মূল্যবোধের অবক্ষয়ের কারণ কী?
আমাদের পারিবারিক ও সামাজিক কৃষ্টি, সংস্কৃতি, নীতি-নৈতিকতা, মূল্যবোধ ও অনুশাসনের অবক্ষয় দিন দিন তীব্র হয়ে উঠছে। মানুষের সভ্যতার উপকরণগুলো যেন খসে পড়ছে। সামাজিক শৃঙ্খলা ভেঙে পড়ছে। তরুণ সমাজের একটি অংশ দুর্বিনীত হয়ে পড়েছে। উঠতি বয়সের অনেক তরুণ মাদকাসক্ত হয়ে পড়ছে। তাদের চালচলন, আচার-আচরণ ঔদ্ধত্যপূর্ণ। সমাজের অভিভাবক শ্রেণীকে তোয়াক্কা করে না। অভিভাবক শ্রেণীও তাদের এই ঔদ্ধত্য দেখে চুপ হয়ে থাকে। শাসন-বারণ...