করিডোর ও বন্দর নিয়ে সরকারের দ্বিচারিতা

Daily Inqilab ইনকিলাব

২৩ মে ২০২৫, ১২:১৬ এএম | আপডেট: ২৩ মে ২০২৫, ১২:১৬ এএম

রোহিঙ্গাদের প্রত্যাবর্তন-পুনর্বাসন ও রাখাইন সীমান্তে কথিত মানবিক করিডোর নিয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে নানা রকম বক্তব্য পাওয়া যাচ্ছে। উত্তপ্ত ও অস্থিতিশীল আঞ্চলিক বাস্তবতায় জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত থাকায় এবং পরস্পরবিরোধী মহলের স্বার্থসংশ্লিষ্ট হওয়ায় বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। গৃহযুদ্ধ কবলিত মিয়ানমারের রাখাইনে মানবিক বিপর্যয়ের আশঙ্কায় গত বছরের শেষদিকে জাতিসংঘের তরফ থেকে বাংলাদেশের কাছে একটি মানবিক করিডোরের প্রস্তাব পেশ করা হয়েছিল বলে বলা হয়ে থাকে। সে প্রেক্ষিতে পররাষ্ট্র উপদেষ্টা ড. তৌহিদ হোসেন প্রথম এ নিয়ে সরকারের নীতিগত সম্মতির কথা জানিয়েছিলেন। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি অবশ্য ভিন্ন কথা বলেছিলেন। করিডোর বিষয়ক আলোচনা ও বিতর্কের মধ্যেই পররাষ্ট্র সচিব জসীমউদ্দিন অব্যাহতি গ্রহণ করেছেন। এরপর মানবিক করিডোর বিষয়ে ভিন্ন কথা বলে আলোচনায় রয়েছেন অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাইরিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। গত কয়েক দিনে তিনি একেক রকম বক্তব্য দিয়েছেন। করিডোর ও ব্যক্তিগত বিষয়াদি সম্পর্কে ড. খলিলুর রহমানকে নিয়ে রাজনৈতিক অঙ্গণে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরালো মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। গত বুধবার ঢাকার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে দেয়া ব্রিফিংয়ে ড. খলিলুর রহমান বিভিন্ন মাধ্যমে চাউর হওয়া বক্তব্যকে গুজব বলে উল্লেখ করে বলেন, করিডোর নিয়ে কারো সঙ্গে আলোচনা হয়নি, প্রয়োজনও নেই। আরাকানের চলমান বাস্তবতায় প্রস্তাবিত করিডোরের কোনো প্রয়োজন নেই বলেও তিনি উল্লেখ করেন। উদ্বাস্ত রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের মানবিক সহায়তা প্রস্তাব কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাস্তবতার আলোকেই বাস্তবায়ন করতে হবে। সংশ্লিষ্ট সব পক্ষের সমঝোতার মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসনের রোডম্যাপ ছাড়া অন্যকোনো আলোচনার সুযোগ নেই।

প্রধান উপদেষ্টার জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার বক্তব্য এবং পররাষ্ট্র উপদেষ্টার বক্তব্যের মধ্যে বিস্তর ফারাক লক্ষ করা যায়। বিষয়টি এতদূর আলোচনায় আসার পর জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বক্তব্য অনেকটা ইউটার্নের মতো। তিনি নিজের বিতর্কিত ভূমিকাকে আড়াল করতেই এ ক্ষেত্রে চালাকির আশ্রয় নিচ্ছেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। একইসঙ্গে তিনি নিজের দ্বৈতনাগরিকত্ব প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নিজেকে শুধুই বাংলাদেশের নাগরিক এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের নাগরিকত্ব বা পাসপোর্ট নেই বলেও জানিয়েছেন। তবে তিনি আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে অবস্থানের বিষয়ে তুলনামূলক আলোচনা করে বিএনপি নেতাদের তীব্র বিরোধিতার সম্মুখীন হয়েছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রূহুল কবির রিজভী আহমেদ গতকাল এক সংবাদ সম্মেলনে ড. খলিলুর রহামানের বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত, দায়িত্বজ্ঞানহীন ও আত্মগরিমার বহিঃপ্রকাশ বলে আখ্যায়িত করেছেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে থেকে তারেক রহমানের মতো নেতাকে নিয়ে দেয়া বক্তব্যে দেশের মানুষের মধ্যে বিরূপ ধারণা সৃষ্টির অপপ্রয়াস হিসেবে গণ্য করে রিজভী আহমেদ ড. খলিলুর রহমানের পদত্যাগ এবং তার সম্পর্কে বিস্তারিত তথ্য জনগণের সামনে তুলে ধরতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছেন। একটি অরাজনৈতিক ও নির্দলীয় অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ পদে থেকে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের শীর্ষ নেতা সম্পর্কে বিভ্রান্তিকর মন্তব্য কাম্য নয়। এ ধরনের বক্তব্যের প্রতিক্রিয়া ও দায় সরকারকে নিতে হবে। রাজনৈতিক দল এবং সাধারণ মানুষের আস্থা অর্জনের বদলে বিতর্কিত মন্তব্য করে এ ধরনের পদে থাকার নৈতিক অবস্থান তিনি নিজেই নষ্ট করছেন।

মিয়ানমার সীমান্তে কথিত মানবিক করিডোর, চট্টগ্রাম বন্দর পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তির মতো রাষ্ট্রীয় নিরাপত্তা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জাতীয় ঐকমত্য প্রয়োজন। নির্বাচিত সরকারই এ ক্ষেত্রে কার্যকর পদক্ষেপ গ্রহণের অধিকার রাখে। রাজনৈতিক পক্ষ, এমনকি সামরিক বাহিনীর সাথে কোনো রকম আলোচনা না করেই এ ধরনের সিদ্ধান্ত গ্রহণের এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই। ইতোমধ্যে দেশের প্রায় সব রাজনৈতিক দল করিডোর ও বন্দর বিষয়ক আলোচনায় বিস্ময় প্রকাশ করেছে। বুধবার সেনাবাহিনী প্রধানও এসব বিষয়ে সেনাবাহিনীর অবস্থান ব্যক্ত করেছেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান বলেছেন, মানবিক করিডোর ও বন্দর বিষয়ে সিদ্ধান্ত একটি নির্বাচিত সরকারের মাধ্যমে আসতে হবে। সেই সাথে তিনি ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন। তিনি যথার্থই বলেছেন। জাতীয় নিরাপত্তা, সামাজিক-অর্থনৈতিক স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক উত্তরণের প্রশ্নে সব রাজনৈতিক পক্ষের ঐকমত্যের বিকল্প নেই। পতিত স্বৈরাচারের সুবিধাভোগী আমলা, বিদেশে অবস্থানরত অনভিজ্ঞ অ্যাকাডেমিসিয়ান, দ্বৈতনাগরিক, এনজিও সংগঠকদের নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও উচ্চপদস্থ কর্মকর্তাদের নিজেদের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতনতা না থাকলে তা জাতির জন্য বিপর্যয় ডেকে আনতে পারে। জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে জাতির আশা-আকাক্সক্ষা বাস্তবায়নে সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে। প্রত্যাশিত সংস্কার, পতিত স্বৈরাচারের দোসরদের গুরুতর অপরাধের বিচার এবং যথাশীঘ্র আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি জাতীয় নির্বাচনের বন্দোবস্ত নিশ্চিত করাই এই সরকারের মূল দায়িত্ব। মূল দায়িত্ব পালন না করে সরকারের কিছু উপদেষ্টার নানা রকম কাজে আত্মনিয়োগ এবং বিতর্কিত মন্তব্য ও ভূমিকা তাদের পদাধিকার হারানোর জন্য যথেষ্ট বলে মনে করেন পর্যবেক্ষকরা। তারা আরো মনে করেন, তাদের স্বেচ্ছায় পদত্যাগ করা অথবা সরিয়ে দেয়া উচিত। মানবিক করিডোর ও বন্দর নিয়ে উদ্ভূত প্রশ্নের স্বচ্ছতা ও জবাবদিহি সরকারকে নিশ্চিত করতে হবে।


বিভাগ : সম্পাদকীয়


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ভ্যাপসা গরমে হাসপাতালে রোগীর ভিড়, সংকট স্যালাইনের

ভ্যাপসা গরমে হাসপাতালে রোগীর ভিড়, সংকট স্যালাইনের

গুমবিষয়ক স্থায়ী কমিশন গঠন করা হবে: আসিফ নজরুল

গুমবিষয়ক স্থায়ী কমিশন গঠন করা হবে: আসিফ নজরুল

নালিতাবাড়ীতে বিএনপি নেতার উপর আওয়ামী নেতার সন্ত্রাসী হামলা: গ্রেপ্তার দাবি

নালিতাবাড়ীতে বিএনপি নেতার উপর আওয়ামী নেতার সন্ত্রাসী হামলা: গ্রেপ্তার দাবি

চিন্ময় কৃষ্ণকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

চিন্ময় কৃষ্ণকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

কুলাউড়ায় স্কুলছাত্রী আনজুম হত্যার রহস্য উদঘাটন, হত্যাকারী যুবক আটক

কুলাউড়ায় স্কুলছাত্রী আনজুম হত্যার রহস্য উদঘাটন, হত্যাকারী যুবক আটক

ইবি শিক্ষার্থীর মৃত্যুতে ছাত্রদলের শোক

ইবি শিক্ষার্থীর মৃত্যুতে ছাত্রদলের শোক

ঢাবিতে ইনকিলাব মঞ্চের জুলাই সনদ ও গণহত্যার বিচার দাবি সংবাদ সম্মেলন

ঢাবিতে ইনকিলাব মঞ্চের জুলাই সনদ ও গণহত্যার বিচার দাবি সংবাদ সম্মেলন

তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন দূতাবাস

তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত মার্কিন দূতাবাস

ঢাবিতে ককটেল বিস্ফোরণ-ছাত্রলীগের ঝটিকা মিছিল নিয়ে উত্তেজনা

ঢাবিতে ককটেল বিস্ফোরণ-ছাত্রলীগের ঝটিকা মিছিল নিয়ে উত্তেজনা

নোয়াখালীতে অগ্নি ঝুঁকিতে শত শত বহুতল ভবন, নেই আধুনিক অগ্নি নির্বাপণ ব্যবস্থা

নোয়াখালীতে অগ্নি ঝুঁকিতে শত শত বহুতল ভবন, নেই আধুনিক অগ্নি নির্বাপণ ব্যবস্থা

বিশ্ববাজারে আরও বাড়লো জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে আরও বাড়লো জ্বালানি তেলের দাম

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ২০ ছাড়াল

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ২০ ছাড়াল

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রের

বীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রের

‘ভারত পানি বন্ধ করলে যুদ্ধই একমাত্র পথ’— হুঁশিয়ারি বিলাওয়ালের

‘ভারত পানি বন্ধ করলে যুদ্ধই একমাত্র পথ’— হুঁশিয়ারি বিলাওয়ালের

শেরপুরের ফুটবলের ফাইনালে কানিপাড়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

শেরপুরের ফুটবলের ফাইনালে কানিপাড়া স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

মাগুরায় ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

মাগুরায় ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল

বিস্ফোরক মামলায় খালাস পেলেন বিএনপি নেতা এ্যানীসহ ৯ জন

বিস্ফোরক মামলায় খালাস পেলেন বিএনপি নেতা এ্যানীসহ ৯ জন

ফ্যাসিস্টমুক্ত গণমাধ্যম জাতির জন্য আশীর্বাদ -সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার

ফ্যাসিস্টমুক্ত গণমাধ্যম জাতির জন্য আশীর্বাদ -সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার

গণহত্যা মামলায় হাসিনাকে হাজিরার নির্দেশ, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

গণহত্যা মামলায় হাসিনাকে হাজিরার নির্দেশ, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

সাভারে অসহায় বিধবা নারীকে আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা খোরশেদ আলম

সাভারে অসহায় বিধবা নারীকে আর্থিক সহায়তা দিলেন বিএনপি নেতা খোরশেদ আলম