অনলাইন স্পেয়ার প্ল্যাটফর্ম ই-দুকান চালু করল নিটল
টাটা মটরস এবং নিটল মটরস লিমিটেড যৌথভাবে বাংলাদেশে অনলাইন স্পেয়ার প্লাটফর্ম ‘ই-দুকান’ চালু করেছে। সারাদেশে টাটা মটরসের জেনুইন পার্টসের প্রয়োজনীয়তা পূরণ করতে রোববার (৯ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এই অনলাইন প্লাটফর্ম চালুর ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি।
ওয়ান-স্টপ সেবা হিসেবে নতুন এই অনলাইন প্লাটফর্ম চালু করা হয়েছে।
ই-দুকান গাড়ির মালিকদের টাটা জেনুইন পার্টসের দ্রুত এবং সহজে ক্রয়ের সুবিধা দেয়, ফলে গাড়ির আপটাইম বেড়ে যায় এবং ব্যবসায়...