রাইস কুকার-গ্যাস স্টোভ উৎপাদনে শতভাগ কর অব্যাহতি
১২ জুন ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ১২ জুন ২০২৫, ১২:০৪ এএম

দেশে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতে উৎপাদন ও রপ্তানি ক্রমেই বাড়ছে। মেইড ইন বাংলাদেশ ট্যাগযুক্ত পণ্য কেবল দেশেই নয়, পাড়ি জমাচ্ছে বিদেশেও। হোম অ্যাপ্লায়েন্সের পণ্যে বিনিয়োগ আকর্ষণ ও বাজার সম্প্রসারণে ২০২১ সালে উৎপাদন পর্যায়ে শর্ত সাপেক্ষে শতভাগ কর অব্যাহতি দেয় সরকার। এবার এই তালিকায়যুক্ত হয়েছে রাইস কুকার ও গ্যাস স্টোভ।
অ্যাপ্লায়েন্স পণ্যে হিসাবে ওই দুই পণ্যে শতভাগ কর অব্যাহতি সুবিধা দেওয়া হয়েছে, যা ২০৩০ সাল পর্যন্ত চলবে। সম্প্রতি প্রজ্ঞাপন সংশোধন করে ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, মাইক্রোওয়েভ ওভেন, ইলেক্ট্রিক সেলাই মেশিন, ইন্ডাকশন কুকার, কিচেনহুড ও কিচেন নাইভসের পাশাপাশি রাইস কুকার ও গ্যাস স্টোভ অব্যাহতির তালিকায় যুক্ত করা হয়। যা আগামী ১ জুলাই থেকে যা কার্যকর হবে বলে জানা গেছে।
এনবিআর সূত্র বলছে, দেশীয় উৎপাদনকারী ও দেশে বিনিয়োগ উৎসাহ দিতে ২০২১ সালে হাউসহোল্ড বা গৃহস্থালি পণ্য উৎপাদনে ১০ বছরের জন্য শতভাগ কর অব্যাহতি দেয় এনবিআর। ওই বছরের ৩ জুন প্রজ্ঞাপন জারি করা হয়। এতে, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, মাইক্রোওয়েভ ওভেন, ইলেক্ট্রিক সেলাই মেশিন, ইন্ডাকশন কুকার, কিচেনহুড ও কিচেন নাইভস উৎপাদন হতে অর্জিত আয়ের উপর আয়কর অধ্যাদেশ, ১৯৮৪ অনুযায়ী শর্তা সাপেক্ষে ১০ বছরের জন্য সম্পূর্ণ কর অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতির ক্ষেত্রে পাঁচটি শর্ত দেওয়া রয়েছে।
শর্তের মধ্যে রয়েছে-উৎপাদনকারী প্রতিষ্ঠানকে কোম্পানি আইন, ১৯৯৪ এর ১৮ ধারার অধীন নিবন্ধিত হতে হবে এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কর্তৃক নিবন্ধিত হতে হবে।
দ্বিতীয়ত, উৎপাদনকারী প্রতিষ্ঠানকে আবশ্যিকভাবে তার নিজস্ব কারখানায় অন্যূন ৩০ শতাংশ মূল্য সংযোজন করতে হবে।
তৃতীয়ত, এই প্রজ্ঞাপনের অধীন অনুমোদিত প্রতিষ্ঠানকে আয়কর অধ্যাদেশের বিধানাবলি পরিপালন করতে হবে।
চতুর্থত, এই প্রজ্ঞাপন অনুযায়ী পণ্য উৎপাদন হতে অর্জিত আয় ব্যতিরেকে অন্যান্য সকল প্রকার আয়ের ক্ষেত্রে এই প্রজ্ঞাপনের সুবিধা প্রযোজ্য হবে না।
পঞ্চমত, এসব শর্তাবলির পরিপালন এবং তফসিল অনুযায়ী অনুমোদন সাপেক্ষে ২০২১ সালের ১ জুলাই হতে ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, মাইক্রোওয়েভ ওভেন, ইলেক্ট্রিক সেলাই মেশিন, ইন্ডাকশন কুকার, কিচেনহুড এবং কিচেন নাইভস-এ সকল পণ্যের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে এমন কোম্পানি এই প্রজ্ঞাপনের সুবিধা প্রাপ্য হবে।
তফসিল অনুযায়ী, প্রজ্ঞাপনে উল্লিখিত অব্যাহতির সুযোগ গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট উৎপাদনকারী প্রতিষ্ঠানকে এই প্রজ্ঞাপনে উল্লিখিত শর্তাবলি পরিপালন করার হবে মর্মে নন-জুডিসিয়াল স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদানপূর্বক আনুষঙ্গিক দলিলাদিসহ এনবিআরে আবেদন করতে হবে। এছাড়া কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নির্দিষ্ট আবেদন ফর্মের স্থানে প্রত্যয়ন এবং সই করে দুই কপি এনবিআরে দাখিল করতে হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোম্পানির আবেদনের প্রেক্ষিতে একটি অনুসন্ধান কমিটি গঠন করা হবে। সেই কমিটি কোম্পানির সব তথ্য যাচাই ও পরিদর্শন করে প্রতিবেদন দেবেন। সেই প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠানকে কর অব্যাহতি দেওয়া হবে।
কমিটির আহ্বায়ক হবেন এনবিআরের প্রথম সচিব (করনীতি), সদস্য সচিব দ্বিতীয় সচিব (কর আইন-১)। এছাড়া সংশ্লিষ্ট উপকর কমিশনার ও যেকোনো প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের একজন প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন। তবে প্রজ্ঞাপন সংশোধনের মাধ্যমে কমিটিতেও সংশোধন আনা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হবে প্রথম সচিব (কর আপীল ও অব্যাহতি) ও সদস্য সচিব দ্বিতীয় সচিব (কর অব্যাহতি)। তবে সদস্য পদে পরিবর্তন আনা হয়নি।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিক্স পণ্য রপ্তানি তালিকায় রয়েছে রেফ্রিজারেটর, ফ্রিজার, এলইডি টেলিভিশন, এয়ার কন্ডিশনার, ওয়াশিং মেশিন, ব্লেন্ডার, রাইসকুকার, গ্যাস স্টোভ, ইন্ডাকশন কুকার, ফ্যান, হট প্লেট, রেফ্রিজারেটর কম্প্রেসর ও কম্প্রেসরর তৈরির যন্ত্রাংশ। খাত সংশ্লিষ্টদের মতে, সরকারের কাছ থেকে রপ্তানি প্রণোদনা ও অন্যান্য নীতি সহায়তা পেলে দেশীয় ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ পোশাক শিল্পের মতো আরেকটি বড় রপ্তানি খাত হয়ে উঠার সম্ভাবনা রয়েছে।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট আবারও গ্রেপ্তার

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ছয়জনের করুণ মৃত্যু

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র আলোচনায় যুক্তি-তর্ক উপস্থাপন

প্রকাশ্য দিবালোকে ইউক্রেনের গোয়েন্দা কর্মকর্তাকে গুলি করে হত্যা

সাভার ইউএনও'র ব্যতিক্রমী উদ্যোগ, একদিনে ১ লাখ গাছের চারা রোপণ

সিরাজদিখানে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ব্যক্তি নিহত

ট্রাম্পকে হত্যাচেষ্টায় নিরাপত্তা ব্যর্থতায় ৬ গোয়েন্দা কর্মকর্তাকে বরখাস্ত

জলকেলিতে মত্ত হাসনাত-সারজিসরা, স্যোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

ফৌজদারি কার্যবিধি সংশোধন করে নতুন অধ্যাদেশ জারি করলেন রাষ্ট্রপতি

গাজায় বিস্ফোরণে আরও এক ইসরায়েলি সেনা নিহত

ঢাকা-সিলেট মহাসড়কে ২০ কিলোমিটার যানজট

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ মামলা খালিলের

ভরা বর্ষা মৌসুমে খরায় পুড়ছে পঞ্চগড়

চীন সফরে জামায়াতের ৮ সদস্যের প্রতিনিধি দল

জমজম ও আতরের ছোঁয়ায় কাবা শরীফ ধৌতকরণ

যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে শতফুট উচ্চতার সুনামি!

গ্যাস সংকট: ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ

গায়ানার বিপক্ষে রংপুরের জয়ে নায়ক খালেদ

কিয়েভে ফের রাশিয়ার ড্রোন হামলা, নিহত দুই

মা-বাবা ক্রিমিনাল, ইংলিশ মিডিয়ামে পড়া মেয়ের মামলা