পড়ে থাকা স্মার্ট কার্ড দ্রুত বিতরণ করতে হবে
স্মার্ট আইডি কার্ড এখন প্রায় সকল কাজেই লাগে। তারপরও অনেক মানুষ এখনো এই কার্ড নেয়নি। যারা নেয়নি, তাদের কার্ড গোডাউনে নষ্ট হচ্ছে। ইনকিলাবে প্রকাশিত এক খবর মোতাবেক, এ পর্যন্ত স্মার্ট কার্ড ছাপানো হয়েছে ৭ কোটি ৭৩ লাখ। বিতরণ হয়েছে ৭ কোটি ১ লাখ। অবিতরণকৃত রয়েছে ৭২ লাখ কার্ড। নানান কাজে আইডি কার্ডের ব্যবহার অপরিহার্য হওয়ায় প্রত্যেকেরই এটা থাকা প্রয়োজন। আইডি...