জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসকে স্বাগত
১৪ মার্চ ২০২৫, ১২:৩১ এএম | আপডেট: ১৪ মার্চ ২০২৫, ১২:৩১ এএম

জাতিসংঘের মহাসচিব এন্তোনিও গুতেরেস চারদিনের সফরে গতকাল বিকেলে ঢাকায় এসেছেন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে তিনি এই সফর করছেন। জুলাই-আগস্ট বিপ্লবোত্তর বাংলাদেশে জাতিসংঘ মহাসচিবের এই সফর নানা কারণে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যবহ। আপাতদৃষ্টে মূলত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও রোহিঙ্গা বিষয়ক সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে জাতিসংঘ মহাসচিব এই সফর করছেন বলে বলা হলেও পরিবর্তিত বাংলাদেশের রাজনৈতিক-অর্থনৈতিক প্রেক্ষাপটে এন্তোনিও গুতেরেসের সফর নতুন বাংলাদেশের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়। জাতিসংঘ মহাসচিব আজ কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থীর সাথে ইফতারে সামিল হওয়ার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস অফিসের তরফ থেকে দেয়া রিপোর্ট অনুসারে এন্তোনিও গুতেরেস এবং ড. ইউনূস আজ একই বিমানে কক্সবাজারে যাবেন। সেখানে তারা দিনব্যাপী যৌথ ও আলাদা কর্মসূচি ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করবেন। বিগত স্বৈরাচারী আমলে একতরফা ও ত্রুটিপূর্ণ নির্বাচনের বিরুদ্ধে এবং বিরোধী দলসমূহের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রাম ও চব্বিশের গণঅভ্যুত্থানে সরকারি বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগ ও গণহত্যার বিরুদ্ধে জাতিসংঘের ভূমিকা ছিল জনগণের পক্ষে সোচ্চার। অন্তর্বর্তী সরকারের অন্যতম এজেন্ডা আন্দোলনে গণহত্যা ও নৃশংস ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত ও বিচারের সম্মুখীন করা। এ ক্ষেত্রে জাতিসংঘের মানবাধিকার কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মানবাধিকার কমিশনের জুলাই গণহত্যার ফ্যাক্টস ফাইন্ডিং রিপোর্ট অপরাধ আদালতের তদন্ত ও বিচার ত্বরান্বিত করতে সহায়ক ভূমিকা রেখেছে। জুলাই বিপ্লবোত্তর বাংলাদেশে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসের সফরে আমরা তাকে আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা জানাই।
রোহিঙ্গা শরনার্থী সংকট বাংলাদেশের জন্য অত্যন্ত দুর্বহ সামাজিক-অর্থনৈতিক ও ভূরাজনৈতিক সমস্যা। মিয়ানমারের রাখাইনে রাজনৈতিক ও মানবিক সংকটের প্রেক্ষাপটে এই সমস্যা কয়েক দশকের পুরনো হলেও শেখ হাসিনার শাসনামলে রাখাইন থেকে দশ লক্ষাধিক রোহিঙ্গা শরনার্থী পালিয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে। কক্সবাজারের উখিয়া, কুতুপালং, টেকনাফের বিশাল এলাকাজুড়ে লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিতে গিয়ে এখানকার বাস্তু ও প্রাকৃতিক পরিবেশের উপর বিরূপ প্রভাব সৃষ্টি হয়েছে। বাংলাদেশের অর্থনীতি ও সামাজিক পরিবেশের উপরও রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী প্রভাব পড়ছে। আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ও শরনার্থীদের প্রত্যাবর্তনসহ প্রত্যাবাসনে প্রতিশ্রুতিবদ্ধ হলেও বিগত সরকার এ ক্ষেত্রে চরমভাবে ব্যর্থ হয়েছে। জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশ সফর করলেও বাংলাদেশ সরকার যথাযথ পদক্ষেপ ও কূটনৈতিক উদ্যোগ নিতে ব্যর্থ হওয়ায় রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম আলোর মুখ দেখেনি। আন্তর্জাতিকভাবে প্রখ্যাত-সুখ্যাত ব্যক্তিত্ব ড. মহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জাতিসংঘ মহাসচিবের চারদিনের দীর্ঘ বাংলাদেশ সফর এবং রোহিঙ্গা ক্যাম্পে লাখো রোহিঙ্গার সাথে ইফতার মাহফিলে অংশগ্রহণ অনেক বড় তাৎপর্য বহন করছে। বাংলাদেশ-মিয়ানমারসহ উপমহাদেশ এখন এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক-অর্থনৈতিক সন্ধিক্ষণ অতিক্রম করছে। রাখাইনের বিদ্রোহীদের কাছে সরকারি বাহিনীর পতনের মধ্য দিয়ে সেখানে যে নতুন বাস্তবতা সৃষ্টি হয়েছে, যথাযথ যোগাযোগ ও কূটনৈতিক উদ্যোগ নিশ্চিত করতে পারলে এবার রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান নিশ্চিত হতে পারে। এ সময়ে জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর আমাদেরকে নতুন আশার আলো দেখাচ্ছে। পরিবর্তিত আঞ্চলিক বাস্তবতা, ড. ইউনূস ও জাতিসংঘ মহাসচিবের ঐকান্তিক প্রচেষ্টায় রোহিঙ্গা সংকটের সমাধান ও রাখাইনের সাথে নতুন বাংলাদেশের এক নতুন সেতুবন্ধন রচিত হতে পারে।
জাতিসংঘ মহাসচিব এমন সময় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন, যখন জাতিসংঘ খাদ্য সহায়তা কর্মসূচি রোহিঙ্গাদের খাদ্য সহায়তা অর্ধেকের নিচে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে। এ ধরনের সিদ্ধান্ত কক্সবাজারের ক্যাম্পগুলোতে থাকা দশ লক্ষাধিক রোহিঙ্গাকে চরম দুশ্চিন্তার মধ্যে ফেলেছে। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির বাস্তবতায় জনপ্রতি মাসে সাড়ে ১২ ডলারের জায়গায় ৬ ডলারের খাদ্য সহায়তা সেখানকার পুষ্টি ও খাদ্য নিরাপত্তার উপর বিরূপ প্রভাব ফেলবে। রোহিঙ্গাদের জন্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা অব্যাহত রাখতে বাংলাদেশের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্তৃপক্ষ এ বিষয়ে জাতিসংঘ মহাসচিব এবং বিশ্ব খাদ্য সংস্থাকে বোঝাতে সক্ষম হবেন বলে আমরা আশা করি। রোহিঙ্গা শরনার্থীদের আবাসন, খাদ্য ও মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক তহবিল হ্রাস করা হলে তা বাংলাদেশের উপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে। এ ক্ষেত্রে ব্যয় সংকোচনের প্রক্রিয়া জাতিসংঘসহ বিদেশি পরিদর্শক ও পর্যবেক্ষকদের পাঁচ তারকা হোটেলে অবস্থানসহ আনুসাঙ্গিক ব্যয় কমিয়ে আনার দিকে দৃষ্টি দিতে হবে। শুধু রোহিঙ্গা প্রত্যাবাসন ও রোহিঙ্গা সংকটের সমাধানই নয়, বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও রাজনৈতিক সংকটের সমাধানের প্রশ্নেও জাতিসংঘ মহাসচিবের আন্তরিক প্রয়াস লক্ষনীয়। বিগত সময়ে প্রশ্নবিদ্ধ ও ভুয়া নির্বাচন, রাজনৈতিক নেতাকর্মীদের মানবাধিকার লঙ্ঘন, মত প্রকাশের স্বাধীনতা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের নামে রাজনৈতিক নেতাদের মৃত্যু দ-াদেশের বিরুদ্ধে জাতিসংঘের দফতরগুলো যথাসময়ে উচ্চকণ্ঠ ভূমিকা পালন করেছে। চারদিনের সফরে এন্তোনিও গুতেরেস শনিবার জাতীয় ঐকমত্য কমিশন এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন বলে জানা গেছে। এর মানে হচ্ছে, অন্তর্বর্তী সরকারের সংস্কারের উদ্যোগের সাথে জাতিসংঘের বিশেষ আগ্রহ ও অংশগহণ রয়েছে। জাতিসংঘ মহাসচিবের সফরের মধ্য দিয়ে রাজনৈতিক অনিশ্চয়তার মেঘ কেটে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় নতুন গতি সঞ্চারিত হবে বলে মানুষের প্রত্যাশা।
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন

অভয়নগরে সিগনাল পিলারে ধাক্কা লেগে মোটরসাইকেল চলক নিহত-১জন আহত

একটি শক্তি নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে- আমীর খসরু

নতুন সঙ্কটে রাজনীতি!

রাজনৈতিক দুর্বৃত্তদের হাত থেকে আমাদের দলকে বাঁচাতে হবে- ব্যারিস্টার নওশাদ জমির

পটুয়াখালীতে শহীদ কন্যা ধর্ষনের আসামীদের দ্রুত বিচার করার দাবিতে জেলা বিএনপির মানববন্ধন

ইবিতে প্রক্টরিয়াল বডির উদ্যোগে ইফতার আয়োজন

নীল পাখির বাসা বদল, নিলামে উঠল টুইটারের লোগো

পিজি হাসপাতালের নাম পরিবর্তন হলেও লীগের দোসররা এখনও বহাল তবিয়তে"- ডা. আউয়াল

আওয়ামী লীগকে পূর্নবাসন করার কোন সুযোগ নেই : আমিনুল হক

গফরগাঁওয়ে চৈত্র মাসে শীতের আমেজ ঃ ঈদ বাজারে স্বস্তি

ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ ফার্মাসিস্ট ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত

গফরগাঁওয়ে আস্কর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

আশুলিয়ায় দাওয়াত না পেয়ে যুবদলের ইফতার মাহফিলে বিএনপি নেতার বিরুদ্ধে হামলার অভিযোগ

কটিয়াদীতে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, নিহত-১,আহত-১০

সাংবাদিক ও মাদরাসা শিক্ষার্থীদের সম্মানে মনোহরগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল

নাইজারে মসজিদে হামলায় নিহত অন্তত ৪৪

তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে-কামরুল হুদা

ওসমানীনগরে ধানক্ষেত থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

বিকাশ পে লেটার’ এর মাধ্যমে স্মার্টফোন কেনার সুবিধা আনলো সিটি ব্যাংক ও সেলেক্সট্রা