বান্দরবানে কেএনএফের এক শীর্ষ নেতা কে আটক করেছে সেনাবাহিনী
বান্দরবানে লোঙ্গা খুমী (৪০) নামে কেএনএফের এক শীর্ষ নেতা কে আটক করেছে সেনাবাহিনী। আজ ১৯ মে ২০২৩ বিকেলে সেনাবাহিনীর একটি চৌকস টহল দল গোপন অভিযান পরিচালনা করে জেলার রুমা বাজার থেকে তাকে আটক করে। লোঙ্গা খুমীর পিতা- ঙাচা খুমী, মাতা- আংলোচে খুমী, সা- খোলাইনপাড়া, রুমা, বান্দরবান।, বর্তমান সাং, রুমা গির্জা পাড়া, রুমা, বান্দরবান। পরে কেএনএফ এর এই শীর্ষ নেতাকে আটক...