সাবেক চেয়ারম্যানসহ ৫ জনের বিরুদ্ধে দুদকে অভিযোগ
১২ মে ২০২৫, ১২:০৮ এএম | আপডেট: ১২ মে ২০২৫, ১২:০৮ এএম

ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও সুশাসন প্রতিষ্ঠায় দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিয়েছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড। ব্যাংকের অভ্যন্তরীণ তদন্তে চুক্তিবহির্ভূত এক বিনিয়োগে অনিয়মের প্রমাণ মেলায়, সাবেক চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচজন কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দাখিল করেছে ব্যাংক কর্তৃপক্ষ।
ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেপুটি অ্যান্টি মানিলন্ডারিং কমপ্লায়েন্স অফিসার খোরশেদ আলম চৌধুরীর স্বাক্ষরিত অভিযোগপত্রে বলা হয়, ২০১৮ সালের ১ অক্টোবর ‘ইএম পাওয়ার লিমিটেড’ নামে একটি অখ্যাত ও তালিকাবহির্ভূত প্রতিষ্ঠানের সঙ্গে প্রাথমিক গণপ্রস্তাব (প্রি-আইপিও) শেয়ার ক্রয়ের একটি চুক্তি হয়। এই চুক্তি ব্যাংকের পরিচালনা পরিষদের অনুমোদন ছাড়াই সম্পাদিত হয়, যা তৎকালীন চেয়ারম্যান আলমগীর কবিরের মৌখিক নির্দেশে এবং ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেনের প্রত্যক্ষ সহযোগিতায় হয়। এতে ইনভেস্টমেন্ট ডিভিশনের সিনিয়র কর্মকর্তা জেসমিন সুলতানাও যুক্ত ছিলেন।
চুক্তির আওতায় প্রতি শেয়ারে ১৫ টাকা করে মোট দেড় লাখ শেয়ার কেনা হয়, যার মধ্যে ১০ টাকা অভিহিত মূল্য এবং ৫ টাকা প্রিমিয়াম ছিল। ২০১৮ সালের ১৪ অক্টোবর দুটি পে-অর্ডারের মাধ্যমে ২২ কোটি ৫০ লাখ টাকা ইএম পাওয়ার লিমিটেডের ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়। কিন্তু সাত দিনের মধ্যে এই অর্থ ৯টি পৃথক চেকের মাধ্যমে অজ্ঞাত ব্যক্তি ও প্রতিষ্ঠানের হিসাবে স্থানান্তর করা হয়, যার কোনো তথ্য ব্যাংকের রেকর্ডে নেই।
চুক্তির শর্ত অনুযায়ী, কোম্পানিটির পুঁজিবাজারে তালিকাভুক্তির আগেই ব্যাংককে বার্ষিক ১০ শতাংশ হারে লভ্যাংশ দেওয়ার বাধ্যবাধকতা ছিল। কিন্তু ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত কোনো লভ্যাংশ দেওয়া হয়নি, এমনকি তালিকাভুক্তির কোনো উদ্যোগও নেওয়া হয়নি। পরবর্তীতে ২০২৩ সালের ৩১ আগস্ট থেকে ২০২৪ সালের ২২ ফেব্রুয়ারির মধ্যে ১৩টি চেক ও পে-অর্ডারের মাধ্যমে মূল বিনিয়োগকৃত অর্থ ফেরত এলেও নির্ধারিত ৭ কোটি ৫০ লাখ টাকা লভ্যাংশ ফেরত আসেনি।
২০২৫ সালের ১০ মার্চ ব্যাংকের অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ তদন্ত প্রতিবেদন জমা দেয়, যেখানে বলা হয়-এই বিনিয়োগের ক্ষেত্রে পরিচালনা পরিষদের অনুমোদন ছিল না, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) পূর্বানুমতি ছাড়াই প্রি-আইপিও শেয়ার কেনা হয়েছে এবং কোম্পানির সিআইবি রিপোর্ট, অডিটেড আর্থিক প্রতিবেদন বা প্রসপেক্টাস যাচাই করা হয়নি। এমনকি চুক্তিতে প্রতিষ্ঠানটির পক্ষে স্বাক্ষরকারী মো. আনসার উদ্দিনের পরিচয় যাচাইও করা হয়নি।
অভিযোগপত্রে আরও উল্লেখ রয়েছে, ইএম পাওয়ার লিমিটেড বিএসইসির কাছে আইপিও অনুমোদনের জন্য কোনো আবেদন করেনি এবং চুক্তির শর্ত ভঙ্গ করে ব্যক্তিস্বার্থে অর্থ আত্মসাত করেছে। ব্যাংক কর্তৃপক্ষের মতে, এটি একটি পূর্বপরিকল্পিত প্রতারণা ও আত্মসাতের ঘটনা, যেখানে সংশ্লিষ্ট কর্মকর্তারা যোগসাজশে রাষ্ট্রীয় অর্থের অপব্যবহার করেছেন।
যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা হলেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও বর্তমান পরিচালক আলমগীর কবির, সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন, ইনভেস্টমেন্ট ডিভিশনের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জেসমিন সুলতানা, ইএম পাওয়ার লিমিটেডের প্রতিনিধি মো. আনসার উদ্দিন এবং সংশ্লিষ্ট আরও কয়েকজন ব্যক্তি। এছাড়া, সাবেক চেয়ারম্যান আলমগীর কবিরের রাজনৈতিক প্রভাবকেও এই দুর্নীতির পেছনে অন্যতম কারণ হিসেবে দেখছেন অনেকে। আওয়ামী লীগের ঘনিষ্ঠ এই সাবেক চেয়ারম্যান বিগত সরকারের সময় রাজনৈতিক পরিচয় ব্যবহার করে ব্যাংকের অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় প্রভাব বিস্তার করেন। একাধিক সূত্রে জানা গেছে, ক্ষমতাসীন মহলের ছত্রচ্ছায়ায় তিনি নানামুখী সিদ্ধান্ত চাপিয়ে দেন, যা সুশাসনের পরিবর্তে অনিয়মকেই উৎসাহিত করেছে।
এ প্রসঙ্গে ব্যাংকটির এক বিবৃতিতে জানানো হয়, আমরা গ্রাহকের অর্থ ও আস্থা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী হয়ে আমরা নিজেরাই যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছি। আশা করি, আইন প্রয়োগকারী সংস্থা বিষয়টি যথাযথভাবে বিবেচনা করবে।
আর্থিখখাত সংশ্লিষ্টরা বলছেন, ব্যাংকটির এই পদক্ষেপ অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থার দৃঢ়তা ও স্বচ্ছতা প্রতিষ্ঠার দৃষ্টান্ত। একইসঙ্গে অন্যান্য ব্যাংকের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা-অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিছপা হওয়া যাবে না। জানা গেছে, ভবিষ্যতে এমন অনিয়ম ঠেকাতে সাউথইস্ট ব্যাংক নতুন বিনিয়োগ নীতিমালা প্রণয়নের কাজও শুরু করেছে।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

