মির্জাপুরে সেতু চাই
বাংলাদেশ নদীমাতৃক দেশ। এদেশের গুরুত্বপূর্ণ সব শহর নদীর তীরে গড়ে উঠেছে। ফলে যোগাযোগের ক্ষেত্রে নদীপথ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নেত্রকোনার মগ্রা নদীও এমনই একটি গুরুত্বপূর্ণ নদী, এটি ধলাই নদী থেকে উৎপত্তি হয়ে ১১২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ধনু নদীর মোহনায় মিলিত হয়েছে। এ নদীর তীরে গড়ে উঠেছে শতশত গ্রাম ও হাটবাজার। লোনেশ্বর-মির্জাপুরের অধিবাসীদের কাছে নদীটি যেন এক আশীর্বাদ।...