সুলতান মাহমুদের ভারত অভিযান-৩

Daily Inqilab মুনশী আবদুল মাননান

২৮ এপ্রিল ২০২৩, ১১:১২ পিএম | আপডেট: ২৫ জুন ২০২৩, ০৮:১৪ পিএম


সুলতান মাহমুদ ভারতে ১৭ বার অভিযানে সময় নিয়েছেন ২৭ বছর। লাগাতার এত বছর অভিযান চালানো বিশ্ব ইতিহাসে বিরল। লক্ষ করার বিষয়, সুনির্দিষ্ট কারণ ছাড়া তিনি একটি অভিযানও চালাননি। প্রতিটা অভিযানের পেছনে আলাদা আলাদা কারণ আছে। কোনো কারণই অযৌক্তিক-অহেতুক নয়। কিছু ইতিহাস লেখক অভিযোগ করেছেন, ইসলাম প্রচার ও সম্পদ লুণ্ঠনই ছিল সুলতান মাহমুদের আসল লক্ষ্য। এ অভিযোগ সঠিক নয়। তিনি ইসলাম প্রচারের জন্য ভারতে আসেননি এবং ইসলাম প্রচারও করেননি। এর কোনো প্রমাণ নেই। ইসলাম প্রচার ও প্রসারের জন্য অধিকৃত এলাকায় মুসলিম শাসন প্রতিষ্ঠা অনুকূল অবস্থা বা পরিবেশ সৃষ্টি করে। কিন্তু সুলতান মাহমুদ পাঞ্জাব বাদে বিজিত আর কোনো এলাকা তার রাজ্যভুক্ত করেননি। ভারতে রাজত্ব বিস্তারে তার যে আগ্রহ ছিল না, এ থেকে সেটা বুঝতে অসুবিধা হয় না। সম্পদ লুণ্ঠনের প্রসঙ্গে বলা যায়, এটা তৎকালীন যুদ্ধনীতিতে বৈধ বলেই স্বীকৃত ছিল। বিজিত রাজ্যের ধনরতœ ও সম্পদের ওপর বিজয়ী রাজশক্তির অধিকার প্রতিষ্ঠিত হতো।
সুলতান মাহমুদের ভারত অভিযানের পেছনে ধর্মীয় মনোভাব মোটেই সক্রিয় ছিল না। লক্ষ করা গেছে, তিনি শুধু হিন্দু রাজাদের বিরুদ্ধেই অভিযান চালাননি, বিভ্রান্ত মুসলিম শাসকের বিরুদ্ধেও অভিযান চালিয়েছেন। মুক্তির বিনিময়ে তার কাছ থেকে অর্থও লাভ করেছেন। যেমন কোনো কোনো পরাজিত হিন্দু রাজাদের কাছ থেকেও অর্থ লাভ করেছেন। গজনীর নিরাপত্তাঝুঁকি দূর করা ছাড়া সুলতান মাহমুদের ভারত অভিযানের অন্য গুরুত্বপূর্ণ কারণটি ছিল রাজনৈতিক। সে সময় ধন-সম্পদ মন্দিরে গচ্ছিত রাখার রেওয়াজ ছিল। এমনকি জলদস্যুরাও মন্দিরে তাদের অর্থ জমা রাখত। এসব কারণে কোনো কোনো মন্দির রাজনৈতিক ক্ষেত্রে পরিণত হয়েছিল। ড. ঈশ্বরী প্রসাদ লিখেছেন, মাহমুদ ভারতে যে মন্দিরগুলো আক্রমণ করেছিলেন, সেগুলো বিপুল, বর্ণনাতীত ধন-রতেœ পূর্ণ ছিল এবং তাদের মধ্যে কয়েকটি ছিল রাজনৈতিক ক্রিয়াকলাপের কেন্দ্রস্থল। বলা বাহুল্য, কথিত রাজনৈতিক ক্রিয়াকলাপ বন্ধে কেন্দ্রগুলোতে হানা দেয়া সুলতান মাহমুদ জরুরি ও অপরিহার্য মনে করেছিলেন। নেহেরুর মতে, সুলতান মাহমুদ যা করেছেন, তিনি মুসলমান না হয়ে অন্য কোনো ধর্মাবলম্বী হলেও তাই করতেন।

সুলতান মাহমুদের বিরুদ্ধে আরো একটি অভিযোগ, তিনি নির্বিচারে হিন্দু হত্যা করেছেন এবং ভারত থেকে দাস হিসেবে বহু লোককে নিয়ে গেছেন। এ অভিযোগের সত্যতা নিয়েও প্রশ্ন আছে। তৎকালীন বিশ্বে বিজিত রাজ্যে হত্যা ও ধ্বংসের তা-ব করে ভীতি-ত্রাস সৃষ্টি করা অস্বাভাবিক ছিল না। কিন্তু সুলতান মাহমুদ সেটা করার চেষ্টা করেননি। যুদ্ধকালে প্রতিপক্ষ হত্যায় দোষ ধরা হয় না। এসএলফিন স্টোন বলেছেন, এ রকম ঘটনা কোথাও দেখা যায়নি যে, যুদ্ধ ব্যতীত কোথাও কোনো হিন্দুকে তিনি প্রাণদ- দিয়েছেন। এটাও বিশেষভাবে লক্ষ্যযোগ্য, যুদ্ধে পরাজিত রাজা বা প্রতিপক্ষকে হত্যা করা সেকালে বিরল কোনো ঘটনা ছিল না। অথচ, সুলতান মাহমুদ তার একজন প্রতিপক্ষ রাজাকেও হত্যা করেননি, মৃত্যুদ- দেননি। আনুগত্য স্বীকার, সন্ধি, কর প্রদানের প্রতিশ্রুতি, উপঢৌকন প্রদান ইত্যাদির বিনিময়ে তারা মুক্তি পেয়েছেন। রাজা হিসেবে তাদের ক্ষমতাও বহাল থেকেছে।

মথুরা, বৃন্দাবন প্রভৃতি ধর্মীয় স্থান এবং সোমনাথ মন্দিরে অভিযান, মন্দির ভাঙচুর, বিগ্রহের ক্ষতিসাধনের যে অভিযোগ কতিপয় ভারতীয় ও ব্রিটিশ ইতিহাস লেখক এবং রাজনীতিক করেছেন, তাতে মুসলিম বিদ্বেষ যতটা প্রধান, বাস্তব অবস্থা ও সত্যতা ততটা পরিস্ফুুট নয়। মন্দির যখন যুদ্ধ ক্ষেত্রে পরিণত হয়, অর্থভা-ার হিসেবে আকর্ষণীয় হয়, তখন ভাঙচুর ও বিগ্রহের ক্ষতিসাধন অসম্ভব নয়। ঐতিহাসিক ফিরিশতাসহ বিভিন্ন ইতিহাসবেত্তা লিখেছেন, বিগ্রহের পেটে সোনাদানা, অলঙ্কার লুকিয়ে রাখা হতো, যার ফলে বিগ্রহের ভাঙচুর ও ক্ষতিসাধন হওয়া স্বাভাবিক। (চলবে)


বিভাগ : বিশেষ প্রতিবেদন


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

মিয়ানমার থেকে ফিরেছেন ১৭৩ বাংলাদেশি

মিয়ানমার থেকে ফিরেছেন ১৭৩ বাংলাদেশি

বাঘাবাড়ীর ৬টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রই বন্ধ !

বাঘাবাড়ীর ৬টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রই বন্ধ !

আপিল বিভাগে তিন বিচারপতি নিয়োগ

আপিল বিভাগে তিন বিচারপতি নিয়োগ

সোনার দাম আরও কমলো

সোনার দাম আরও কমলো

নতুন কারিকুলাম, এসএসসিতে থাকছে ৫০ শতাংশ লিখিত পরীক্ষা

নতুন কারিকুলাম, এসএসসিতে থাকছে ৫০ শতাংশ লিখিত পরীক্ষা

সাবমেরিন ক্যাবল বিচ্ছিন্ন, ৫ দিন ধরে ইন্টারনেটে ধীরগতি

সাবমেরিন ক্যাবল বিচ্ছিন্ন, ৫ দিন ধরে ইন্টারনেটে ধীরগতি

নারায়ণগঞ্জে বৃষ্টির জন্য নামাজ আদায়

নারায়ণগঞ্জে বৃষ্টির জন্য নামাজ আদায়

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হার্নান ক্রেসপোর দল

এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হার্নান ক্রেসপোর দল

মিয়ানমার সংঘাত থেকে আবার টেকনাফে এসে পড়ল গুলি

মিয়ানমার সংঘাত থেকে আবার টেকনাফে এসে পড়ল গুলি

ফরিদপুরের মধুখালীতে বিজিবি মোতায়েন

ফরিদপুরের মধুখালীতে বিজিবি মোতায়েন

বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ ও মোনাজাত

বৃষ্টির জন্য ইস্তিসকার নামাজ ও মোনাজাত

শাহজাদপুরে তীব্র গরমে জনজীবন বিপর্যস্থ !

শাহজাদপুরে তীব্র গরমে জনজীবন বিপর্যস্থ !

জিম্বাবুয়ে দলে প্রথমবার জোনাথন ক্যাম্ববেল

জিম্বাবুয়ে দলে প্রথমবার জোনাথন ক্যাম্ববেল

বিশ^নাথে মেয়র মুহিবসহ ১০জনের বিরুদ্ধে মামলা : গ্রেফতার হয়নি কেউ

বিশ^নাথে মেয়র মুহিবসহ ১০জনের বিরুদ্ধে মামলা : গ্রেফতার হয়নি কেউ

ধামরাইয়ে বৃষ্টির জন্য নামাজের পর দাঁড়িয়ে কাঁদলেন মুসুল্লিরা

ধামরাইয়ে বৃষ্টির জন্য নামাজের পর দাঁড়িয়ে কাঁদলেন মুসুল্লিরা

হেরেও ফাইনালে জুভেন্টাস

হেরেও ফাইনালে জুভেন্টাস

পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় নিহত-২

পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় নিহত-২

এলএ গ্যালাক্সিতে যোগ দিচ্ছেন জিরুদ

এলএ গ্যালাক্সিতে যোগ দিচ্ছেন জিরুদ

মোংলায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ

মোংলায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ

ইসতিসকার নামাজের অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন

ইসতিসকার নামাজের অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন