বেরোবি শিক্ষকের জামিন নামঞ্জুর, শিক্ষার্থীদের বিক্ষোভ
২২ জুন ২০২৫, ০৪:৪৩ পিএম | আপডেট: ২২ জুন ২০২৫, ০৪:৪৩ পিএম

রংপুরে পুলিশের ধাওয়া খেয়ে হার্ট অ্যাটাকে মারা যাওয়া এক ব্যক্তির মৃত্যুর ১০ মাস পর দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মোহা. মাহামুদুল হকের জামিন আবেদন করেছেন তার আইনজীবীরা। জামিন শুনানির পিছিয়ে আগামী মঙ্গলবার (২৪ জুন) দিন ধার্য করেছেন বিচারক।
রোববার (২২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ (হাজীরহাট আমলি আদালত)-এর বিচারক মো. সোয়েবুর রহমানের আদালতে জামিন আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। পরে তাদের বক্তব্য শুনে মঙ্গলবার জামিন শুনানির জন্য দিন ধার্য করেন বিচারক।
মাহমুদুল হকের আইনজীবী অ্যাডভোকেট শামীম আল মামুন বলেন, যে মামলায় মাহমুদুল হককে আসামি করা হয়েছে মামলার বাদী এ বিষয়ে জানেন না। আবু সাঈদ হত্যাকাণ্ডের পর যে শিক্ষক প্রতিবাদ জানিয়েছেন তার বিরুদ্ধে মামলা এবং গ্রেপ্তার করা জুলাই চেতনার পরিপন্থি।
আদালত চত্বরে মাহমুদুল হকের স্ত্রী মাসুবা হাসান মুন বলেন, আমি আশা করেছিলাম, আজ তাকে সম্মানের সঙ্গে বাড়ি ফিরিয়ে নিতে পারব; কিন্তু আদালতের এই সিদ্ধান্ত আমাদের ভীষণ হতাশ করেছে। কোনো যুক্তি বা কথা শোনার আগেই জামিন শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে। এখন বিচার না পেলে আমরা কোথায় যাব, কার কাছে ন্যায় চাইব?
এইদিকে জামিন আবেদনের আগে ও পরে শিক্ষার্থীরা বিক্ষোভ করে।
এসময় জেলের তালা ভাঙবো মাহমুদুল স্যারকে আনব, মাহমুদুল স্যারের মুক্তি চাই দিতে হবে', 'জুলাই নিয়ে বাণিজ্য চলবে না চলে না, আমার স্যার জেলে কেনো জবাব চাই জবাব চাই ' ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
শিক্ষার্থীরা বলেন, মাহমুদুল স্যার নির্দোষ। তিনি জুলাই বিপ্লব আন্দোলনে আমাদের সঙ্গে ছিলেন। কিন্তু ষড়যন্ত্র করে তাকে মিথ্যা হত্যা মামলায় আসামি করা হয়েছে।
তারা আরও বলেন, মাহমুদুল স্যারকে যে হত্যা মামলার আসামি করা হয়েছে, সেটা ষড়যন্ত্রমূলক ও মিথ্যা। কোনো তদন্ত ছাড়াই স্যারের বিরুদ্ধে মামলা রেকর্ড করে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
বিক্ষোভ শেষে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার সোহাগ আগামীকাল পুলিশ কমিশনারের কার্যালয়, হাজিরহাট থানা ও ঢাকা রংপুর মহাসড়ক অবরোধের হুশিয়ারি দেন।
বিতর্কের মুখে বদলি করা হয়েছে হাজিরহাট থানার ওসি আব্দুল আল মামুন শাহকে। বদলির বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন।
রোববার (২২ জুন) মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী স্বাক্ষরিত একটি অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে। বদলি আদেশ থেকে জানা গেছে, হাজিরহাট থানার ওসিকে মহানগর ডিবির পরিদর্শক ও মহানগর ডিবির পরিদর্শক রাজিবুল ইসলামকে হাজিরহাটের ওসি হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে ছমেস উদ্দিন হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক মাহমুদুল হককে গ্রেপ্তার করে পুলিশ। তার গ্রেপ্তারের পর শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে প্রতিবাদ জানান। তারা অবিলম্বে মাহমুদুল হকের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
এদিকে দেশের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী ও মানবাধিকারকর্মীরা মাহমুদুল হককে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন। তারা এই গ্রেপ্তারকে গণতান্ত্রিক অধিকারের পরিপন্থি বলে উল্লেখ করেন এবং দ্রুত তাকে মুক্তি দেওয়ার আহ্বান জানান।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

দ্রুত ৩ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

নরসিংদীতে যুবদলকর্মীকে বৈষম্যবিরোধী হত্যা মামলা দেয়ার অভিযোগ

ঝিনাইদহের কোটচাঁদপুরে কারেন্ট জাল ও পলিথিন জব্দ

যুদ্ধবিরতি চাইলেও নেতানিয়াহুকে চাপ দিতে নারাজ ট্রাম্প, গাজা নিয়ে দ্বিমুখী নীতি যুক্তরাষ্ট্রের

পোশাক শিল্পের সার্বিক শ্রম পরিস্থিতি নিয়ে শ্রমিক ফেডারেশনগুলোর সঙ্গে বিজিএমইএ এর ধারাবাহিক মতবিনিময় সভা চলছে

স্ত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে স্বামীর আত্মহত্যা

তানজিদ ফিরলেন, খুনে মেজাজে পারভেজ

মতলব উত্তরে পাসের হার এসএসসিতে ৪৯.৬০

দূর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টাকে দূর্গত এলাকা সফর ও স্থায়ী ব্যবস্থা নেয়ার তাগিদ এবি পার্টির

তারেক রহমানের ১৭ বছরের সরকার পতনের আন্দোলনের ফলাফল ২৪ এর জুলাই বিপ্লব: কাজী শিপন

এসএসসিতে পরীক্ষায় ফেল অভিমানে হবিগঞ্জে এক কিশোরীর আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া জিপিএতে সেরা শহর, পাসের হারে গ্রামের বিদ্যালয়

জাতীয় স্বার্থে ১৯ জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘জাতীয় সমাবেশ': মাওলানা আবুল কালাম আজাদ

নিরাপত্তা খাতে যুক্তরাষ্ট্রকে আরও সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার

ক্ষমতার অপব্যবহারকারী আওয়ামী ফ্যাসিস্টরা কুকুরের চেয়েও খারাপ:স্নেহাংশু সরকার

ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

অনুমতি ছাড়া ঢাবির আওয়ামীপন্থী শিক্ষকদের বিবৃতিতে নাম, প্রতিবাদ

মামলা বাণিজ্য কারীদের’ দিয়ে জুলাই স্মরণ কর্মসূচি, ক্ষোভে আহত শিক্ষার্থীরা

নাঙ্গলকোটে এস এস সি পরীক্ষার ফলাফলে ইসলামপুর উচ্চ বিদ্যালয় থেকে একজনও পাস করেনি

বীরগঞ্জে প্রতিপক্ষের সন্ত্রাসীরা কোপালো কর্মচারীকে, থানায় মামলা দায়ের