স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করায় বন্ধুকে খুন
আমার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করায় বন্ধু রিপনকে এক্কেবারে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি স্যার। মাসুদ যখন ম্যাজিস্ট্রেটের কাছে এভাবে বলছিল তখন মাসুদের স্ত্রী রহিমা আক্তার প্রিয়া ম্যাজিস্ট্রেটকে বলে উঠেন, স্যার আমি রিপনের পা চেপে ধরেছি, আর মাসুদ বটি দা দিয়ে রিপনকে জবাই করেছে। স্বামী-স্ত্রীর অনর্গল স্বীকারোক্তি দেখে অবাক দৃষ্টিতে তাকাচ্ছিলেন দুই ম্যাজিস্ট্রেট।
এমন সময় মাসুদ ম্যাজিস্ট্রেটকে বলেন, আমরা প্রেম করে বিয়ে করেছি...