অর্থনীতিতে কালো মেঘ

ড. দেবাশীষ পাল বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন-এর সদস্য (ভৌত বিজ্ঞান) নিযুক্ত

অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান ও জরিমানা

জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সংস্কার হতে হবে : রাশেদ প্রধান

পুলিশকে ছুরিকাঘাত করা ও হত্যাসহ ১২ মামলার আসামি তানভীর আটক

ঢাবি’র অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. আজহারুল ইসলামের মৃত্যুতে ভিসি’র শোক প্রকাশ

৫ আগস্টের পর ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তন এসেছে : এ্যানি

সোনারগাঁও পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের পদত্যাগ

অধ্যাদেশ বাতিলের দাবিতে ছুটির দিনেও প্রতিবাদ সমাবেশ

আদাবর ও মোহাম্মদপুরে ডাকাতি-ছিনতাইসহ কিশোর গ্যাংয়ের ২৭ জন গ্রেফতার

ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৯, আহত ১৫

আগামীকাল ইসিতে নিবন্ধনের আবেদন জমা দেবে এনসিপি

ভারতীয় নীতিনির্ধারকরা আ.লীগকে পুনর্বাসনে ষড়যন্ত্র করছে : রিজভী

এক লাখ ৮ হাজার বাংলাদেশি ২০২৪ সালেই বিদেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন

অন্তর্বর্তী সরকার একটি বিভাগের প্রতি পক্ষপাতদুষ্ট : সারজিস আলম

নয় বছরেও অধরা তনু হত্যাকাণ্ডে জড়িতরা

যুক্তরাষ্ট্রে অর্থ পাচারের দায়ে ভারতীয় শিক্ষার্থীর ৫ বছর কারাদণ্ড

খালেদা জিয়ার সঙ্গে বিদায়ী জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সিরাজগঞ্জ-৩ আসন : নির্বাচনী প্রচারণা শুরু করলেন বিএনপির মনোনয়নপ্রত্যাশীরা

বিএনপির কাছে নিজেদের দলের লোকই নিরাপদ নয় -রংপুরে সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম