অবহেলায় নষ্ট হচ্ছে ঐতিহাসিক এগারসিন্দুর দুর্গ
১৪ জুন ২০২৫, ০১:০৫ পিএম | আপডেট: ১৪ জুন ২০২৫, ০১:০৫ পিএম

পাকুন্দিয়ার এগারসিন্দুর গ্রামে রয়েছে একটি প্রাচীন দুর্গ। স্থানীয়ভাবে এটি পরিচিত ঈশা খাঁর দুর্গ নামে। ঐতিহাসিকরা মনে করেন, বর্তমান প্রচলিত নাম ‘এগারসিন্দুর’ শব্দটি এসেছে ‘এগারো সিন্ধু’ বা নদী থেকে। অর্থাৎ মূল শব্দ ‘এগারসিন্ধুর’ কথাটি ‘এগারোটি নদী’ বুঝিয়েছিল।
এই গ্রাম ও দুর্গ এ নামে পরিচিত হওয়ার কারণ হলো, একসময় এর কাছে ছিল অনেকগুলো নদীর সংযোগস্থল।
ঐতিহাসিক দুর্গটি কালের আবর্তে ধ্বংস হয়ে মাটির ঢিবিতে পরিণত হয়েছিল। ২০২২ সালের এপ্রিল মাসে প্রত্নতত্ত্ব অধিদপ্তর খননকাজ পরিচালনা করে দুর্গটির সন্ধান পায়। সে সময় উদ্ধার করা প্রত্নবস্তুগুলোর মধ্যে রয়েছে জীবাশ্ম, পাথরের খন্ড, পোড়ামাটির হাঁড়ি-পাতিল, মাটির কলসের ভাঙা অংশ, প্রদীপদানি, অলংকৃত ইট, হাতের বালা, পোড়ামাটির বল, পুতুল ইত্যাদি।
পাওয়া গেছে ইটের তৈরি বর্গাকৃতির প্রতিপক্ষ দেয়াল, জলাধার, চুন-সুরকির মেঝে ও ইট সোলিংয়ের নিদর্শনও। ২০২২ সালের এপ্রিলে দুর্গ এলাকাতে এক অনুষ্ঠানে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক রতন চন্দ্র পন্ডিত বলেছিলেন, পরিত্যক্ত ঢিবিতে পাওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো ১০ থেকে ১১ শতকের। এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন, মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে দুর্গ এলাকাটিকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণা করার ব্যবস্থা করা হবে। কিন্তু এ বিষয়ে এখনো দৃশ্যমান কোন অগ্রগতি নেই।
বাংলাপিডিয়ায় উল্লেখ করা হয়েছে, কোচ উপজাতি প্রধান বেবুধ দুর্গটি নির্মাণ করে এখানে তাঁর রাজধানী বানান। এক পর্যায়ে বাংলার স্বাধীনচেতা প্রভাবশালী ভূস্বামী বারো ভূঁইয়াদের অন্যতম ইশা খাঁ দুর্গটি দখল করেছিলেন। ১৫৮৯ খ্রিস্টাব্দে দিল্লির মোগল সম্রাটের বাহিনী দুর্গটি আক্রমণ করে। কিন্তু মোগল বাহিনী যুদ্ধে পরাজিত হয়ে ঈশা খাঁর সঙ্গে চুক্তি করে। সতেরো শতকের শুরুর দিকে অহম বাহিনী দুর্গটি দখল করে।
ইসলাম খাঁ তাদের পরাজিত করে দুর্গটি ধ্বংস করেন। ১৮৯৭ সালের বিধ্বংসী ভূমিকম্পে ধ্বংসপ্রাপ্ত এই দুর্গের অবশিষ্টাংশও নিশ্চিহ্ন হয়ে যায়। সম্প্রতি সরেজমিনে দুর্গ এলাকায় গিয়ে দেখা যায়, প্রাচীন মাটির একটি ঢিবি ও চৌকোনা ইটের ভাঙা স্তুপ। দুর্গ চত্বরে প্রাচীন ইট ও মৃৎপাত্রের ভাঙা অংশ ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।
পাশের কাপাসিয়া উপজেলা থেকে এই দুর্গ দেখতে এসেছিলেন আবুল কালাম নামের এক তরুণ। তিনি বলেন, ‘জায়গাটি খুবই ভালো লেগেছে। কিন্তু এখানে নিরাপত্তার কোনো ব্যবস্থা নেই। পর্যটকদের জন্য নেই কোনো রেস্টুরেন্ট বা বিশ্রামাগার।’
এগারসিন্দুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুজ্জামান বাবু বলেন, দুর্গটি খননের পর থেকেই অরক্ষিত অবস্থায় পড়ে আছে। প্রাচীন দুর্গটির ধ্বংসাবশেষ সংরক্ষণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের আঞ্চলিক পরিচালক আফরোজা খান মিতা বলেন, দুর্গটি সংরক্ষণের পরিকল্পনা রয়েছে। বর্তমানে কিশোরগঞ্জ জেলায় জরিপের কাজ চলছে। জরিপ শেষে যেসব প্রত্ন সম্পদের গুরুত্ব বেশি সেগুলোর সংরক্ষণের কাজ আগে করা হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

উত্তরা সেনাবাহিনীর হাতে চাঁদাবাজ মিলনসহ গ্রেফতার ৬

মিটফোর্ডে প্রকাশ্যে খুন: তদন্তে অগ্রগতি, বিভ্রান্তিকর প্রচারে ডিএমপির সতর্কবার্তা

ফের লর্ডস টেস্টে হাসল রাহুলের ব্যাট,তিন দিন শেষে সমানে সমান ভারত-ইংল্যান্ড

যারা সরাসরি সংশ্লিষ্ট রহস্যজনকভাবে সেই মূল তিন আসামীকে বাদ দেয়া হয়েছে :যুবদল সভাপতি

যুক্তরাষ্ট্র ও চীনকে অবশ্যই ‘সঠিক পথ’ খুঁজে বের করতে হবে

বিচারহীনতা ও রাষ্ট্রীয় ব্যর্থতার জঘন্য পরিণতি সোহাগ হত্যাকাণ্ড :বিভিন্ন ইসলামী দলের তীব্র প্রতিবাদ

অমীমাংসিত কিছু বিষয়, শুল্কছাড় নিয়ে আবার আলোচনায় বসবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ

এয়ার ইন্ডিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার আগে জ্বালানি সুইচ বন্ধ হয়ে গিয়েছিল

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে চাই -স্বরাষ্ট্র উপদেষ্টা

মূল্য যুদ্ধের অবসান ঘটাতে পদক্ষেপ নিচ্ছে চীন

রূপগঞ্জে ৩৪ বছর পর মসজিদের ওয়াকফকৃত ৪১ শতক জমি উদ্ধার করল গ্রামবাসী

বন্দরে বিএনপি নেতাদের চাঁদা না দেয়ায় মসজিদের বালু ভরাট কাজ বন্ধ

পাল্টা শুল্কের শঙ্কায় বাংলাদেশ থেকে পোশাকের ক্রয়াদেশ পিছিয়েছে ওয়ালমার্ট

দুই হত্যার প্রাপ্ত টাকা মসজিদে দান করে দেয় র্যাব কর্মকর্তা

মালয়েশিয়ায় আন্তর্জাতিক মেশিনারি মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ

টাকা পয়সার সঙ্গে জামা জুতাও নিয়ে যায় ছিনতাইকারী

সউদী আরবে সম্পত্তি কিনতে পারবেন বিদেশিরা

বাজার মূলধনে যোগ হলো আরো ১০ হাজার কোটি টাকা

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ গঠন

সুনামগঞ্জ ও ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত