জলবায়ু বরাদ্দ জিডিপির মাত্র ০.৬৭%; অগ্রহণযোগ্য এবং অপর্যাপ্ত
০৪ জুন ২০২৫, ০৭:২২ পিএম | আপডেট: ০৪ জুন ২০২৫, ০৭:২২ পিএম

প্রস্তাবিত জতাীয় বাজেটে জলবায়ু সংশ্লিষ্ট ২৫টি মন্ত্রণালয়সমূহের বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ৪১ লাখ ২ হাজার ৮শত ৯৭ দশমিক কোটি টাকা, যা মোট বরাদ্দের ১০.০৭% এবং জিডিপির ০.৬৭% যা চলতি অর্থ বছরে মোট জিডিপ’র ০.৭৫% ছিলো।, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় গৃহীত দীর্ঘমেয়াদী পরিকল্পনার পদক্ষেপ বাস্তবায়নে যে বাজেট বরাদ্দের প্রয়োজন, বাৎসরিক বাজেটে তার কোনো প্রতিফলনই নেই, বাজেট তো বাড়েইনি উল্টো হ্রাস পেয়েছে। এই জলবায়ু বরাদ্দ সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য, অপর্যাপ্ত এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করবে।
টেকসই অর্থনৈতিক উন্নয়নের প্রাসঙ্গিকতা এবং চলমান জলবায়ু ঝুঁকির কথা বিবেচনা করে, নিজস্ব সম্পদের উপর ভিত্তি করে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া উচিত এবং জাতীয় বাজেটে জলবায়ু অর্থায়নের জন্য জিডিপির ন্যূনতম ৩% বরাদ্দ পুনর্বিবেচনা করা উচিত। এবং বাজেট ঘাটতি পূরণে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনার উদ্যোগ নিতে হবে এবং পরোক্ষ করের নামে সাধারন জনগণের উপর করের বোঝা না চাপিয়ে কর্পোরেট কর বৃদ্ধির উদ্যেগ নিতে হবে।
আজ ঢাকায় ইকনমিক রিপোর্টার্স ফোরামে ইক্যুইটিবিডি, বিডিসিএসও-প্রসেস, কোস্টফাউন্ডেশন, ইয়ুথ অ্যাকশন নেটওয়ার্ক, ওয়াটার কিপার্স বাংলাদেশ, সুন্দরবন সুরক্ষা আন্দোলন, এসডিআই, উদয়ন এবং বাংলাদেশ ক্লাইমেট জার্নালিস্ট ফোরাম আয়োজিত "জাতীয় বাজেট-২০২৫-২৬; জলবায়ু বরাদ্দ এবং নাগরিক সমাজের প্রেক্ষিত" শীর্ষক এক সংবাদ সম্মেলনে বক্তারা এ কথা বলেন। কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব রেজাউল করিম চৌধুরী এই সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন, ওয়াটার কিপার্স বাংলাদেশের প্রধান নির্বাহী জনাব শরীফ জামিল, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্টস ফোরাম (বিসিজেএফ) এর সভাপতি জনাব কাউসার রহমান, সুন্দরবন সুরক্ষা কমিটির সমন্বয়কারী জনাব নিখিল চন্দ্র ভদ্র, পরিবেশ সাংবাদিক ফোরামের সচিব জনাব মোতাহার হোসেন, ইক্যুইটিবিডি থেকে জনাব ওমর ফারুক ভূঁইয়া এবং জনাব আহসানুল করিম বাবর। বিডিসিএসও প্রসেসের সমন্বয়কারী জনাব মোস্তফা কামাল আকন্দ, ইয়ুথ অ্যাকশন ফর ডেভেলপমেন্টের সভাপতি জনাব মোন্তাহের আরাফাত এবং অন্যান্যরা বক্তব্য রাখেন। কোস্ট ফাউন্ডেশনের জলবায়ু পরিবর্তন বিভাগের প্রধান জনাব এম.এ. হাসান মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
এম রেজাউল করিম চৌধুরী প্রাকৃতিক দুর্যোগের মাত্রা ও তীব্রতা উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকার উপর সরাসরি প্রভাবের বিষয়ে উল্লেখ করে জলবায়ু বাজেট বরাদ্দ পুনর্বিবেচনা করার দাবি করেন, তিনি বলেন, উপকূলের এমন কোন জায়গা নেই যেখানে জলবায়ু পরিবর্তনের প্রভাব পড়েনি, উপকূলর মানুষের সুরক্ষায় পাথরেরবাধনির্মাণকরতেহবে, সুপেয় পানির সংকট দূরীকরণে অগ্রাধিকার বরাদ্দ দিতে হবে। তিনি বলেন বাজেট হতে হবে জনমূখী এবং যুগ-উপযোগী।
শরীফ জামিল বলেন, জলবায়ু পরিবর্তন একটি বর্তমান সংকট, ভবিষ্যতের নয়। তিনি জলবায়ু এবং মাটি ব্যবস্থাপনা, বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল এবং পাকিস্তানের সাথে আন্তঃসীমান্ত নদী শাসন এবং মেগা প্রকল্পগুলির পরিবেশগত পুনর্মূল্যায়ন সম্পর্কে আরো গভীর মনযোগ দেয়ার আহ্বান জানান।তিনি ১৯৯৭ সালের জাতিসংঘের পানিপথ কনভেনশন অনুমোদনের জন্য বাংলাদেশের পক্ষে সমর্থন জানান, যা পূর্বে উপেক্ষিত ছিল। তিনি জোর দিয়ে বলেন যে দীর্ঘমেয়াদী স্থিতিস্থাপকতার জন্য বিশ্বব্যাপী পানি শাসন কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কাওসার রহমান বলেন যে বাজেট হয়েছে মূলত আইএমএফ-চালিত মডেল অনুসরণ করে, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বনির্ভরতাকে উপেক্ষা করে। তিনি ১৫% পর্যন্ত ভ্যাট বৃদ্ধির তীব্র সমালোচনা করেন, যা মধ্যম ও নিম্ন আয়ের মানুষকে তীব্রভাবে প্রভাবিত করবে এবং অতিরিক্ত সরকারি ঋণের কারণে ব্যাংকিং খাতে দুর্বল হতে পারে বলেও তিনি সতর্ক করেন।
আহসানুল করিম বাবর, অর্থ পাচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ২৮০,০০০ কোটি টাকারও বেশি অর্থ পাচার করা হয়েছে। তিনি অর্থ পাচার প্রতিরোধ আইনের পূর্ণ বাস্তবায়ন, ৭টি বাধ্যতামূলক সংস্থার মধ্যে সমন্বয় এবং সম্পদ পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানান।
মোতাহার হোসেন জলবায়ু অর্থায়নের অতীত অভিজ্ঞতারে অলোকে স্বচ্ছতা, জবাবদিহতার উপর জোড় দিয়ে বলেন বরাদ্দ যতটুকু হচ্ছে সেটাও প্রকৃতভাবে খরচ হয়না, আমাদের মনিটরিং ব্যবস্থা জোড়দার করতে হবে। নিখিল চন্দ্র ভদ্র বলেন, বাগেরহাট, খুলনা এবং সাতক্ষীরায় ৯৬১ কোটি টাকার পানি সংরক্ষণ উদ্যোগ সহ গুরুত্বপূর্ণ উপকূলীয় এলাকার অনেক প্রকল্প স্থগিত হয়ে আছে, এগুরেঅ চাল করার আহবান জানান।তিনি ঝুঁকিপূর্ণ উপকূলীয় অঞ্চলগুলিকে অগ্রাধিকার দিয়ে জেলাভিত্তিক বাজেট বরাদ্দেরও আহ্বান জানান। মোন্তাহার আরাফাত যুবসমাজের অংশগ্রহণ এবং দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং স্থানীয় দুর্বলতা এবং চাহিদা বিবেচনা করে বরাদ্দ করার প্রতি আহবান জানান।
ওমর ফারুক ভূঁইয়া, রাজস্ব উৎসের প্রায় ৮০% পরোক্ষ করের উপর অত্যধিক নির্ভরতা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন। তিনি সতর্ক করে বলেন যে, এই ধরনের কর কাঠামো বৈষম্য,মুদ্রস্ফীতি এবং দারিদ্র্যকে আরও বাড়িয়ে তোলবে, গবেষণার উদ্ধৃতি দিয়ে দেখা গেছে যে পরোক্ষ করের ১% বৃদ্ধি দারিদ্র্যকে ০.৪২% বাড়িয়ে দিতে পারে। তিনি স্টেকহোল্ডারদের পরামর্শ ছাড়াই প্রণীত এনবিআর সংস্কার প্রক্রিয়ারও সমালোচনা করেন।
এম. এ. হাসান তার মূল বক্তব্য উপস্থাপনায় বলেন, আর্থ-সামাজিক বৈষম্য টেকসই অর্থনীতির প্রতিফলন হতে পারেনা। ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু-সম্পর্কিত মন্ত্রণালয়গুলোর বরাদ্দ জিডিপির ০.৬৭%, যেখানে দীর্ঘমেয়াদী জলবায়ু পরিকল্পনা বাস্তবায়নের বার্ষিক ১৯ বিলিয়ন ডলারের প্রয়োজনীয়তার বিপরীতে এই বরাদ্দ অগ্রহণযোগ্য এবং অপর্যাপ্ত। তিনি জাতীয় বাজেটে জলবায়ু অর্থায়নের জন্য জিডিপির ন্যূনতম ৩% বরাদ্দ পুনর্বিবেচনার আহ্বান জানান।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

নকল ব্রান্ডের সিগারেট ও মূল্য তালিকা না থাকায় জরিমানা

ইউক্রেনে ফের অস্ত্র পাঠানোর ঘোষণা, ডিগবাজী ট্রাম্পের

কঠিন লক্ষ্যে শুরুতেই বাংলাদেশের হোঁচট

অর্ধদিন জনভোগান্তি, প্রশাসনের আশ্বাসে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ব্যবসায়ী পাপ্পু সরকারকে বহিষ্কারে সমালোচনার ঝড়ঃ গাজীপুরে বিএনপির বহিষ্কৃত ৪ নেতার মধ্যে ২ নেতা গ্রেফতার

১১ মাসে গণহত্যার বিচার দৃশ্যমান হয়নি: জাগপা

কুষ্টিয়ার দৌলতপুরে তারাগুনিয়া ক্লিনিকে ফের সিজারিয়ান রোগীর মৃত্যু

মির্জাপুরে জুলাই অভ্যুত্থানে দুচোখ হারানো হিমেল পেল সাড়ে তিন লাখ টাকা

গফরগাঁওয়ে ১৫দিন ব্যাপী সেলাই প্রশিক্ষনের সমাপনী অনুষ্ঠান

কিশোরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে, প্রকাশ্যে মারধর করে হত্যা করা হলো ভ্যানচালককে

শেখ হাসিনার বিচারের দাবী নিয়ে দেশব্যাপি লিফলেট বিতরণ

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ শিক্ষার্থীর চিকিৎসা খরচ বহন করবেন নজরুল বিশ্ববিদ্যালয় কর্মচারী

হরিরামপুরে আম বাগানের ভিটা থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিগত নির্বাচনে পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে: সিইসি

কমলগঞ্জে সাংবাদিকদের সাথে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময়

সুন্দরগঞ্জে জমির দখলস্বত্ব বুঝে দিতে গিয়ে বিবাদির বাধায় ব্যর্থ হয়ে ফিরে গেল আদালতের কর্মচারীরা

শেরপুরে স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবি বাস্তবায়নে অবস্থান কর্মসূচি পালিত

আসন্ন পূর্ণিমার কোটালে ভর করে লঘুচাপের প্রভাবে অব্যাহত আষাঢ়ী বর্ষণে বরিশালে স্বাভাবিক জনজীবন মারাত্মক বিপর্যস্ত

আশুলিয়ার বাইপাইল মহাসড়ক যেন মৃত্যুফাদ, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা

প্রতিরক্ষা সচিবের ছবি ও দাপ্তরিক পরিচয় ব্যবহার করে প্রতারণা