নাজিরহাট পুরাতন সেতুর নির্মাণকাজ শুরু হোক
ফটিকছড়ি-হাটহাজারীর দুঃখ খ্যাত নাজিরহাট পুরাতন ব্রিজটি এই অঞ্চলের মানুষের যোগাযোগব্যবস্থার অন্যতম প্রধান প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। হালদা নদীর উপর ১৯১৯ সালে স্থাপিত হয়েছিলো ব্রিজটি। সেই হিসেবে ব্রিজটির বয়স শতাব্দী পেরিয়েছে কয়েক বছর আগেই। কিন্তু কোনোরকম সংস্কার ও তত্ত্বাবধান ব্যতীত বহালতবিয়তে এতোদিন দাঁড়িয়ে ছিলো প্রাচীন এই সেতু। কিন্তু গত ৪-৫ বছর ধরে এর দশা বেহাল হয়ে গেছে। সংস্কারের কথা থাকলেও এখনো কোনো...