অভিনয় জীবনের তিন দশকে আমিন খান
মোহাম্দ হোসেন পরিচালিত ‘অবুঝ দুটি মন’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে ১৯৯৩ সালে সিনেমায় নায়ক হিসেবে চিত্রনায়ক আমিন খানের অভিষেক হয়। ১৯৯৩ সালে সিনেমাটি মুক্তির আগেই বাদল খন্দকার তার প্রথম সিনেমা ‘দুনিয়ার বাদশা’ নির্মাণ করেছিলেন। এতে আমিন খানের নায়িকা ছিলেন শাবনূর। এখন সিনেমায় নিয়মিত না হলেও আমিন খান চলচ্চিত্র জীবনের পথচলায় তিন দশক পার করেছেন। ১৯৯৩-এর পর থেকে এ পর্যন্ত অনেক দর্শকপ্রিয়...