ালীনি। এখানে বসেই কয়েকজন মিলে নিয়ন্ত্রণ করে এ অঞ্চলের রেনু পোনা। এদের ছত্র ছায়ায় গাবুরা নদী, খোলপেটুয়া , হরিনগর,কালমেঘা, কাকচিড়া এলাকায় বেশ কিছু পাইকার রয়েছে। এসব পাইকারদের মধ্যে অধিকাংশ পাইকার সোনারমোড় পাইকারদের থেকে দাদন নিয়ে রেনু সংগ্রহ করে আসছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই রেনু পোনা নিয়ন্ত্রণ করতো সাবেক এমপি জগলুল হায়দার একান্ত সহচর ভবতোশ কালামসহ কয়েকজন আ. লীগের নেতারা। বর্তমানে তা স্থানীয় বিএনপির একটি অংশ নিয়ন্ত্রণ করে বলেও জানা যায়।
গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান বিএনপির নেতা মাসুদুল আলম জানান, রেনু পোনা শিকারে কারনে নদীতে মাছের পরিমাণ কমে গেছে। খোলপেটুয়া নদীর তীরবর্তী সোনারমোড় মৎস্য ঘাটে তেমন মাছের দেখা মিলে না। এখানে আগে টনকে টন মাছ কেনাবেচা হতো।
বুড়িগোয়ালীনি মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুল হালিম জানান, অবৈধ জাল দিয়ে মৎস্য শিকার কিছুতেই থামছে না। এর মধ্যে খোলপেটুয়া নদী গুলোতে যেন রেণু পোনা আহরণের মহোৎসব চলছে। এগুলো এখনি বন্ধ না করলে জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি মাছের উৎপাদন ধংস হয়ে যাবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
সাতক্ষীরা স্টেশন কোষ্টগার্ড কপোতাক্ষ স্টেশন সুত্রে জানা যায়, গত মাসে অভিযান চালিয়ে তার প্রায় ২০ লাখ চিংড়ি রেনু পোনা ও ১৫ লাখ মিটার অবৈধ নেট জাল জব্দ করেছে। যার বাজার মূল্য প্রায় ৫ কোটি টাকা । কিন্তু এ বিষয়ে কাউকে আটক করতে পারেনি তারা।
সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মহসিন বিষয়টি নিশ্চিত করে জানান, নদী থেকে নিষিদ্ধ রেণু পোনা আহরণ করায় ভীষণ হুমকিতে পড়েছে মৎস্য সম্পদ। রেণু আহরণ বন্ধে নিয়মিত অভিযান চললেও শতভাগ সফল নন তারা। কেননা অপ্রাপ্ত বয়স্ক কিশোর কিশোরী ও অধিকাংশ নারীরা ঝুঁকি নিয়ে পোনা আহরণ করছে। কম জনবল নিয়ে একদিক থেকে অভিযান চালালে অপর দিক থেকে অভিযান বুঝতে পেরে পালিয়ে যায় তারা।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

দিরাইয়ে পুকুরে কাইয়ুম ও হাওরে আসাদের লাশ উদ্ধার

ব্রাহ্মণপাড়ায় এসএসসি ও সমমান পরিক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১৬৮ জন

এক সপ্তাহ বন্ধ থাকার পর মধ্যপাড়া খনি থেকে পাথর উত্তোলন শুরু

ভারতের আরেক অনাকাঙ্ক্ষিত রেকর্ড

সখিপুরে দিনব্যাপী বিএনপির আযম খানের গণসংযোগ

বিদ্যালয় পরিচালনা কমিটি নিয়ে মামলা, গাজীপুরে ৩ মাস ধরে বেতন পাচ্ছেন না শিক্ষক-কর্মচারিরা

ভোট বাতিলের হারানো ক্ষমতা ফেরত চাইল ইসি

নাসিরনগরে এসএসসিতে পাসের হার ৫৯.০৯ এবং দাখিলে ৭৭ শতাংশ

ডিএনসিসির হোল্ডিং ট্যাক্স আদায় আইনবহির্ভূত দাবি করেন সেক্টর বাসিন্দারা

রাউজানের এক যুবদল কর্মীর লাশ উদ্ধার

শাজাহান খানের মেয়ের সম্পদের বিবরণী চেয়ে নোটিশ দিলো দুদক

ড্রাগনের ফলের “রাজধানী” গৌরিনাথপুর প্রতিদিন বিক্রি কোটি টাকা

স্বৈরাচারের দোসর, দাগী, সন্ত্রাসী ও বিতর্কিত ব্যক্তি বিএনপি’র সদস্য হতে পারবে না: শরীফুল আলম

ভারতের বিরুদ্ধে সফল, পাকিস্তানি পাইলটদের প্রশংশা করলেন চীনের জেনারেল

দুই নম্বর নেতার কাছে দেশ এক নম্বর হতে পারে না: ফয়জুল করীম

সিলেটে জটিল রোগে আক্রান্ত ১০০ রোগীর মাঝে চেক বিতরণ করলো সমাজসেবা অধিদপ্তর

‘গ্রেস মার্ক’ যুগের অবসান, ৭৯ পেলেও দেওয়া হয়নি ৮০

এস আলম ও পরিবারের সিঙ্গাপুরের ব্যাংক হিসাব-শেয়ার ফ্রিজ

কুষ্টিয়ার দৌলতপুরে সাবেক এমপি রেজাউল হক চৌধুরী ও তার ভাই টোকেন চৌধুরীর বাড়ীতে সম্পদের হিসাব চেয়ে নোটিশ ঝুলালো দুদক

ফিফা র্যাঙ্কিংয়ে পেছালো বাংলাদেশ, শীর্ষেই আছে আর্জেন্টিনা